মানিকগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ শহরের সেওতা এলাকায় মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনের বিএনপির দুই হাজার নেতাকর্মীর মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর। এ সময় তিন উপজেলার প্রত্যেক ইউনিয়ন বিএনপির দলীয় নেতাকর্মীদের হাতে এই ঈদ উপহার তুলে দেন।
এস এ জিন্নাহ কবীর বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের মানুষের পাশে থাকেন, জনগণের পাশে থাকেন, জনগণকে পাশে রাখেন—এই স্লোগান সামনে নিয়ে তাঁর নির্দেশে মানিকগঞ্জের প্রত্যন্ত অঞ্চলগুলোতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিচ্ছি।