বিরাট কোহলির নামের পাশে সব অর্জনই আছে। তাই চাইলেই অবসর নিতে পারেন ৩৬ বছর বয়সী ব্যাটার। তবে এখনই ব্যাট-প্যাড তুলে রাখার ইচ্ছে নেই ভারতীয় কিংবদন্তির। যেন ক্ষুধা মেটেনি তার।
বিরাট কোহলির নামের পাশে সব অর্জনই আছে। তাই চাইলেই অবসর নিতে পারেন ৩৬ বছর বয়সী ব্যাটার। তবে এখনই ব্যাট-প্যাড তুলে রাখার ইচ্ছে নেই ভারতীয় কিংবদন্তির। যেন ক্ষুধা মেটেনি তার।
তা না হলে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ জয়ের ইচ্ছে প্রকাশ করতে না কোহলি। সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে গিয়ে এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন ৫১ সেঞ্চুরি নিয়ে ওয়ানডের সর্বোচ্চ শতকের মালিক। তিনি বলেছেন, ‘পরের লক্ষ্য বড়। জানি না, তবে আগামী বিশ্বকাপ (ওয়ানডে) জয়ের চেষ্টা করব।
এখন পর্যন্ত ৪টি খেলে ২০১১ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন কোহলি। ২০২৭ সালে যখন দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ বিশ্বকাপে খেলবেন তখন তার বয়স ৩৮ হবে। তত দিন পর্যন্ত ফিটনেস ধরে রাখাটা তার জন্য সহজ হবে না। তবে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘৩৬ বছর বয়সে এক সপ্তাহ বিশ্রাম খুব ভালো...এই বয়সে ভালোই আছি।
অথচ সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফি শুরু হওয়ার আগেও গুঞ্জন উঠেছিল টুর্নামেন্ট শেষেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিতে পারেন কোহলি। কেননা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরেই সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় জানিয়েছিলেন তিনি।
সম্পর্কিত খবর
মিরপুরে অনুষ্ঠিত ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর দশম রাউন্ডের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাব মাত্র ১৭৮ রানের স্বল্প স্কোর ডিফেন্ড করে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ রানে হারিয়েছে।
আগে ব্যাটিংয়ে নেমে ৪১ ওভারে ১৭৮ রানে অল আউট হয় গুলশান। দলের পক্ষে সাকিব শাহরিয়ার ৩৮ রান ও জাওয়াদ আবরার ৩৭ রান করে সর্বোচ্চ অবদান রাখেন। শাইনপুকুরের পক্ষে নিওন জামান ৩ উইকেট ও মোহাম্মদ রহিম আহমেদ ২ উইকেট শিকার করেন।
জবাবে শাইনপুকুর জয়ের সহজ সুযোগ হাতছাড়া করে ৪৩ ওভারে ১৭৩ রানে অল আউট হয়। শাহরিয়ার সাকিব ৪০ রান করেন। শরিফুল ইসলাম ২২ রানে অপরাজিত থাকলেও দল লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়।
গুলশানের পক্ষে নিহাদ উজ জামান ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৩টি করে উইকেট নেন।
প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিকের অর্থ বুঝে না পাওয়ায় আজ সকালে অনুশীলন বয়কট করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বসুন্ধরা ঢাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আজ খেলা ছিল না দলটির। মিরপুরে অনুশীলনের কথা থাকলেও তাতে অংশ নেননি খেলোয়াড়রা। এবার বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচও বর্জনের হুমকি দিয়েছেন তারা।
অনুশীলন বর্জন করে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, সিইও নিজামউদ্দিন চৌধুরী ও সিসিডিএম বরাবর লিখিত অভিযোগ জমা দেন দলটির খেলোয়াড়রা।
পরে গণমাধ্যমের সামনে এসে দলটির ক্রিকেটার মুক্তার বলেন তারা বৃহস্পতিবারের ম্যাচ বর্জন করতে চলেছেন, ‘এটা আসলে একদিনের ঘটনা না, লম্বা সময় ধরে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে পেমেন্ট নেওয়ার জন্য। আমরা অনেক রকমভাবে সহযোগিতা করার চেষ্টা করছি ক্লাবের সঙ্গে, কোচের সঙ্গে। তারা আমাদের সহযোগিতা করছে না।
‘সত্যি কথা বলতে এই দলের পারিশ্রমিক খুবই কম। খেলার জন্য খেলছি। একজনের এক লাখ, কারো দশ হাজার খুবই কম। ৪/৫ জনের পঞ্চাশ ভাগের মতন ক্লিয়ার হয়েছে। বাকিদের ১০ বা ২০ ভাগ দেওয়া হয়েছে।
এবার প্রিমিয়ার লিগে সবগুলো ক্লাবই খেলোয়াড়দের পারিশ্রমিকের অঙ্ক বেশ কমিয়ে ধরে। গত বছরের তুলনায় অর্ধেকেরও কম পারশ্রমিকে খেলছেন বেশিরভাগ ক্রিকেটার। পারটেক্সের মতন ছোট দলের খেলোয়াড়দের পারিশ্রমিক নামমাত্র। সেটাও তারা পাচ্ছেন না বলে অভিযোগ।
এদিকে অভিযোগ অস্বীকার করেছেন পারটেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানিয়েছেন ৬০ শতাংশ পারিশ্রমিক দেওয়া হয়েছে। বাকিটাও দেয়া হবে।
ডিপিএলের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই পারটেক্স। ১২ দলের টুর্নামেন্টে ৯ রাউন্ড শেষে মাত্র ২ জয়ে টেবিলের ১১ নম্বরে রয়েছে। অর্থাৎ এখনো রেলিগেশনের শঙ্কা কাটাতে পারেনি দলটি। এর মধ্যে পারিশ্রমিক ইস্যুতে ম্যাচ বর্জনের হুমকি দিল পারটেক্সের খেলোয়াড়রা।
আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করায় পাঞ্জাব কিংসের অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। গত রাতে পাঞ্জার বনাম চেন্নাই ম্যাচের আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি ঘটে।
আইপিএল কর্তৃপক্ষ ম্যাক্সওয়েলের অপরাধের সঠিক বিবরণ প্রকাশ না করলেও এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাক্সওয়েল ম্যাচ চলাকালীন ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহারসংক্রান্ত আর্টিকল ২.২-এর অধীনে লেভেল-১ অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাঞ্জাব কিংসের হয়ে ৬ নম্বরে ব্যাট করতে নেমে দুই বল খেলে অশ্বিনের বলে কট অ্যান্ড বোল্ড হন ম্যাক্সওয়েল। প্রিয়াংশ আর্যর ৪২ বলে ১০৩ রান এবং শশাঙ্ক সিং (৩৫ বলে ৫২*) ও মার্কো ইয়ানসেনের (১৯ বলে ৩৪*) ভর করে পাঞ্জাব কিংস ৬ উইকেটে ২১৯ রান তুলে ১৮ রানে জয় পায়।
চলতি আইপিএলে পাঞ্জাব কিংস চার ম্যাচে তিনটিতে জয় পেলেও ফর্মে নেই ম্যাক্সওয়েল।
পাঞ্জাবের পরবর্তী ম্যাচ শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে।
এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লেখা হলো ইউরোপীয় ফুটবলের নতুন ইতিহাস। ডেকলান রাইসের জোড়া গোল আর মিকেল মেরিনোর গোলে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। ফ্রি-কিক থেকে জোড়া গোল করে এ ম্যাচে দারুণ এক রেকর্ডের ভাগিদার হলেন রাইস।
পেশাদার ক্যারিয়ারের ৩৩৮ ম্যাচে এর আগে ১২ বার ফ্রি-কিক নেওয়ার সুযোগ পেয়েছিলেন ডেকলান রাইস।
ম্যাচের ৫৮ মিনিটে প্রায় ৩০ গজ দূরে ফ্রি–কিক পায় আর্সেনাল। রাইস কোনাকুনি এসে ডান পায়ের শটটি যখন নিলেন, বাঁকানো শটে বল জড়িয়ে যায় জালে।
রাইসের দ্বিতীয় গোলটি ছিল আরো চমৎকার—২৫ গজ দূর থেকে নেওয়া ফি-কিকটি উপরের কোণে জালের খাঁজে বল ঢুকতেই আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং কোচ মিকেল আর্তেতা অবাক হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েন। স্ট্যান্ডে বসে থাকা রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের লেজেন্ড রবার্তো কার্লোসও মুখ ভার করে তাকিয়ে ছিলেন।
ম্যাচ শেষে রাইস আমাজন প্রাইমকে বলেছেন, ‘আমি জানি না এই ঘোর কাটবে কি না।
রাইস প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগ নকআউটে এক ম্যাচে দুটি ফ্রি-কিক থেকে গোল করেন।