‘ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না’
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৫ বছরের স্বৈর শাসনের অবসানের পর আগামীকাল প্রথম ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ। সংগত কারণেই এবারের ঈদ উৎসবে যুক্ত হয়েছে ভিন্ন আমেজ। রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদ মিছিল, মেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ও নেত্বত্ব দেওয়া ছাত্র-জনতা।

তবে এ আমেজের মধ্যেও স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের ভুলে যাননি আন্দোলনের অন্যতম নেতা ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

আরো পড়ুন
দোকানির আঘাতে শ্রমিক নেতা খুন

দোকানির আঘাতে শ্রমিক নেতা খুন

 

এবারের ঈদ উৎসব নিয়ে রবিবার নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন সাদিক কায়েম।

তিনি তার পোস্টে বলেছেন, ‘গত বছর যে সন্তানরা এসে মাকে সালাম করত, তাদের সহস্রজন আজ শহীদ! আমাদের একটা উৎসবমুখর ঈদ উপহার দিতে গিয়ে কত প্রাণ পেয়েছে শাহাদাতের ঠিকানা। ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না আমরা। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জানাই ঈদ মোবারক।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

শহীদ ওয়াসিমের কবরের পাশে সাদিক কায়েম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শহীদ ওয়াসিমের কবরের পাশে সাদিক কায়েম
সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের ষোলশহরে শহীদ হওয়া ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

বুধবার রাতে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে নিয়ে শহীদের কবর জিয়ারত করেন তিনি।

আরো পড়ুন
শহীদ ফয়সালের কবরের সন্ধান চায় পরিবার

শহীদ ফয়সালের কবরের সন্ধান চায় পরিবার

 

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ‘জুলাই বিপ্লবের অন্যতম শহীদ—শহীদ ওয়াসিম আকরাম। জুলাই বিপ্লবে শুধু নিজেই অংশ নিয়েছেন, এমন নয়।

অন্যদের ডাক দিয়েছেন—চলে আসুন ষোলশহর।’

তিনি আরো লিখেছেন, ‘শহীদ ওয়াসিম ও শহীদ মোহাম্মদ সাজ্জাদ হোসাইনের কবর জিয়ারত করলাম। এই এলাকার শহীদ আহসান হাবীব, শহীদ তানভীর, শহীদ নূর মোস্তফা, শহীদ নূরুল আমীন, শহীদ মহিউদ্দিন মাসুম, শহীদ খাইরুল ইসলামসহ সবার জন্য আল্লাহর দরবারে দুআ—মহান আল্লাহ যেন তাদের শাহাদাতের উচ্চ মাকাম দান করেন।’

প্রাসঙ্গিক
মন্তব্য

হাসনাত-সারজিসের উদ্দেশে আবু সাঈদের বাবার নামে ভুয়া মন্তব্য প্রচার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হাসনাত-সারজিসের উদ্দেশে আবু সাঈদের বাবার নামে ভুয়া মন্তব্য প্রচার
সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন। কোটা সংস্কার আন্দোলনে নিহত প্রথম ব্যক্তি আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

আরো পড়ুন
চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া ডিবি পুলিশ আটক

চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া ডিবি পুলিশ আটক

 

সম্প্রতি আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেনকে উদ্ধৃত করে ও তার ছবি যুক্ত করে ‘শহীদ আবু সাঈদরা কোনো নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার জন্য জীবন দেননি; তারা লড়েছিলেন জনগণের অধিকার ও ন্যায়ের জন্য।’ শীর্ষক দাবি সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত ফটোকার্ডে আরও উল্লেখ করা হয়েছে, ‘শহীদ আবু সাঈদরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু দুঃখজনকভাবে, আবু সাঈদদের রক্তকে পুঁজি করে হাসনাত সাজিসদের মতো কিছু সুযোগ সন্ধানী নতুন রাজনৈতিক দল গঠন করেছে। তারা দলের নামকে ব্যবহার করে ধান্দাবাজির দোকান খুলে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে উদ্দেশ্য করে প্রচারিত মন্তব্যটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের বাবা করেননি বরং, কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই আলোচিত ফটোকার্ডটি প্রচার করা হয়েছে।

 

আরো পড়ুন
একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত প্রথম ব্যক্তি আবু সাঈদের বাবা এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচার করার কথা। কিন্তু অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো সূত্রে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। 

শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেনের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সমর্থনে কোনো তথ্য পাওয়া যায়নি। 

আলোচিত ফটোকার্ডে উল্লিখিত নিহত আবু সাঈদের বাবা মো. মকবুক হোসেনের মন্তব্যের বিষয়ে জানতে রিউমর স্ক্যানার টিমের পক্ষ থেকে আবু সাঈদের বড় ভাই আবু হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বাবা এমন কোনো মন্তব্য করেননি।

 সুতরাং, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের নামে আবু সাঈদের বাবাকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

মন্তব্য

থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মণ্ডল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
থানায় জিডি করলেন ভোক্তা অধিকারের আব্দুল জব্বার মণ্ডল
আব্দুল জব্বার মণ্ডল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল থানায় জিডি করেছেন। তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন। সোমবার (৩১ মার্চ) তেজগাঁও থানায় করা জিডিতে (জিডি নম্বর: ১৬৯৯)।

সাধারণ ডায়েরিতে আব্দুল জব্বার মন্ডল উল্লেখ করেন, তার নামে এবং তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে। এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে।

পোস্টে তিনি ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে দেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। পাশাপাশি তিনি লেখেন, ‘আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে।

এ বিষয়ে জিডি করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো।’

পোস্টের শেষে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক।

মন্তব্য

ফেসবুকে ভাইরাল ঘিবলি স্টাইল, কী কেন কিভাবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফেসবুকে ভাইরাল ঘিবলি স্টাইল, কী কেন কিভাবে
ছবি : চ্যাটজিপিটি

গোটা বিশ্বে এখন ঘিবলি ট্রেন্ড ভাইরাল। নিজেদের ছবি ঘিবলি স্টুডিওর মতো বানিয়ে অনেকেই পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কিভাবে বানাবেন ঘিবলি স্টাইল ছবি? কোন কোন অ্যাপ দিয়ে এটি বানানো সম্ভব? চলুন, জেনে নেওয়া যাক।

ঘিবলি ট্রেন্ডের ছবি বানাতে সবচেয়ে বিখ্যাত প্ল্যাটফরম এখন চ্যাটজিপিটি।

চ্যাটজিপিটিতে নিজের ছবি আপলোড করে লিখতে হবে ‘ট্রান্সফরম ইট ইনটু ঘিবলি স্টাইল’। এতেই আপনার ছবিটি ঘিবলি স্টাইলের ছবির মতো দেখতে হয়ে যাবে।

চ্যাটজিপিটি ছাড়াও রয়েছে গ্রোক এআই অ্যাপ। একইভাবে এই সাইট খুলে নিজের ছবি আপলোড করতে হয়।

লিখতে হবে ওপরের একই কমান্ড। কিছুক্ষণের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপটি আপনার ছবি পাল্টে দেবে ঘিবলিতে।

হাগিং ফেইস (Hugging face) অ্যাপ ব্যবহার করে ঘিবলি ইমেজ বানাতে পারেন। এই অ্যাপটি অন্যান্য অ্যাপের মতোই বিনা মূল্যে পাওয়া যায় অনলাইনে।

সাইটে গিয়েও নিজের ছবি দিয়ে বানাতে পারেন ঘিবলি পিক।

ইনস. মাইন্ড (ins.Mind) একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইট। এই সাইটে গিয়েও একইভাবে ঘিবলি পিক তৈরি করা যায়। এর জন্য ওপরের ওই একই কমান্ড দিতে হবে। এ ছাড়া আরো বেশ কিছু কমান্ড দিতে পারেন।

লিওনার্দো.এআই (Leonardo.ai) অ্যাপ দিয়েও বানিয়ে ফেলতে পারেন আপনার ঘিবলি স্টাইল ইমেজ‌। এই ইমেজ তৈরি করতেও ওই একই কমান্ড ব্যবহার করতে পারেন।

মিডজার্নি অ্যাপও চ্যাটজিপিটি ও গ্রোক এআইয়ের মতোই অ্যাপ। একই কমান্ডে কাজ করে। ছবি তৈরি হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই।

Getimg.ai অ্যাপ দিয়েই বানিয়ে নিতে পারেন আপনার ঘিবলি ইমেজ। এখানেও টেক্সট থেকে ইমেজ করা যায়। অর্থাৎ, যেমন বলবেন তেমনটাই হবে।

Stable Diffusion ঘিবলি ইমেজ তৈরির আরেকটি অ্যাপ। এই অ্যাপের সাহায্যেও একইভাবে ঘিবলি ইমেজ তৈরি করে নিতে পারেন।

ঘিবলি ইমেজ তৈরির জন্য বেশ কয়েকটি কমান্ড দেওয়া যেতে পারে। যে কোনো একটি কমান্ড দিয়ে বানিয়ে নিতে পারেন নিজের ঘিবলি স্টাইল ছবি। ওপরের কমান্ড ছাড়াও ‘শো মি ইন স্টুডিও ঘিবলি স্টাইল’, ‘ক্যান ইউ ঘিবলাইজ মাই ফটো’, ‘হোয়াট উড আই লুক লাইক অ্যাজ আ ঘিবলি ক্যারেক্টার’?

মন্তব্য

সর্বশেষ সংবাদ