অপারেশন ডেভিল হান্ট : বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
অপারেশন ডেভিল হান্ট : বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

অপারেশন ডেভিল হান্টের আওতায় খাগড়াছড়ির দীঘিনালায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে উপজেলার বোয়ালখালি নতুন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সেলিম (৪০) উপজেলার বোয়ালখালি (সদর) ইউনিয়নের পশ্চিম কাঠালতলি গ্রামের মো. শাহ আলমের ছেলে।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে সেলিমকে গ্রেপ্তার করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, ফেব্রুয়ারি মাসের একটি মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ৩ জনকে জখম, বাড়িঘর ভাঙচুর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ৩ জনকে জখম, বাড়িঘর ভাঙচুর
সংগৃহীত ছবি

ভাঙ্গায় এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবা, চাচা ও ফুফাতো ভাইকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। একই সাথে তাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

গুরুতর আহত ওই ছাত্রীর বাবা গফফার মিয়া (৫৫), চাচা ছত্তার মিয়া (৬০) ও ফুফাতো ভাই তাইমুর মাতুব্বরকে (১৯) প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (৩১ মার্চ) বেলা ১১ টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

 

আরো পড়ুন
ঈদের দিনেও কর্মব্যস্ত ঢাকা মেডিক্যাল, পরিদর্শনে স্বাস্থ্যের ডিজি

ঈদের দিনেও কর্মব্যস্ত ঢাকা মেডিক্যাল, পরিদর্শনে স্বাস্থ্যের ডিজি

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের এস এস সি পরীক্ষার্থী এক ছাত্রীকে (১৭) সপ্তাহ খানেক আগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রতিবেশী সিয়াম মোল্লা (১৯), রিফাত মোল্লা (২০), সাকিব মোল্লা (২২) উত্যক্ত করেন। বিষয়টি ওই স্কুল ছাত্রী বাড়ি এসে বাবা-মাকে জানায়। ওই ছাত্রীর বাবা ও চাচা বিষয়টি ওই বখাটেদের অভিভাবকদের জানান। এতে ওই বখাটেরা আরো বেপরোয়া হয়ে পড়েন।

 

স্কুলছাত্রীর চাচা আবু সাঈদ মিয়া বলেন, সিয়াম, রিফাত, সাকিব আমার ভাতিজিকে ইভটিজিং করেন। বিষয়টি তাদের অভিভাবকদের জানাই। সর্বশেষ গত রবিবার (৩০ মার্চ) গভীর রাতে আমাদের বাড়ির সামনে এসে ওরা আতশবাজি ফোটায়। ২/৩ টি আতশবাজি বাড়ির ভিতরে নিক্ষেপ করে।

এ সময় আমরা বাধা দেই। একপর্যায়ে ওরা চলে যায়। আমরা বিষয়টি পুনরায় তাদের অভিভাবকদের জানাই। এরপর সোমবার বেলা ১১ টার দিকে ওই তিন বখাটেসহ ১০-১২ জন এসে বাড়ির ভিতরে ঢুকে আমার দুই ভাই ও বেড়াতে আসা এক ভাগ্নেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় আমাদের বাড়ির ৩ টি ঘর ভাঙচুর ও লুটপাট করে।
 

ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র ৩ জনকে কুপিয়ে জখম ও বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত পরিবারের সদস্যদের থানায় এসে অভিযোগ দিতে বলেছি। সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি। 

প্রাসঙ্গিক
মন্তব্য

পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে হাঁড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
পাকুন্দিয়ায় ঈদ উপলক্ষে হাঁড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত

ঈদুল ফিতরের খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মার্চ) বিকেলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া এ সময় কোরআন তিলাওয়াত-হামদ ও নাত প্রতিযোগিতাসহ কয়েকটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিরেন উপজেলার শৈলজানি আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শাহেদুজ্জামান, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, প্রবাসী মো. শাহজাহান খন্দকার, পাকুন্দিয়া প্রেস ক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার ও আব্দুল কাদির সরকার। 

আয়োজনকরা বলেন, ‘ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ও ভাগাভাগি করে দিতে আমরা এ অনুষ্ঠানের আয়োজন করেছি। আগামী ঈদেও আমরা এসব খেলার আয়োজনের ব্যবস্থা করব।’

মন্তব্য

ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু, চিরকুট ও ডায়েরিতে রহস্য

আলম ফরাজী, ময়মনসিংহ
আলম ফরাজী, ময়মনসিংহ
শেয়ার
ভবন থেকে পড়ে তরুণীর মৃত্যু, চিরকুট ও ডায়েরিতে রহস্য
সংগৃহীত ছবি

ময়মনসিংহে বহুতল ভবন থেকে পড়ে তরুণীর আত্মহত্যার ঘটনায় চিরকুট ও ডায়েরি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) নিহতের ঘর থেকে এসব উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই চিরকুট থেকে ঘটনার মূল রহস্য জানা গেছে। 

শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড় ১৩ তলা বনানী ভবনের ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে ত্রিপর্ণা ভদ্র একা নামের এক কিশোরী।

তিনি তারাকান্দা উপজেলার বারইপাড়া গ্রামের নেপাল চন্দ্র ভদ্রের মেয়ে। 

আরো পড়ুন
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ১০

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা নিহত, আহত ১০

উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, ‘নমস্কার, আমি ত্রিপর্ণা ভদ্র নিজের ইচ্ছায় আজ মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছি। এর জন্য কেউ দায়ী নয়।’

অন্যদিকে একটি ডায়েরিতে লেখা ছিল একজন জ্যেতিষীর কথা।

তিনি নিহতের পরিবারের আত্মীয় হন। তার নাম অজিত কুমার নাগ (৬০)। তাকে নিয়ে অনেক কথা রয়েছে ডায়েরিতে। যেখানে বর্তমান দুনিয়ার রহস্যময় সব কথা একা আয়ত্ত করে নেয়।
এতে তিনি মানসিকভাবে বেসামাল হয়ে যান। বর্তমান দুনিয়ার কর্মকাণ্ড তার ভালো লাগে না। ক্ষণিকের এই জীবন তুচ্ছ। আগাম সব ভবিষ্যদ্বাণীও এই ডায়েরিতে লেখা রয়েছে। সেই সঙ্গে জ্যোতিষী অজিত নাগই সর্বেসর্বা ছিল।
তার কথার বাইরে তার যাওয়া সম্ভব না। এটার জন্য পরিবারের অনেক বাধা রয়েছে যা তার ভালো লাগে না। তিনি মৃত্যুকে আলিঙ্গন করতে চান। এই জন্য বেশ কয়েকবার মরতে চাইলে ওই অজিতের ভবিষ্যদ্বাণীর জন্য অপেক্ষায় ছিলেন। এখন সময় কাছে। 

আরো লেখা আছে, তিনতলা বা পাঁচতলা থেকে মরতে গিয়ে মরা যাবে না। হয়তো পুঙ্গু হয়ে বেঁচে থাকতে হবে। এটা হবে লজ্জার। তাই ১২ বা ১৩ তলা থেকে লাফ দিলে মৃত্যু নিশ্চিত হবে।

আরো পড়ুন
বাকিতে মাংস বিক্রি না করায় ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

বাকিতে মাংস বিক্রি না করায় ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয়রা জানায়, অজিত নিহতের মায়ের সর্ম্পকে মামা। তিনি জ্যেতিষী হিসেবে পরিচিত। প্রায় তিন বছর ধরে একাদের বাসায় নিয়মিত আসা-যাওয়া করতেন তিনি। ওই সময় নেপালের ছেলে ত্রিপিদ ভদ্রকে আলাদা সময় দিতেন অজিত। দুই ভাই-বোনকে জ্যোতিষী বিদ্যা পড়াতেন তিনি। এ অবস্থায় অল্প কয়েকদিনের মধ্যে ত্রিপিদ হয়ে উঠেন অন্য জগতের মানুষ। এতে পরিবারের লোকজন তাকে ভারতে পাঠিয়ে দেয়। কিন্তু সরাতে পারেননি অজিতকে। তিনি অনিয়মিত হলেও বাসায় গিয়ে একাকে সময় দিতেন। 

একার মা লিপি ভদ্র জানান, ২০২২ সালের পর থেকেই তার মেয়ে বদলাতে থাকে। বাসায় যেই যান তাদের হাত দেখেই ভবিষ্যতবাণী করে দেয় মেয়ে। নিজেকে অন্য একটি জগতের মানুষ ভাবতে থাকে। এর মধ্যে অজিত নাগ কমপক্ষে চারটি বই দেন পড়ার জন্য। সবগুলিই ইংরেজিতে লেখা ছিল। গত তিন মাস আগে বইগুলি পড়া সম্পন্ন হলে ফেরত দেওয়া হয়। সেই সঙ্গে আরো পড়ার আগ্রহী হয়ে উঠে। আর এতে বাধা দেওয়া হলে পরিবারের প্রতি ক্ষিপ্ততা দেখানো শুরু করে। 

আরো পড়ুন
দক্ষিণ গাজায় ‘অত্যন্ত কঠোর যুদ্ধে’ ফিরছে ইসরায়েলি সেনারা

দক্ষিণ গাজায় ‘অত্যন্ত কঠোর যুদ্ধে’ ফিরছে ইসরায়েলি সেনারা

তিনি আরো জানান, মৃত্যুর দুই দিন আগেই নিজের ও তার মোবাইল ফোন থেকে সব ধরনের ছবি মুছে ফেলে এবং সবাইকে এ জগতের কর্মকান্ড থেকে নিজেদের গুঠিয়ে রাখার নির্দেশ দেয়। ঘটনার দিন সে নিজের মোবাইলটি রেখেই বাসা থেকে বের হয়। 

লিপি ভদ্রের অভিযোগ, তার মেয়ের মৃত্যুর জন্য এস্ট্রোলজার অজিতই অনেকাংশে দায়ী। এই জন্য তিনি অভিযোগও করেন।

এ বিষয়ে জানতে অজিত কুমার নাগকে ফোন করলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান কালের কণ্ঠকে জানান, একার লেখা একটি চিরকুট ও ডায়েরি উদ্ধার করা হয়েছে। বিশেষ করে ডায়েরিতে অজিতে সম্পর্কে অনেক কথা লেখা রয়েছে। সেই সুত্র ধরে আগানো হচ্ছে। তা ছাড়া মৃত্যুর বিষয়টা এখন পরিষ্কার হয়েছে। ওই অজিতই মৃত্যুর মুল পেক্টর হতে পারে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরো পড়ুন
নাম বলেন কোন খেলোয়াড় বয়স্ক, রিপোর্টারকে ম্যানসিটির মিডফিল্ডার

নাম বলেন কোন খেলোয়াড় বয়স্ক, রিপোর্টারকে ম্যানসিটির মিডফিল্ডার
 
২০২২ সালে ১৩ মার্চ বিকেলে ময়মনসিংহ শহরের স্বদেশী বাজার এলাকার বহুতল ভবন রাইট পয়েন্টের ছাদ থেকে পড়ে অর্ক প্রিয়া ধর সৃজিদা (১৬) নামের এক মেয়ে আত্মহত্যা করে। মেয়েটি বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী ছিল।

মন্তব্য

স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত স্বামী

পিরোজপুরের ইন্দুরকানীতে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন তুহিন (২৫) নামের একজন নিহত হয়েছেন। সোমবার (৩১মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ইন্দুরকানী-চন্ডিপুর সড়কের ফকির বাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার স্ত্রী মিম আক্তার আহত হয়েছেন।

নিহত মহিউদ্দিন তুহিন ইন্দরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার দুপুরে মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী মিম আক্তার মোটরসাইকেলে ঘুরতে বের হন। পরে উপজেলার চন্ডিপুর ও ইন্দুরকানী সড়কের ফকির বাড়ি জামে মসজিদ এলাকায় সড়কের বাক ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে সড়ক বাতির ওপর ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে মহিউদ্দিন তুহিন ও তার স্ত্রী সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন তুহিনকে মৃত ঘোষণা করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‌‌‘মহিউদ্দিন তুহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে আবেদন জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ