বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সোনারগাঁয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা

সোনারগাঁ প্রতিনিধি
সোনারগাঁ প্রতিনিধি
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সোনারগাঁয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা
সোনারগাঁয়ে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণা ও আলোচনাসভা। ছবি : কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের সোনারগাঁয় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬ মার্চ) দুপুরে সোনারগাঁ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এই সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের সোনারগাঁ উপজেলা শাখা। এতে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। সভায় ২৫ মার্চ গণহত্যার তাৎপর্য ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করেন। এবং সম্মুখ সমরে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, শাহ আলম মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্মৃতি বর্ণনা করেন। 

আরো পড়ুন
আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আদমদীঘিতে বসুন্ধরা শুভসংঘের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

এ সময় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কম্পানীগঞ্জ এবং পৌরসভার চিলারবাগ এলাকায় পাক হানাদার বাহিনীর সঙ্গে সোনারগাঁয়ের বীর মুক্তিযোদ্ধাদের সম্মুখ সমরের স্মৃতিচারণা করে বক্তারা বলেন, সেদিন মুক্তিযোদ্ধাদের হাতে চারজন পাক আর্মি নিহত হন এবং মজনু নামে একজন মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন।

ওই এলাকাটিতে বর্তমানে শহীদ মজনুর নামে একটি পার্ক রয়েছে। যেখানে মুক্তিযোদ্ধাদের নামসংবলিত একটি স্মৃতিস্তম্ভ আছে।

দেশ ও মানুষের কল্যাণে কাজ করা বসুন্ধরা শুভসংঘের প্রশংসা করে তারা বলেন, ‘আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি আর বসুন্ধরা গ্রুপ দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দেশ বিনির্মাণে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।’

স্মৃতিচারণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা আরো বলেন, বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

তারপর ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী ‘অপারেশন সার্চলাইট' নামে সশস্ত্র অভিযান পরিচালনা করে।

আরো পড়ুন
মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল

মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল

 

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, আব্দুল বাতেন মোল্লা, শফিকুল ইসলাম, মুনিরুজ্জামান, সিরাজুল ইসলাম রতন, সৈয়দ মোস্তফা, মোহাম্মদ হোসেন, মফিজুল ইসলাম খানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা লোকজনসহ সোনারগাঁ উপজেলা বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ আনন্দের রং ছড়াল বসুন্ধরা শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ আনন্দের রং ছড়াল বসুন্ধরা শুভসংঘ
সংগৃহীত ছবি

সোনালি আলো যখন ধীরে ধীরে গোধূলির আভায় মাখামাখি, তখনই একদল শিশুর হাত রঙিন হয়ে উঠছে খুশির বার্তা নিয়ে। নতুন জামা হয়তো সবার জোটেনি, ঈদের বাজারের ব্যস্ততা তাদের জন্য অচেনাই থেকে গেছে, কিন্তু আজ যেন সব কমতির শেষ নেই। কারণ বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করেছে ঈদ মেহেদি উৎসব।  শনিবার (২৯ মার্চ) বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখা এ আয়োজন করে।

বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবকরা সযত্নে একের পর এক শিশুদের হাতে মেহেদির আলপনা এঁকে চলেছেন। কেউ আঁকছেন চাঁদ-তারা, কেউ ফুটিয়ে তুলছেন লতাপাতা, কেউবা আবার শিশুর নামের আদ্যক্ষর দিয়ে দিচ্ছেন ভালোবাসার পরশ। এই হাতে সাজানো শুধু নকশা নয়, বরং তা তাদের একটুখানি সুখ, এক ফোঁটা রঙিন স্বপ্নের মতো। শিশুদের কোলাহল, মেহেদির মনোমুগ্ধকর গন্ধ, আর স্বেচ্ছাসেবকদের আন্তরিকতায় পুরো পরিবেশ এক অন্য রকম উচ্ছ্বাসে ভরে ওঠে।

 

বসুন্ধরা শুভসংঘের এক স্বেচ্ছাসেবক বলেন, ‘আমরা চাই, সমাজের প্রতিটি শিশু যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে। তাদের মুখের হাসিটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য সাবিহা সুলতানা, শেখ স্বপ্না, রিফাহ্ নানজিবা আবিকা, মোসা. বনি আক্তার কথা, মাহবুবা মাহিমা, সেজুতি আক্তার, ইসরাত জাহান, নেহা আক্তার, ফৌজিয়া ফ্লোরা ও রুফাইদা আক্তার।

মন্তব্য

টঙ্গীবাড়িতে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে বসুন্ধরা শুভসংঘের গরুর মাংস বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টঙ্গীবাড়িতে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে বসুন্ধরা শুভসংঘের গরুর মাংস বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ টঙ্গীবাড়ি উপজেলা শাখার উদ্যোগে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৯ মার্চ) টঙ্গীবাড়ি এলাকায় ৩০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়। মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বন্ধুরা শুভসংঘ। 

বসুন্ধরা শুভসংঘ টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ বলেন, ‌‘ধন্যবাদ জানাই বসুন্ধরা শুভসংঘের সব সহযোদ্ধাকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রথম ধাপের কাজটি সফলভাবে সম্পন্ন করেছি।

বিশেষভাবে ধন্যবাদ জানাই, যারা প্রবাস থেকে আমাদের সাহায্য ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।’

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ, সাধারণ সম্পাদক হাওলাদার ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল মাদবর, প্রচার সম্পাদক আসিফ, দপ্তর সম্পাদক সিয়াম দেওয়ান, শিক্ষাবিষয়ক সম্পাদক আরাফাত ব্যাপারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবির ফকির।


 

মন্তব্য

কুরআন সেন্টারের শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
শেয়ার
কুরআন সেন্টারের শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
ছবি: কালের কণ্ঠ

বিগত বছরের ন্যায় এ বছরও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএর সহযোগিতায় পিরোজপুরের স্বরূপকাঠিতে মাসব্যাপী কুরআন শিক্ষা দেওয়া হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে উপজেলার প্রান্তিক জনপদে কোরআন শিক্ষা বঞ্চিত, অসহায় ও দুস্থ পরিবারের সন্তানরা কোরআন শিক্ষা অর্জন করার সুযোগ পাচ্ছে।

এ বছর পিরোজপুর জেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি এলাকার নূরানী মহিলা ও শিশু কুরআন সেন্টারে নারী ও শিশু শিক্ষার্থীদেরকে অবৈতনিক কুরআন শিক্ষা দেওয়া হচ্ছে। গত বছর রমজানে এই একই সেন্টারে এবং তার আগের বছর উপজেলার সোহাগদল ইউনিয়নের ঐতিহ্যবাহী দক্ষিণ সোহাগদল বায়তুন নুর জামে মসজিদে একইভাবে কুরআন শিক্ষা দেওয়া হয়েছিল।

২৭ রমজান শুক্রবার বিকেলে ওই সেন্টারের শিক্ষার্থীদের বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি শাখার পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়। এ সময় মাসব্যাপী কুরআন সেন্টারে শিক্ষা গ্রহণকারী সকল শিক্ষার্থীদের হাতে সনদপত্র এবং শিক্ষককে সস্মানী প্রদান করা হয়।

উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি হযরত আলী হিরু, উপজেলা শুভসংঘের সভাপতি মো. মহিবুল্লাহ হাওলাদার, সাংবাদিক মো. আসাদুজ্জামান, আবু ইউসুফ, এস আর রাজু, সমাজ সেবক মো. মহিব্বুল্লাহ্, উপজেলা শুভসংঘের নারী বিষয়ক সম্পাদিকা হাসি, অর্থ বিষয়ক সম্পাদক মো. মামুন অর রশিদ, পাঠাগার বিষয়ক সম্পাদক মো. রাসেল মাহমুদ, সদস্য রমজান আলী রাকিবসহ উপজেলা শুভসংঘের সদস্যরা শিক্ষার্থীদের হাতে ওই সনদ এবং ইফতারি তুলে দেয়।

সেন্টারের শিক্ষিকা মোসা. উম্মে কুলসুম বলেন, শুভসংঘের উদ্যোগে সাদাকাহ ফাউন্ডেশনের সহযোগিতায় পবিত্র রমজান মাসব্যাপী এই কুরআন সেন্টারে শিক্ষার্থীদের অবৈতনিক কুরআন শিক্ষা দেওয়া হয়েছে।

মাসব্যাপী কুরআন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ইফতারি ও সনদপত্রের ব্যবস্থাও করা হয়েছে। মহৎ কাজের জন্য আমরা আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি।

জাতীয় ইমাম সমিতি স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ইসলামিক ফাউন্ডেশন নেছারাবাদ শাখার তত্বাবধায়ক মাওলানা মো. মাসুম বিল্লাহ বলেন, পবিত্র রমজানের এই মাসে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন নাজিল হয়েছে। সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএর মাধ্যমে এখানকার বসুন্ধরা শুভসংঘের সদস্যরা অত্র এলাকার নারী ও শিশুদের জন্য ফ্রি কুরআন শিক্ষা, ইফতারি ও সনদপত্রের ব্যবস্থা করেছে।

এটা সত্যিই প্রশংসনীয়। আমরা নেছারাবাদ ইমাম সমিতি ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজকদের এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠ প্রতিনিধি হযরত আলী হিরু জানান, এই কুরআন সেন্টারে মাসব্যাপী অবৈতনিক শিক্ষা প্রদান শেষে শিক্ষককে সম্মানী ও শিক্ষার্থীদের সনদপত্র প্রদানের পাশাপাশি ইফতারির ব্যবস্থাও করা হয়েছে।

সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএর সহযোগিতায় উপজেলা শুভসংঘের সদস্যরা এই সেন্টারের সার্বিক তদারকি করছেন। এমন একটি মহৎ কাজে সহযোগিতা করার জন্য সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএর প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সাংবাদিক মাও. মুহাম্মদ শহীদুল্লাহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

 

এর আগেও শুভসংঘ ও সাদাকাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার বিতরণ, ঈদে পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ, করোনা ও নানা ধরনের দুর্যোগকালীন খাদ্যসামগ্রী বিতরণ এবং দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসার খরচ প্রদান করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

কোরআন সেন্টারের শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি
শেয়ার
কোরআন সেন্টারের শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ

প্রতিবারের মতো এবারও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএর সহযোগিতায় পিরোজপুরের স্বরূপকাঠিতে মাসব্যাপী কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে উপজেলার প্রান্তিক জনপদে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত, অসহায় ও দুস্থ পরিবারের সন্তানরা কোরআন শিক্ষা অর্জন করার সুযোগ পাচ্ছে।

আরো পড়ুন
বাসের ধাক্কায় প্রাণ গেল আপন ৩ ভাইয়ের

বাসের ধাক্কায় প্রাণ গেল আপন ৩ ভাইয়ের

 

এ বছরও পিরোজপুর জেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি এলাকার নূরানী মহিলা ও শিশু কোরআন সেন্টারে নারী ও শিশু শিক্ষার্থীদের অবৈতনিক কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। গত বছর রমজানে একই সেন্টারে এবং এর আগের বছর উপজেলার সোহাগদল ইউনিয়নের ঐতিহ্যবাহী দক্ষিণ সোহাগদল বায়তুন নুর জামে মসজিদে একইভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়েছিল।

২৭ রমজান শুক্রবার বিকেলে ওই সেন্টারের শিক্ষার্থীদের বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি শাখার পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়। এ সময় মাসব্যাপী কোরআন সেন্টারে শিক্ষা গ্রহণকারী সব শিক্ষার্থীর হাতে সনদপত্র এবং শিক্ষককে সম্মানী দেওয়া হয়।

উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি হযরত আলী হিরু, উপজেলা শুভসংঘের সভাপতি মো. মহিবুল্লাহ হাওলাদার, সাংবাদিক আবু ইউসুফ, এস আর রাজু, সমাজসেবক মো. মহিব্বুল্লাহ্, উপজেলা শুভসংঘের নারীবিষয়ক সম্পাদিকা হাসি, অর্থবিষয়ক সম্পাদক মো. মামুন অর রশিদ, পাঠাগারবিষয়ক সম্পাদক মো. রাসেল মাহমুদ, সদস্য রমজান আলী রাকিবসহ উপজেলা শুভসংঘের সদস্যরা শিক্ষার্থীদের হাতে ওই সনদ এবং ইফতারি তুলে দেয়।

আরো পড়ুন
ওজন কমাতে স্বাস্থ্যকর ৫ খাবার

ওজন কমাতে স্বাস্থ্যকর ৫ খাবার

 

সেন্টারের শিক্ষিকা মোসা. উম্মে কুলসুম বলেন, ‘শুভসংঘের উদ্যোগে সাদাকাহ ফাউন্ডেশনের সহযোগিতায় পবিত্র রমজান মাসব্যাপী এই কোরআন সেন্টারে শিক্ষার্থীদের অবৈতনিক কোরআন শিক্ষা দেওয়া হয়েছে।

মাসব্যাপী কোরআন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ইফতারি ও সনদপত্রের ব্যবস্থাও করা হয়েছে। মহৎ কাজের জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’

জাতীয় ইমাম সমিতি স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ইসলামিক ফাউন্ডেশন নেছারাবাদ শাখার তত্ত্বাবধায়ক মাওলানা মো. মাসুম বিল্লাহ বলেন, ‘পবিত্র রমজানের এই মাসে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএর মাধ্যমে এখানকার বসুন্ধরা শুভসংঘের সদস্যরা অত্র এলাকার নারী ও শিশুদের জন্য ফ্রি কোরআন শিক্ষা, ইফতারি ও সনদপত্রের ব্যবস্থা করেছেন।

এটা সত্যিই প্রশংসনীয়। আমরা নেছারাবাদ ইমাম সমিতি ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজকদের এমন একটি উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আরো পড়ুন
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রবিবার

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রবিবার

 

সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএর সহযোগিতায় উপজেলা শুভসংঘের সদস্যরা এই সেন্টারের সার্বিক তদারকি করছেন। এমন একটি মহৎ কাজে সহযোগিতা করার জন্য সাদাকাহ ফাউন্ডেশন ইউএসএর প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সাংবাদিক মাও. মুহাম্মদ শহীদুল্লাহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। 

এর আগেও শুভসংঘ ও সাদাকাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার বিতরণ, ঈদে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ, করোনা ও নানা ধরনের দুর্যোগকালীন খাদ্যসামগ্রী বিতরণ এবং দরিদ্র অসহায় রোগীদের চিকিৎসার খরচ প্রদান করা হয়েছে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ