বাংলাদেশের আকাশে আজ রবিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ করে ঈদ উদযাপিত হবে আগামী মঙ্গলবার। রাজধানী ঢাকায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
গতকাল শনিবার জাতীয় ঈদগাহের হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া।
তিনি বলেন, এবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই। এর পরও আবহাওয়া খারাপ হলে জাতীয় ঈদগাহের পরিবর্তে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এবার জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। তিনি বলেন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। মুসল্লিদের জন্য অজু, শৌচাগার ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ঈদের প্রধান জামাত হবে আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে (বাণিজ্য মেলার পুরান মাঠ) সকাল সাড়ে ৮টায়।
বায়তুল মোকাররমে পাঁচটি জামাত : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বসুন্ধরা আবাসিক এলাকায় ১২টি জামাত : প্রথম জামাত হবে মারকাজুল ফিকরিল ইসলামীতে (বড় মসজিদ) সকাল ৭টায়। এ ছাড়া উম্মে কুলসুম জামে মসজিদে (সি ব্লক) সকাল ৭টা ১৫ মিনিটে, এফ ব্লক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, বায়তুল জান্নাত জামে মসজিদে (জি ব্লক) ৭টা ৪৫ মিনিটে, মদিনাতুল উলুমে (কে ব্লক) সকাল ৮টায়, ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) সকাল সাড়ে ৮টায়, বায়তুল আবরার জামে মসজিদে (এম ব্লক) ৭টা ১৫ মিনিটে, আল আকসা জামে মসজিদে (আই ব্লক) ৭টা ১৫ মিনিটে, বাইতুল কারীম জামে মসজিদে (এল ব্লক) ৭টা ৪৫, এল ব্লক জামে মসজিদে (এল ব্লক) ৮টা ১৫ মিনিটে, বাইতুস সালাম জামে মসজিদে (এল ব্লক) ৮টায়, বায়তুর রহমান জামে মসজিদে (এল ব্লক) সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত হবে—সকাল ৮টা ও সকাল ৯টায়। ধানমণ্ডির সাত নম্বর রোডের বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায়, সোবহানবাগ জামে মসজিদে সকাল ৮টায়, ঈদগাহ জামে মসজিদে সকাল ৮টায়, এনায়েত মসজিদে সকাল ৮টায় এবং তাকওয়া মসজিদে সকাল সাড়ে ৭টা ও ৮টায় দুটি জামাত হবে।
শোলাকিয়া ও গোর-এ-শহীদ ঈদগাহ : কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে সকাল ১০টায় জামাত হবে।
এটি ১৯৮তম ঈদের জামাত। আর দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ঈদগাহে সকাল ৯টায়
জামাত হবে। চট্টগ্রাম নগরে প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে সকাল ৮টা ও সাড়ে ৮টায়।