ঢাকা, বুধবার ০২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ০২ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০২ শাওয়াল ১৪৪৬

বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদে ঈদের জামাতের সময়সূচি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদে ঈদের জামাতের সময়সূচি
সংগৃহীত ছবি

বাংলাদেশের আকাশে আজ রবিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

রাজধানী ঢাকার অন্যান্য এলাকার মতো বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ) এ সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

এরপর উম্মে কুলসুম জামে মসজিদে (সি ব্লক) সকাল ৭টা ১৫ মিনিট, এফ ব্লক জামে মসজিদে ৭টা ৩০ মিনিট, বায়তুল জান্নাত জামে মসজিদে (জি ব্লক)৭টা ৪৫ মিনিট, মদিনাতুল উলুম-এ (কে ব্লক) ৮টা, ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) সাড়ে ৮টা, বায়তুল আবরার জামে মসজিদে (এম ব্লক) ৭টা ১৫ মিনিটে ঈদের জামাত হবে।

এ ছাড়া আল আকসা জামে মসজিদে (আই ব্লক) সকাল ৭টা ১৫ মিনিট, বাইতুল কারীম জামে মসজিদে (এল ব্লক) ৭টা ৪৫ মিনিট, এল ব্লক জামে মসজিদে (এল ব্লক) ৮টা ১৫ মিনিট, বাইতুস সালাম জামে মসজিদে (এল ব্লক) ৮টা এবং বায়তুর রহমান জামে মসজিদে (এল ব্লক) সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

গুলশান-বনানীর সড়ক ব্যবহারে নতুন নির্দেশনা ট্রাফিক বিভাগের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গুলশান-বনানীর সড়ক ব্যবহারে নতুন নির্দেশনা ট্রাফিক বিভাগের
সংগৃহীত ছবি

রাজধানী ঢাকার অন্যতম অভিজাত এলাকা গুলশান ও বনানীতে যাতায়াতে এবং কাকলী, সৈনিক ক্লাবসহ বেশ কয়েকটি রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার না করতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ।

বুধবার (২ এপ্রিল) গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়। 

নির্দেশনায় বলা হয়, আপনাদের সবার অবগতির জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে যে, পরীক্ষামূলকভাবে নিম্ন বর্ণিত ইন্টারসেকশনসমূহে চলাচল সংক্রান্তে নির্দেশনা দেওয়া হলো :

>> মহাখালী থেকে আগত যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী অথবা আমতলীতে যেতে পারবে।

>> কাকলী ক্রসিংয়ে সকল প্রকার রাইট টার্ন এবং ইউটার্ন নিষেধ।

যারা গুলশান/বনানী যাবেন তারা বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন করে ঘুরে আসতে পারবেন (বাস বা বড় যানবাহন ব্যতীত)।

>> বাস বা অন্যান্য বড়/ভারী যানবাহনসমূহকে আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার করতে হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় শিশু (১২) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মো. সাগরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ এপ্রিল) দুপুরে ওই শিশুর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন
একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

একসঙ্গে দেখা গেল পলাতক সাবেক ৪ মন্ত্রীকে

 

মুগদা থানার উপ পরিদর্শক (এসআই) শাফায়েত মুকুল বলেন, ‘গত ২৮ মার্চ অভিযুক্তের বাসায় এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।

পরে কাউকে না বলতে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে শিশুটি গতকাল তার বাবা-মায়ের কাছে ঘটনা খুলে বলে। গতকাল রাতেই থানায় এসে ওই শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেন। পরে অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করি।
’ 

এসআই আরো বলেন, শিশুটির শারীরিক পরীক্ষার জন্য আজ দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করি। অভিযুক্ত সাগরকে আদালতে পাঠানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

মতিঝিলে বাসচাপায় নিরাপত্তারক্ষী নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মতিঝিলে বাসচাপায় নিরাপত্তারক্ষী নিহত

রাজধানীর মতিঝিলে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় রুহুল আমিন (৫৫) নামে এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে মতিঝিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন গাজীপুরের শ্রীপুর থানার নান্দাসাগর গ্রামের মৃত মোহের আলী শেখের ছেলে। বর্তমানে সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় ভাড়া থাকতেন।

তিনি সবুজবাগ কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তারক্ষী ছিলেন।

নিহতের ছেলে শাকিল বলেন, ‘মঙ্গলবার দুপুর ১টার দিকে কমলাপুর বিআরটিসি কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় আমার বাবাকে (রুহুল আমিন) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবু সালে শাহীন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বাসচালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।

মন্তব্য

থানায় জিডি করলেন ভোক্তার সেই জব্বার মণ্ডল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
থানায় জিডি করলেন ভোক্তার সেই জব্বার মণ্ডল
সংগৃহীত ছবি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলার অভিযোগে থানায় জিডি করেছেন তিনি।

সোমবার (৩১ মার্চ) রাজধানীর তেজগাঁও থানায় করা জিডিতে (জিডি নম্বর-১৬৯৯) আব্দুল জব্বার মণ্ডল উল্লেখ করেন, তার নামে এবং তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলা হয়েছে। এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে।

তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

পোস্টে তিনি ভুয়া অ্যাকাউন্ট ও পেজগুলোর স্ক্রিনশট যুক্ত করে দেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। পাশাপাশি তিনি লেখেন, ‘আমার নামে এবং আমার ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হলো।

পোস্টের শেষে তিনি ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক।’

উল্লেখ্য, মো. আব্দুল জব্বার মণ্ডল দীর্ঘদিন ধরে বাজারে অতিরিক্ত দাম, ভেজাল পণ্য ও প্রতারণার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অসাধু ব্যবসায়ীরা শাস্তির মুখোমুখি হচ্ছেন এবং বাজারে ন্যায্য দাম প্রতিষ্ঠা পাচ্ছে।

তার শান্ত ও ধৈর্যশীল আচরণের মাধ্যমে একদিকে ব্যবসায়ীদের সঠিক দামে পণ্য বিক্রিতে বাধ্য করা হচ্ছে, অন্যদিকে ক্রেতারা উপকৃত হচ্ছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ