মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সাভার উপজেলা প্রশাসন। এ সময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শত শত অবৈধ স্থাপনা। গতকাল রবিবার সকাল থেকে সাভারের হেমায়েতপুর এলাকায় পরিচালিত উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার। এ সময় তাঁর সঙ্গে সাভার সদর, আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনাররা (ভূমি) উপস্থিত ছিলেন।
সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে পরিচালিত উচ্ছেদ অভিযানে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা শত শত অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় মাইকিং করে মহাসড়ক ও ফুটপাতে দোকান না বসানোর নির্দেশনা দেওয়া হয়। তবে উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পর আবারও নতুন করে সব কিছু মেরামত করে দোকান বসাতে দেখা গেছে। এ ছাড়া মহাসড়কের পূর্বপাশে ঢাকাগামী সার্ভিস লেনের অবৈধ স্থাপনাগুলো বহাল তবিয়তে থাকতে দেখা গেছে।
পরে সাভার বাজার বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এখানেও একইভাবে অভিযান শেষে হকাররা ফের মহাসড়ক দখল করে নেয়। এতে জনগণের চলাচলে দুর্ভোগ নেমে আসে।
অন্যদিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ও বলিভদ্র বাজার এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে নির্মিত দোকানপাট উচ্ছেদ করতে গেলে অসাধু ব্যবসায়ীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ এবং উচ্ছেদ কার্যক্রমে নিয়োজিত শ্রমিকদের ওপর হামলা চালায়।