নির্বাচনে তরুণদের বড় একটি অংশ জয়ী হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
নির্বাচনে তরুণদের বড় একটি অংশ জয়ী হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: কালের কণ্ঠ

গত ৫ আগস্টের মতো টেকনিক (কৌশল) ব্যবহার করে আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী নির্বাচন কোনো পেশিশক্তির ইলেকশন হবে না, পোস্টার লাগিয়ে আগামী ইলেকশনে জয়ী হওয়া যাবে না। তরুণরা যেভাবে ৫ তারিখে লড়াই করে জয়ী হয়েছিল, আগামী ইলেকশনে তাদের সেই কৌশল ব্যবহার করবে।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, হাজীগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন, মুহাঈমিনুল ইসলাম সিফাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

কুমিল্লায় ৫৩৮ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় ৫৩৮ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
সংগৃহীত ছবি

কুমিল্লায় ১৭টি উপজেলায় কর্মরত ৫৩৮ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর দেড়টায় নগরীর রামমালা আনসার ও ভিডিপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন, জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান, জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট, মো. মনিরুল ইসলাম, রেঞ্জ সার্কেল অ্যাডজুট্যান্ট, আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা।

জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামান জানান, ৫৩৮ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যরা প্রত্যেকে পোলাও চাল এক কেজি, সেমাই দুই প্যাকেট, সেমাই (লাচ্ছা) দুই প্যাকেট, গুড়া দুধ ২০০ গ্রাম, সুজি ৫০০ গ্রাম, নুডলস এক প্যাকেট, ২০০ গ্রাম ঘিসহ অন্যান সামগ্রী প্রদান করা হয়।

প্রধান অতিথি রেঞ্জ কমান্ডার মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জন সম্পৃক্ত শৃঙ্খলা বাহিনী। এ বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা দেশের যেকোনো প্রয়োজনে নিজেকে নিয়োজিত করেন। তাই মহাপরিচালক পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল ভাতাভোগী সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেন। তারই প্রেক্ষিতে কুমিল্লা জেলার ১৭টি উপজেলার ৫৩৮ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

মন্তব্য

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ট্রাফিক পুলিশের সদস্য নিহত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি
শেয়ার
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ট্রাফিক পুলিশের সদস্য নিহত
প্রতীকী ছবি

‎দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোলে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে ট্রাফিক পুলিশের টাউন ইন্সপেক্টর (টিএসআই) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৫টার সময় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার সাদিপুর আদিবাসি পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাফিক পুলিশের টিএসআইয়ের নাম আব্দুল করিম (৫০)। তিনি দিনাজপুর ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন।

তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর রাবেয়া নামল এলাকায়।

আরো পড়ুন
চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে শোকজ

চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে শোকজ

 

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শ্যামল বর্মন জানান, আব্দুল করিম বীরগঞ্জ উপজেলায় ডিউটি শেষে বিকালে মোটরসাইকেলে দিনাজপুরে অফিসে ফিরছিলেন। পথে তিনি দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার সাদিপুর আদিবাসি পাড়ার সামনে এসে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। তিনি রাস্তার উপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন। 

তিনি বলেন, এ ব্যাপরে কাহারোল থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য

মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ, বাবার বাড়িতে স্থানীয়দের ভাঙচুর

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ, বাবার বাড়িতে স্থানীয়দের ভাঙচুর
ছবি: কালের কণ্ঠ

নেত্রকোনার দুর্গাপুরে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন ওই কিশোরী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনা ছড়িয়ে পড়লে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়েছেন স্থানীয়রা।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গত মঙ্গলবার রাতে থানায় একটি মামলা হয়েছে।

এরপর আজ বৃহস্পতিবার ঘটনাটি ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী। তারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করেন।

জানা গেছে, নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত বাবা দুইটি বিয়ে করেছেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি আলাদা একটি ঘরে বসবাস করতেন। প্রথম স্ত্রী ও তার মেয়ে থাকতেন অন্য একটি ঘরে।

মামলায় ভুক্তভোগীর মা উল্লেখ করেন, তার ১৫ বছর বয়সী মেয়েকে তার স্বামী দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিলেন।

পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করে। মেয়ে গর্ভবতী হয়ে পড়লে কৌশলে তাকে নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে গর্ভপাত ঘটায়। ধর্ষণের কথা কারো কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিত বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘ভাংচুরের বিষয়টি শুনেছি। সেখানে আমাদের পুলিশ পাঠানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

গাজীপুরে নির্যাতিত ৩৪ সাংবাদিককে তারেক রহমানের ঈদ উপহার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
গাজীপুরে নির্যাতিত ৩৪ সাংবাদিককে তারেক রহমানের ঈদ উপহার
ছবি : কালের কণ্ঠ

বিগত সরকারের আমলে পেশাগত দায়িত্ব পালনের সময় গাজীপুরে নির্যাতিত ৩৪ সাংবাদিককে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) একটি চায়নিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপহার বিতরণের ব্যবস্থাপনায় ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

অনুষ্ঠানের আয়োজক সংগঠন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কণ্ঠের গাজীপুরের আঞ্চলিক প্রতিনিধি রিপন আনসারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া ও যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নির্যাতিত সাংবাদিক গাজীপুর সদর প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম নজরুল ইসলাম আজহার, সাংবাদিক অধ্যাপক এম আসাদুজ্জামান আকাশ, চ্যানেল এস  এর প্রতিনিধি রফিকুল ইসলাম,, দৈনিক নয়াদগিন্তের গাজীপুর প্রতিনিধি (মাল্টিমিডিয়া) মো. মুজাহিদ, গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি আমজাদ হোসেন, গাজীপুর জেলা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ডা. বোরহান উদ্দিন অরণ্য, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খন্দকার হাছিবুর রহমান, যুগ্ম সম্পাদক তুহিন সারোয়ার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া প্রমুখ

মন্তব্য

সর্বশেষ সংবাদ