নরসিংদীতে পথশিশুদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার বিতরণ

সুজন বর্মণ, নরসিংদী
সুজন বর্মণ, নরসিংদী
শেয়ার
নরসিংদীতে পথশিশুদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার বিতরণ
সংগৃহীত ছবি

নরসিংদীতে পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে শহরের পৌর পার্কে বসুন্ধরা শুভসংঘ নরসিংদী জেলা শাখার উদ্যোগে এ উপহার বিতরণ করা হয়। এ সময় ১৫ জন অসহায় পথশিশুদের মাঝে ঈদের রঙিন জামা ও খাবার উপহার দেওয়া হয়। এ ছাড়া অসহায় নারীদের মাঝে ঈদের শাড়ি উপহার দেওয়া হয়।

রঙিন জামা পেয়ে পথশিশুদের মুখে হাসি ফোটে ওঠে।

সারা দেশে বসুন্ধরা শুভসংঘ সমাজের অসহায় ও দরিদ্রদের সহযোগিতায় কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় বসুন্ধরা শুভসংঘ নরসিংদী জেলা শাখা অসহায়দের স্বাবলম্বীকরণ, আর্থিক সহযোগিতা, পুনর্বাসনসহ একাধিক মানবিক কাজ করে আসছে। ঈদে সমাজের বিত্তবান ও মধ্যবিত্তদের নতুন পোশাক কেনার সামর্থ্য থাকলেও রেলওয়ে স্টেশনের পথশিশুদের সেই সামর্থ্য নেই।

তাদের কাছে রঙিন পোশাক স্বপ্ন। খালি গায়ে ও ছেঁড়া কাপড় পড়েই তারা স্টেশনে ঘুরে বেড়ায়। এবারে ঈদে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। আর শাড়ি উপহার দিয়ে এই আনন্দ বড়দের মাঝেও ছড়িয়ে দেওয়া হয়েছে।

ঈদ উপহার বিতরণকালে বসুন্ধরা শুভসংঘ নরসিংদী জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মনিরসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
বোনের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

বোনের বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ভাইয়ের

 

রঙিন কাঁপড় পেয়ে চোখে-মুখে খুব উচ্ছ্বাস দেখা যায় কেয়া নামের এক পথশিশুর। সে বলে, ‘ঈদে নতুন কাঁপড় পড়তে পারব তা ভাবিনি। কিন্তু আজকে আমার হাতের ব্যাগে নতুন কাপড়। এটা পড়ে আমি এবার ঈদে ঘুরে বেড়াব।

পারভেজ নামে আরেক পথশিশু বলে, ‘আমাকে গেঞ্জি দিয়েছে। দেখতে খুব সুন্দর। এটা এখন রেখে দেব। ঈদে পরে বন্ধুদের সাথে ঘুরব। আর গেঞ্জি দেওয়ায় ভাইদের জন্য দোয়া করি।’

বসুন্ধরা শুভসংঘ নরসিংদী জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মনির বলেন, ‘অসহায় পথশিশু ও দরিদ্রদের মুখে যখন আমাদের উপহারে হাসি ফুটে ওঠে তখন আমাদের আয়োজনটা স্বার্থক হয়। আমরা অসহায় ও হতদরিদ্রদের আনন্দের মাঝেই আমাদের ঈদের আনন্দ খোঁজে পাই। বসুন্ধরা শুভসংঘের এই শুভ কাজগুলো শহর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়ছে। ভবিষ্যতেও আমরা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সহযোগিতা অব্যহত রাখব।’

মন্তব্য

সম্পর্কিত খবর

টাঙ্গাইলে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
টাঙ্গাইলে বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার বিতরণ

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে টাঙ্গাইলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

আজ রবিবার দুপুরে জেলার কালিহাতীর নারান্দিয়ায় শতাধিক অসহায় পরিবারের মধ্যে চিনি, সেমাই, গুঁড়ো দুধ ও সাবান তুলে দেন শুভসংঘের সদস্যরা।

ঈদ উপহার পেয়ে রাহেলা, বুকি, হামেদা, লায়লা ও নান্নু অত্যন্ত খুশি। তারা সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পরিবারের সবাইকে নিয়ে ঈদে সেমাই খাব।

প্রতিবছর আমাদের উপহার দেওয়ায় সৃষ্টিকর্তার কাছে আপনাদের মঙ্গল কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেন চাকরিজীবী ও সমাজকর্মী আরিফুল আলম নয়ন, টাঙ্গাইল কোর্টের আইনজীবী সুলতান তালুকদার রাঙা, শুভসংঘের সদস্য মহাদেব, সোহাগ, হৃদয় ও অনিক প্রমুখ। 

অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক কালের কণ্ঠের টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজল আর্য।
 

মন্তব্য

মিরপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘বাবা-মায়ের জন্য ঈদ শপিং সেন্টার’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মিরপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘বাবা-মায়ের জন্য ঈদ শপিং সেন্টার’
ছবি : কালের কণ্ঠ

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। কিন্তু সমাজের একশ্রেণির মানুষের জন্য ঈদের এই আনন্দ যেন অনেকটাই ফিকে হয়ে যায়। বিশেষ করে যেসব বাবা-মায়েরা নিজেদের সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজেদের জন্য কিছুই কেনার সুযোগ পান না। সেসব বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে বসুন্ধরা শুভসংঘ আয়োজন করেছে ব্যতিক্রমী এক উদ্যোগ—‘বাবা-মায়ের জন্য ঈদ শপিং সেন্টার’।

বসুন্ধরা শুভসংঘের এ আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে কাজ করছেন মিরপুরের স্বেচ্ছাসেবী গ্রুপ ‘সৌল জাংশন’।

মিরপুরে আয়োজিত এই বিশেষ কার্যক্রমে বাবা-মায়েদের জন্য বিনা মূল্যে ঈদের নতুন পোশাক দেওয়া হচ্ছে। তবে এটি কোনো সাধারণ বিতরণ কার্যক্রম নয়, বরং এক অভিনব পদ্ধতিতে এই আয়োজন সাজানো হয়েছে। বাবা-মায়েরা এখানে এসে একেবারে নিজেদের মতো পছন্দের পোশাক বেছে নিতে পারছেন, যেন তারা সত্যিকারের শপিংয়ের আনন্দ উপভোগ করতে পারেন।

 

বসুন্ধরা শুভসংঘ ও সৌল জাংশনের এই উদ্যোগ সম্পর্কে আব্দুল্লাহ আল মাহিন বলেন, ‘আমরা চাই, কেউ যেন অভাবের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। বিশেষ করে বাবা-মায়েরা, যারা সারা জীবন তাদের সন্তানের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মুখেও ঈদের হাসি ফোটানো আমাদের দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ ও সৌল জাংশনের এই মহতী উদ্যোগ সমাজে আরো বেশি মানবিকতা ছড়িয়ে দেবে, সেই সঙ্গে মানুষকে উৎসাহিত করবে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর জন্য। ঈদ হবে সবার জন্য আনন্দময়, উৎসবে ভরে উঠবে প্রতিটি হৃদয়।

এই আয়োজন সম্পর্কে এক সুবিধাভোগী বাবা বলেন, জীবনে কখনো ভাবিনি নিজের পছন্দের পাঞ্জাবি কিনতে পারব, কিন্তু আজ এখানে এসে মনে হলো, সত্যিই ঈদ আনন্দ সবার জন্য।’

মন্তব্য

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ আনন্দের রং ছড়াল বসুন্ধরা শুভসংঘ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ঈদ আনন্দের রং ছড়াল বসুন্ধরা শুভসংঘ
সংগৃহীত ছবি

সোনালি আলো যখন ধীরে ধীরে গোধূলির আভায় মাখামাখি, তখনই একদল শিশুর হাত রঙিন হয়ে উঠছে খুশির বার্তা নিয়ে। নতুন জামা হয়তো সবার জোটেনি, ঈদের বাজারের ব্যস্ততা তাদের জন্য অচেনাই থেকে গেছে, কিন্তু আজ যেন সব কমতির শেষ নেই। কারণ বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আয়োজন করেছে ঈদ মেহেদি উৎসব।  শনিবার (২৯ মার্চ) বসুন্ধরা শুভসংঘ মিরপুর থানা শাখা এ আয়োজন করে।

বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবকরা সযত্নে একের পর এক শিশুদের হাতে মেহেদির আলপনা এঁকে চলেছেন। কেউ আঁকছেন চাঁদ-তারা, কেউ ফুটিয়ে তুলছেন লতাপাতা, কেউবা আবার শিশুর নামের আদ্যক্ষর দিয়ে দিচ্ছেন ভালোবাসার পরশ। এই হাতে সাজানো শুধু নকশা নয়, বরং তা তাদের একটুখানি সুখ, এক ফোঁটা রঙিন স্বপ্নের মতো। শিশুদের কোলাহল, মেহেদির মনোমুগ্ধকর গন্ধ, আর স্বেচ্ছাসেবকদের আন্তরিকতায় পুরো পরিবেশ এক অন্য রকম উচ্ছ্বাসে ভরে ওঠে।

 

বসুন্ধরা শুভসংঘের এক স্বেচ্ছাসেবক বলেন, ‘আমরা চাই, সমাজের প্রতিটি শিশু যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে। তাদের মুখের হাসিটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সদস্য সাবিহা সুলতানা, শেখ স্বপ্না, রিফাহ্ নানজিবা আবিকা, মোসা. বনি আক্তার কথা, মাহবুবা মাহিমা, সেজুতি আক্তার, ইসরাত জাহান, নেহা আক্তার, ফৌজিয়া ফ্লোরা ও রুফাইদা আক্তার।

মন্তব্য

টঙ্গীবাড়িতে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে বসুন্ধরা শুভসংঘের গরুর মাংস বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টঙ্গীবাড়িতে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে বসুন্ধরা শুভসংঘের গরুর মাংস বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ টঙ্গীবাড়ি উপজেলা শাখার উদ্যোগে ঈদ উপহার হিসেবে গরুর মাংস বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৯ মার্চ) টঙ্গীবাড়ি এলাকায় ৩০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়। মানুষদের মুখে হাসি ফোটাতে পেরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে বন্ধুরা শুভসংঘ। 

বসুন্ধরা শুভসংঘ টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ বলেন, ‌‘ধন্যবাদ জানাই বসুন্ধরা শুভসংঘের সব সহযোদ্ধাকে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা প্রথম ধাপের কাজটি সফলভাবে সম্পন্ন করেছি।

বিশেষভাবে ধন্যবাদ জানাই, যারা প্রবাস থেকে আমাদের সাহায্য ও সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ।’

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ টঙ্গীবাড়ি উপজেলা শাখার সভাপতি আশিক আহমেদ, সাধারণ সম্পাদক হাওলাদার ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল মাদবর, প্রচার সম্পাদক আসিফ, দপ্তর সম্পাদক সিয়াম দেওয়ান, শিক্ষাবিষয়ক সম্পাদক আরাফাত ব্যাপারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবির ফকির।


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ