ঝিনাইদহে দেখা মিলল বিলুপ্তপ্রায় মেছো বাঘ

নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক,ঝিনাইদহ
শেয়ার
ঝিনাইদহে দেখা মিলল বিলুপ্তপ্রায় মেছো বাঘ
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের শৈলকুপায় একটি মেছো বাঘকে আটক করেছে স্থানীয়রা। রবিবার (৩০ মার্চ) সকালে উপজেলার বরিয়া গ্রামের লোকালয়ে একটি গাছের ডালে মেছো বাঘটি দেখা যায়। পরে স্থানীয়রা মেছো বাঘটিকে আটক করে।

বর্তমানে মেছো বাঘটি এলাকাবাসীর হেফাজতে রয়েছে।

 

ওই গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ‘সকালে গ্রামের মধ্যে একটি গাছের ডালে মেছো বাঘটি দেখা যায়। পরে আমরা রশি দিয়ে কৌশলে বাঘটিকে বেঁধে ফেলি। কেউ যাতে এটি মেরে ফেলতে না পারে সেজন্য আমি নিরাপদ স্থানে রেখে দিয়েছি।’

স্থানীয়দের ধারণা, শৈলকুপার বরিয়া গ্রামটি বিলুপ্তপ্রায় মেছো বাঘের জন্য অনেকটা নিরাপদ বিচরণ এবং এখানে পর্যাপ্ত খাবার রয়েছে।

তবে স্থানীয় জনগণ সচেতন না হলে হুমকির মুখে পড়বে তাদের বিচরণক্ষেত্র।

শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মুখলেছুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জানি না, তবে খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) স্নিগ্ধা দাস কালের কণ্ঠকে বলেন,‘বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের একটি টিম এসে মেছো বাঘটি নিয়ে যাবেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

মসজিদের সাইনবোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
মসজিদের সাইনবোর্ডে ভেসে উঠল ‘জয় বাংলা’ স্লোগান

নাটোরের লালপুরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান সম্বলিত লেখা ভেসে উঠতে দেখা গেছে। উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া জামে মসজিদে নিয়ন সাইনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে লেখাটি ভেসে ওঠে। নিয়ন সাইনে লেখা ছিল ‘বাংলা আমার অহংকার। তাই বাংলার দিকে যে তাকাবে তার চোখ উপড়ে নেওয়া হবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, একই গ্রামে ঈদের দিন নামাজ শেষে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ এবং গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় দুজন গুরুতর আহত হন। আওয়ামী লীগের ৪২ জন নেতাকর্মীর নামসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে লালপুর থানায় সন্ত্রাস দমনে আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনার তিন দিন পর একই গ্রামের মসজিদে ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখাটি ভেসে ওঠে।

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান জানান, ঘটনাটি কিভাবে ঘটেছে তা তিনি বুঝতে পারছেন না। তবে বিষয়টি জানার পরেই ডিজিটাল সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে।   

 লালপুর থানার ওসি নাজমুল হক জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

   

মন্তব্য

চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় আটক ১

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শেয়ার
চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় আটক ১
ছবি: কালের কণ্ঠ

মাদারীপুরের শিবচরে এক ভ্যানচালক বৃদ্ধকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় বৃদ্ধের ভ্যানটি নিয়ে পালানোর সময় এক দুর্বৃত্তকে স্থানীয়রা আটক করেছে। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে ও স্থানীয়দের হাত থেকে ওই দুর্বৃত্তকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৯টার দিক শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তার পাশে ভ্যানচালক সায়েম মোল্লার (৬৫) গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এসময় স্থানীয়রা দলবেঁধে চারদিকে ছড়িয়ে পড়ে সায়েম মোল্লার ভ্যানটি উদ্ধারে নামে। ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে স্থানীয়রা নিহত সায়েম মোল্লার ভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় সৈকত ঢালীকে (৩৫) আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের হাতে আটক সৈকতকে নিজেদের হেফাজতে নেয়। নিহত সায়েম মোল্লা শিবচর উপজেলার চরজানাজাত এলাকার বাসিন্দা।
আর আটককৃত সৈকত ঢালী একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের কেরানীরবাট এলাকার আদম আলী ঢালীর ছেলে।

শিবচর থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ছিনতাইকৃত ভ্যান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতের শনাক্তের কাজ অব্যাহত আছে।

মন্তব্য

রামুর ছিনতাইকারী সেলিম গ্রেপ্তার

রামু (কক্সবাজার) প্রতিনিধি
রামু (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
রামুর ছিনতাইকারী সেলিম গ্রেপ্তার

কক্সবাজারের রামুর দুর্ধর্ষ ছিনতাইকারী মোহাম্মদ সেলিমকে রামু থানা পুলিশের বিশেষ অভিযানে আটক করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন রামু থানার এসআই রাহুল রায়।

গ্রেপ্তার মোহাম্মদ সেলিম ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর মেরংলোয়া এলাকার নুরুল হকের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী। তিনি জানান, ১০টি মামলা ও ৩টি ওয়ারেন্ট আছে তার বিরুদ্ধে। ওসি বলেন, চা-বাগান এলাকার কুখ্যাত ছিনতাইকারী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে গ্রেপ্তার করা হয়েছে।

সেলিম তার নিজস্ব একটি ছিনতাইকারী বাহিনী গঠন করে রামুর চা-বাগান, রামু স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাবার বাগান এলাকায় পর্যটকদের জিম্মি করে ছিনতাই করে আসছে।

তার বিরুদ্ধে রামু থানায় চুরি, ছিনতাই, দস্যুতা এবং ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

মন্তব্য

কেরানীগঞ্জে বৈঠকে হাতাহাতি সালিসকারীর মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
কেরানীগঞ্জে বৈঠকে হাতাহাতি সালিসকারীর মৃত্যু
প্রতীকী ছবি

সালিস বৈঠকে দুপক্ষের তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনায় ‘আতঙ্কিত হয়ে’ সালিসকারী মো. জরিপ (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। জরিপ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া টিলাপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ইকুরিয়া টিলাপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান মাসের শেষ জুমার নামাজের সময় শিশুরা চেঁচামেচি করলে মৃত জরিপের ভাতিজা এক শিশুকে থাপ্পড় মারে।

এ নিয়ে স্থানীয় মোজাম্মেল নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর (জরিপ) তর্কবিতর্ক হয়। বিষয়টি সমাধানের জন্য মঙ্গলবার এশার নামাজের পর স্থানীয় মুরব্বিদের নিয়ে সালিস বৈঠকের আয়োজন করা হয়। সালিস বৈঠক চলাকালীন দুপক্ষের মধ্যে মারামারি বাধে। এ সময় জরিপ ভয়ে আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে স্ট্রোক করেন।
তাঁকে চিকিত্সার জন্য হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজারুল ইসলাম জানান, কী কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ