কেরানীগঞ্জে বৈঠকে হাতাহাতি সালিসকারীর মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
কেরানীগঞ্জে বৈঠকে হাতাহাতি সালিসকারীর মৃত্যু
প্রতীকী ছবি

সালিস বৈঠকে দুপক্ষের তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনায় ‘আতঙ্কিত হয়ে’ সালিসকারী মো. জরিপ (৫০) নামের এক ব্যক্তি মারা গেছেন। জরিপ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া টিলাপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ইকুরিয়া টিলাপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান মাসের শেষ জুমার নামাজের সময় শিশুরা চেঁচামেচি করলে মৃত জরিপের ভাতিজা এক শিশুকে থাপ্পড় মারে।

এ নিয়ে স্থানীয় মোজাম্মেল নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর (জরিপ) তর্কবিতর্ক হয়। বিষয়টি সমাধানের জন্য মঙ্গলবার এশার নামাজের পর স্থানীয় মুরব্বিদের নিয়ে সালিস বৈঠকের আয়োজন করা হয়। সালিস বৈঠক চলাকালীন দুপক্ষের মধ্যে মারামারি বাধে। এ সময় জরিপ ভয়ে আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে স্ট্রোক করেন।
তাঁকে চিকিত্সার জন্য হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজারুল ইসলাম জানান, কী কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তা জানা যাবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

আশুলিয়ায় সাবরেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
আশুলিয়ায় সাবরেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ
আশুলিয়ায় সাবরেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

সাভারের আশুলিয়া সাবরেজিস্ট্রার কার্যালয়ে চলমান দুর্নীতি ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আশুলিয়ার ছাত্র-জনতা। বুধবার (৯ এপ্রিল) দুপুরে আশুলিয়া সাবরেজিস্ট্রার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

এ সময় উপস্থিত ছাত্র-জনতা অভিযোগ করে বলেন, আশুলিয়ার সাবরেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া দলিল রেজিস্ট্রি করতে আসা গ্রাহকদের নানাভাবে হয়রানি করছেন। পরবর্তীতে তার অফিসের কর্মকর্তা ও দালালদের মাধ্যমে ওই সব গ্রাহকের কাছ থেকে ঘুষ গ্রহণ করে কাজ করে আসছিলেন।

এসব বিষয়ে ভুক্তভোগীরা ছাত্র-জনতার কাছে বললে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় ছাত্র-জনতা একত্রিত হয়ে অভিযুক্ত সাবরেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

আরো পড়ুন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী স্প্যানিশ কম্পানি ইন্ডিটেক্স

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী স্প্যানিশ কম্পানি ইন্ডিটেক্স

 

এ সময় তারা জানান, ইতিমধ্যে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘুষ গ্রহণ এবং হয়রানির বিষয়ে জানানো হয়েছে। অবিলম্বে সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় দুর্নীতিবাজ সাবরেজিস্ট্রারকে আশুলিয়ায় কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

অন্যদিকে সাবরেজিস্টারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগের সঙ্গে একাত্মতা পোষণ করে ছাত্র-জনতা কর্তৃক আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা ও দলিল লেখকরা।

ভুক্তভোগী দলিল লেখক মো. বাবুল রানা বলেন, ‘সাবরেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া আশুলিয়ায় যোগদানের পর থেকেই দলিল সম্পাদনের ক্ষেত্রে বিভিন্নভাবে আমাদের অসহযোগীতা করছে। সরাসরি গ্রাহক নিয়ে দলিল করতে যাওয়ার পরও কাগজপত্রে নানা জটিলতার কথা বলে বিপুল পরিমাণ টাকা ঘুষ দাবি করেন। পরে তার অফিসের নিয়োগকৃত দালালদের মাধ্যমে টাকা নিয়ে কাজ করে আসছেন।

আরো পড়ুন
নৌ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলীর কারাদণ্ড

নৌ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলীর কারাদণ্ড

 

দলিল লেখক মোতালেব হোসেন বলেন, ‘আশুলিয়া সাবরেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়া অফিসের নকলনবিশ মহিবুল ইসলাম, মোমিনুল ইসলাম, হারুনুর রশিদ, হুমায়ুন কবির ও জুয়েল শরীফসহ কয়েকজনকে নিয়ে একটি দল গঠন করেছেন। তাদের কাজ বালাম লেখা হলেও বর্তমানে তারা সাবরেজিস্ট্রার মোহাম্মদ খায়রুল বাশার ভূঁইয়ার হয়ে গ্রাহকদের কাছ থেকে বিভিন্নভাবে ঘুষের টাকা কালেকশন করে আসছেন। আমরা ইতিমধ্যে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি।’ অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা জেলা উত্তরের প্রতিনিধি মো. তুহিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিটি ইউনিভার্সিটির আহ্বায়ক সৈয়দ ইমন ও সদস্যসচিব মো. শান্তসহ স্থানীয় ছাত্র-জনতা।

মন্তব্য

পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো
শেয়ার
পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি

রাজশাহীতে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এ সময় বাসা থেকে হাতের দুটি স্বর্ণের বালা একটি চেইনের নকেট ও এক জোড়া রুপার তোড়া চুরি হয়েছে বলে জানা গেছে।

পুলিশের সহকারি উপপরিদর্শক (এএসআই) বর্তমানে সারদহ পুলিশ একাডেমিতে  কর্মরত আছেন। স্ত্রী ফেরদৌসী বেগম দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা। ছেলে-মেয়ের লেখাপাড়ার কারণে রাজশাহীতে থাকেন।

আরো পড়ুন
নৌ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলীর কারাদণ্ড

নৌ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলীর কারাদণ্ড

 

ভুক্তভোগী পুলিশ কর্মকর্তার ভাই হোসেন আল ইমাম স্বপন বলেন, গতকাল মঙ্গলবার সকালে স্কুল করে বিকেলে ছোট ভাইয়ের স্ত্রী ফেরদৌসী রাজশাহীতে ছেলে-মেয়ের কাছে বাসায় যান।

সেখানেই সপরিবারে থাকেন। তার স্ত্রী রাজশাহী থেকে প্রতিদিনই স্কুল করে প্রায় এই বাড়িতে আসেন। পরে বিকেলে রাজশাহীতে যান। রাতে বাড়িতে কেউ থাকে না।
এই সুযোগে চোরের দল রাতের কোনো এক সময় বাড়ির পূর্বদিকের জানালা ভাঙার চেষ্টা করে। পরে উত্তর দিকের রান্না ঘরের গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে। বুধবার সকালে ফেরদৌসী বাসার ভেতরে ঢুকে দেখতে পায় সমস্ত আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। উত্তর দিকের দরজার তালা কাটা। চুরি হয়েছে ঘরে থাকা স্বর্ণের বালা, নকেট ও রুপার তোড়া ।
যার আনুমানিক মূল্যে ৬০ হাজার টাকা।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান বলেন, চুরি হওয়ার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

দরপত্রে অংশ নেওয়ায় যুবককে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
দরপত্রে অংশ নেওয়ায় যুবককে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে
সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে উন্মুক্ত দরপত্রের লটারিতে যোগ দেওয়ায় রাসেল রানা নামের এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের বিরুদ্ধে। 

বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক রাসেল রানা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আরো পড়ুন
হঠাৎ ঢাকায় শাবনূর, ছিলেন মাত্র ৮ ঘণ্টা—কী হয়েছিল?

হঠাৎ ঢাকায় শাবনূর, ছিলেন মাত্র ৮ ঘণ্টা—কী হয়েছিল?

 

লিখিত অভিযোগে ভুক্তভোগী রাসেল রানা বলেন, বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুর উন্মুক্ত দরপত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে বের হয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনসহ তার লোকজন তার ওপর হামলা চালায়।

ভুক্তভোগী রাসেল রানা বলেন, ‘মথনপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পুকুরের উন্মুক্ত দরপত্রের শিডিউল কিনেছিলাম। আজ ওই দরপত্রের লটারি ছিল। লটারি শেষ করে বাড়ি ফেরার পথে উপজেলা পরিষদের ভেতরে আমার ওপর হামলা চালান কৃষক দল নেতা জালাল, শাহীন ও টিটন।

আমি এ ঘটনার বিচার চাই।’

আরো পড়ুন
নরসিংদীতে ভোটার হালনাগাদ কর্মসূচি পরিদর্শনে নির্বাচন কমিশনার

নরসিংদীতে ভোটার হালনাগাদ কর্মসূচি পরিদর্শনে নির্বাচন কমিশনার

 

অভিযোগ অস্বীকার করে আহ্বায়ক জালাল উদ্দিন বলেন, ‘আমি ঘটনার কিছুই জানি না। হয়তো কোনো মহল আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।’

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘সকালে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পুকুরের উন্মুক্ত দরপত্রের লটারি অনুষ্ঠিত হয়।

এরপর নিচে একজনকে মারধর করা হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

খুলনা রেললাইনের পতিত জমিতে সজনে চাষ

    পুষ্টি চাহিদা পূরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার চেষ্টা
খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনা রেললাইনের পতিত জমিতে সজনে চাষ
ছবি: কালের কণ্ঠ

খুলনা-মোংলা রেললাইনের দুই পাশের পতিত জমিতে তিন গ্রামের ৩ কিলোমিটারজুড়ে রোপণ করা হচ্ছে সজনে গাছ। পতিত জমির ব্যবহার, পারিবারিক পুষ্টি চাহিদাপূরণ, ভূমিধস রোধ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্য নিয়ে রোপণ করা হচ্ছে ১ হাজার সজনের ডাল।

যার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ বুধবার (৯ এপ্রিল)। স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে সজনে গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আনুষ্ঠানিক উদ্বোধনকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মহাদেব কুমার সাহা বলেন, যেসব জায়গায় স্থাপনা করা সম্ভব নয় সেগুলো বাছাই করে এ ধরনের কৃষিকাজ করা হচ্ছে। খুলনা-মোংলা রেললাইনের চড়া, সাচিবুনিয়া ও ঝড়ভাঙ্গা গ্রামের প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে রেললাইনের দুপাশের পতিত জায়গায় প্রায় ১ হাজার সজিনার ডাল লাগানো হচ্ছে।

যেগুলো পরিচর্যার দায়িত্বও পালন করবে স্থানীয় জনসাধারণ। তাদের মধ্য থেকে ৩ গ্রামের তিনটি পৃথক কমিটি করে দেওয়া হবে।

পরবর্তীতে ওই কমিটির মাধ্যমে সজনে পাতা ও সজনে সংগ্রহ করা হবে। যেটি স্থানীয় জনসাধারণের পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় কাজ করবে বলে তিনি আশা করছেন।

সমরেশ মন্ডল, মনি মোহন মন্ডল, সাধণ রায়, কাকলী গোলদারসহ স্থানীয় বাসিন্দারা জানান, সজিনার পাতা, ফুল ও সজনে সবকিছুই উপকারী। সজনে পাতা বিভিন্ন রোগ প্রতিরোধেও কাজ করে।

পতিত জমিতে এ ধরনের সজনে গাছ লাগিয়ে পুষ্টি চাহিদা পূরণের চেষ্টার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছেন স্থানীয় উপ-সহকারী কৃষি অফিসার জীবানন্দ রায়। 

সজনে গাছ লাগানো কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (শষ্য) সুবীর কুমার বিশ্বাস, বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার আবু বকর সিদ্দিকসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

খুলনার আহসান উল্লাহ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ডা. সৈয়দ আবুল কাসেম বলেন, জটিল যে কোনো ব্যাধির ওষুধ সজিনার বীজ ও পাতা দিয়ে তৈরি হয়। তাছাড়া সব ধরনের ব্যথার মূল ওষুধ হচ্ছে সজনে পাতা ও সজনে। ৪০ বছর আগে বাংলাদেশ থেকে সজনে রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে।

অ্যালার্জির রোগীরা দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ খেলে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। ব্যথার জন্য সজনে পাতা গুড়া করে খেলে ৩ ঘণ্টার মধ্যে সেরে যাবে। এ ছাড়া যত প্রকার জয়েন্টের ব্যথা আছে সেগুলোর জন্যও সজনে পাতা কার্যকরী বলেও উল্লেখ করেন এই হোমিওপ্যাথিক চিকিৎসক। তা ছাড়া ডায়াবেটিস নিরাময়েও কাজ করে সজনে, সজনে পাতা বা সজনে ফুল।

মন্তব্য

সর্বশেষ সংবাদ