ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা
ছবি: কালের কণ্ঠ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েন যানবাহন চালক ও যাত্রীরা।

বুধবার (২৬ মার্চ) রাত ৮টায় এ যানজট সৃষ্টি হয়। পরে রাত পৌনে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, মহাসড়কের ঢাকাগামী লেনের যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘণ্টারও বেশি সময়ের যানজটে যান চলাচল বন্ধ ছিল। এর ফলে চলাচলরত যাত্রীরা যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছাতে পারেনি। অনেককেই পায়ে হেঁটে যেতে দেখা গেছে।

আলমগীর হোসেন নামের এক যাত্রী বলেন, শিমরাইল থেকে শনির আখড়া যাওয়ার জন্যে সাড়ে ৭টায় গাড়িতে উঠেছি।

সিদ্ধিরগঞ্জের মৌচাক আসতেই আধা ঘণ্টা লেগে গেছে।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, ডিএমপিতে ট্রাক আর কাভার্ডভ্যান আটকানোর কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে। ডিএমপি কমিশনার স্যারের সঙ্গে কথা বলেছি। উনারা ছেড়ে দিয়েছেন।

এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, যানজট ঢাকায় লেগেছে। আমরা কথা বলেছি। আমাদের পুলিশ সবসময় মহাসড়কে কাজ করে যাচ্ছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

নারীদের ‘গর্ভফুল’ পাচারচক্রের ৩ সদস্য আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
নারীদের ‘গর্ভফুল’ পাচারচক্রের ৩ সদস্য আটক
সংগৃহীত ছবি

ময়মনসিংহের ভালুকায় হিমায়িত ও প্যাকেটজাত করে মানব দেহের অঙ্গপ্রত্যঙ্গের অংশ বিশেষ (নারীদের গর্ভফুল) পাচারচক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এই ঘটনায় শুক্রবার (২৯ মার্চ) রাতে ভালুকা মডেল থানায় মামলা জেলা গোয়েন্দা পুলিশের এস আই মো. নজরুল ইসলাম।

এর আগে পৌর এলাকার এআর ফিলিং স্টেশনের বিপরিত পাশ থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন দেওয়ানগঞ্জের চর কালিকাপুরের মো. হযরত আলী ছেলে মো. আলমগীর (৩৫), ময়মনসিংহ ধোবাউড়া মান্দারতলীর গিলবার্ট চিচাংয়ের ছেলে উর্গম মানকিন (২২), মানিকগঞ্জ হাপানিয়া গ্রামের মো. হাবিব শেখের চেলে মো. নাহিদ শেখ (২৪)।

 

মামলা ও থানা সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে নারীদের গভফুল অবৈধভাবে বিভিন্ন দেশ এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। বুধবার গর্ভফুল হিমায়িত ও প্যাকেটজাত করে গাজীপুরের দিকে নিয়ে যাওয়ার সময় জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল এআর ফিলিং স্টেশন এলাকায় অবস্থান নেয়। ওই সময় একটি হাইব্রীজ মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে আসামিদের আটক এবং তিনটি ককশিট বক্সে কস্টেপ দিয়ে মোড়ানো ১৫০টি গর্ভফুল জব্দ করে তারা।

মামলার বাদী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে আয়াদের মাধ্যমে অবৈধভাবে গর্ভফুল সংগ্রহ এবং বিক্রির উদেশ্যে হিমায়িত ও প্যাকেটজাত করে বিদেশে পাচার করে তারা।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. আমিনূল ইসলাম জানান, আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল হুদা খান জানান, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

মন্তব্য

গোসলের ভিডিও ধারণের জেরে কিশোরীর আত্মহনন, যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
গোসলের ভিডিও ধারণের জেরে কিশোরীর আত্মহনন, যুবক আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোসলের ভিডিও ধারণের জেরে সুমাইয়া আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আরিফ হোসেন (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার বৈরচুনা ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, সুমাইয়া বাড়ির পেছনে গোসল করতে গেলে প্রতিবেশী আরিফ হোসেন মোবাইল ফোনে গোপনে তার গোসলের ভিডিও ধারণ করেন। পরে বিষয়টি জানতে পেরে সুমাইয়া মানসিকভাবে ভেঙে পড়ে এবং পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আরিফকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

মন্তব্য

দোকানির আঘাতে শ্রমিক নেতা খুন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
শেয়ার
দোকানির আঘাতে শ্রমিক নেতা খুন
সংগৃহীত ছবি

নড়াইলে কাঁচা তরকারি কেনাবেচা নিয়ে বাকবিতণ্ডায় দোকানির আঘাতে একজন শ্রমিক নেতা নিহত হয়েছেন। পুলিশ ঘাতক কাঁচামাল ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।  

রবিবার (৩০ মার্চ) বিকাল ৪টার দিকে লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা চৌরাস্তা কাঁচাবাজারে এ ঘটনা ঘটে। 

নিহত শ্রমিক নেতা মো. আব্দুল্লাহ-আল-মামুন লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের মো. ওলিয়ার শেখের ছেলে এবং নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (১২৯৫) নির্বাচিত সাধারণ সম্পাদক।

 

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা শহর থেকে কাজ শেষে শ্রমিক নেতা মো. আব্দুল্লাহ-আল-মামুন লক্ষ্মীপাশা চৌরাস্তায় আসেন। সেখান থেকে কাঁচামাল কেনার জন্য তিনি চৌরাস্তা বাজারের কাঁচামাল ব্যবসায়ী গোপিনাথপুর গ্রামের ইদ্রিস শেখের দোকানে যান। এ সময় কাঁচামাল কেনাকে কেন্দ্র করে শ্রমিক নেতা আব্দুল্লাহ-আল-মামুনের সঙ্গে দোকানি ইদ্রিস শেখের তর্কবির্তক হয়। তর্কবির্তকের এক পর্যায়ে দোকানি ইদ্রিস শেখ প্লাস্টিকের গামলা দিয়ে আব্দুল্লাহ-আল-মামুনের ঘাড়ে ও মাথায় আঘাত করে।

এ সময় মামুন মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন আহত মামুনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে ঘটনার পরপরই লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে গোপীনাথপুর এলাকা থেকে অভিযুক্ত ইদ্রিস শেখকে (৬১) আটক করেছে। 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সৃষ্ট ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

তরুণকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শেয়ার
তরুণকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

বরিশাল নগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সুজন (২৩) নামের এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) ঝালকাঠি জেলার নলছিটি থানাধীন রায়পুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. সাদ্দাম হাওলাদার (৩০) এবং মো. কাইয়ুম মুন্সী (৪৫)। এখনো হত্যা মামলার এজাহার নামীয় আরো ৯ আসামি পলাতক রয়েছেন।

আরো পড়ুন
বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা

বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি, জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা

র‌্যাব-৮-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক অমিত হাসান মিডিয়ায় রবিবার জানান, ১৫ মার্চ দুপুরে সুজনকে পরিকল্পিতভাবে ফোন করেন আসামিরা। চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজনকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করেন তারা।

র‌্যাবের পক্ষ থেকে আরো বলা হয়েছে, স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগীকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল এ ভর্তি করে পুলিশ। পরে রাত ৮টার দিকে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন সুজন।

আরো পড়ুন
ঈদ নিয়ে পিনাকীর বার্তা

ঈদ নিয়ে পিনাকীর বার্তা

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সুজনকে গাছের সঙ্গে বেঁধে মারধরের ভিডিও আমাদের হাতে এসেছে। এ ঘটনায় কারা জড়িত তা শনাক্ত হয়েছে। সুজনের বাবা মনির হাওলাদার বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে ১৯ মার্চ কোতোয়ালি থানায় মামলা করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ