ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
১৯ চৈত্র ১৪৩১, ০৩ শাওয়াল ১৪৪৬

খুলনায় সন্ত্রাসীদের আস্তানায় রাতভর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ১১

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় সন্ত্রাসীদের আস্তানায় রাতভর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ১১
ছবি: কালের কণ্ঠ

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন আরামবাগ এলাকায় সন্ত্রাসী আস্তানায় শনিবার রাতভর অভিযান চালিয়েছে পুলিশ ও যৌথবাহিনী। এ সময় আইন-শৃংখলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। ঘটনার সময় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও দুষ্কৃতকারীদের প্রায় ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে ১১ জনকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে রবিবার (৩০ মার্চ) ভোররাত পর্যন্ত অভিযান পরিচালিত হয়। 

ঘটনাস্থল থেকে কেএমপির সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার আজম খান বলেন, নগরীর সোনাডাঙ্গার আরামবাগ এলাকায় সন্ত্রাসীদের মিটিং হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাত ১২টার পর অভিযান শুরু হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে। পুলিশও সম্ভাব্য বাড়িকে টার্গেট পুরো এলাকা ঘিরে ফেলে পাল্টা গুলি ছোড়ে।

প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা অভিযান চলে। এক পর্যায়ে পার্শ্ববর্তী পুকুরে ঝাপিয়ে পড়েও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে
লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। 

এতে কয়েকজন পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা আহত হন। আহতদের তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও নৌবাহিনীর উপশম হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে ১১ জন সন্ত্রাসীকে আটক করা হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, ঠিক কি পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে তা জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা। তবে ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে জানা গেছে, তিনটি পিস্তল, একটি একনলা শটগান, একটি কাটা বন্ধুক, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, কয়েক রাউন্ড শটগানের গুলি এবং সাতটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

দুষ্কৃতকারীদের মধ্যে যাদেরকে পুলিশী প্রহরায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তারা হলেন, নগরীর সদর থানাধীন মিস্ত্রিপাড়ার বাসিন্দা আব্দুল হান্নান শেখের ছেলে শেখ পলাশ (৩৩), বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকার আহমদ খার ছেলে মো. আরিফুল (২৭),
সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার সাত্তার মিয়ার ছেলে কালা লাভলু ওরফে রুবেল ইসলাম (৩৫), রূপসা উপজেলার বাগমারা এলাকার ইজাজ শেখের ছেলে ফজলে রাব্বি রাজন (২৬), সদর থানাধীন মুসলমানপাড়া ক্রস রোডের বাসিন্দা মৃত. শরীফ মো. আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ লিয়ন শরীফ (৩৩), সদর থানাধীন বাগমারা মেইন রোডের বাসিন্দা মাসুদ আলম জয়নালের ছেলে ইমরানুজ্জামান (৩৩), নিরালা পার্শ্ববর্তী মো. আলমগীর হোসেনের ছেলে ইমরান (৩৫), সোনাডাঙ্গা থানাধীন পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা আ. রাজ্জাকের ছেলে রিপন (৩৮), বানরগাতী এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমান গাজীর ছেলে সৈকত রহমান (২৭), একই এলাকার আশরাফ আলী সরদারের ছেলে মহিদুল ইসলাম (৩৫) ও মো. রমিজুল হাওলাদারের ছেলে গোলাম রব্বানী (২৬)।


 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

নান্দাইলে ইটভাটায় জিম্মি থাকা ২০ শ্রমিক উদ্ধার, দুজন আটক

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
নান্দাইলে ইটভাটায় জিম্মি থাকা ২০ শ্রমিক উদ্ধার, দুজন আটক

ময়মনসিংহের নান্দাইলে এসআরবি ব্রিকস ইটভাটায় জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রাম এলাকায়  এসআরবি ব্রিকস ইটভাটায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় ইটভাটা থেকে বিল্লাল হোসেন ও জাকারিয়া নামে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, এসআরবি ব্রিকস নামক ইটভাটায় শ্রমিকরা কাজ করে আসছিল।

কাজ শেষে তাদের ন্যায্য টাকা-পয়সা চাইতে গেলেই ইটভাটার মালিকপক্ষ জিম্মি করে মারধর করে। এভাবেই বেশ কয়েকদিন যাবৎ মারধরের শিকার শ্রমিকরা সম্প্রতি গৌরীপুর সেনাবাহিনীর ক্যাম্পে বিষয়টি জানান। 

অভিযোগ পেয়ে বুধবার সন্ধ্যায় যৌথবাহিনী অভিযান চালিয়ে জিম্মি থাকা ২০ শ্রমিককে উদ্ধার ও ইটভাটার মালিক পক্ষের দুজনকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে এসআরবি ব্রিকসের মালিক রুহুল আমিন শ্রমিক জিম্মির বিষয়টি এড়িয়ে যান।

তিনি বলেন, এটি মিথ্যা অভিযোগ। 

মন্তব্য

কুমিল্লায় পূর্ব বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় পূর্ব বিরোধে যুবককে পিটিয়ে হত্যা

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে হামলায় গুরুতর আহত ইউনুস মিয়া নামে এক যুবক মারা গেছেন। বুধবার (২ এপ্রিল) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ইউনুস মিয়া কোতয়ালী মডেল থানার সাহেবনগর উত্তরপাড়া গ্রামের সুলতান আহমেদের ছেলে।

পুলিশ জানায়, প্রতিবেশী ছেতু মিয়ার ছেলে মো. ইউনুসের পরিবারের সঙ্গে নিহত যুবক ইউনুসের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

মঙ্গলবার উভয় পরিবারের সেই বিরোধ থেকে ইউনুসকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। তাকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান। 

কোতোয়ালি থানার ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হোসেন জানান, উভয় পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার ইউনুস মিয়াকে বেধড়ক লাঠিপেটা করা হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে বুধবার বিকালে মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত মো. ইউনুসকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য

সিলেটে সাবেক মেয়র ও এমপির বাসায় হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতি‌বেদক, সি‌লেট
নিজস্ব প্রতি‌বেদক, সি‌লেট
শেয়ার
সিলেটে সাবেক মেয়র ও এমপির বাসায় হামলা-ভাঙচুর
ছবি: কালের কণ্ঠ

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরে ঘটনা ঘটেছে। এ ছাড়া সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায়ও হামলা হয়েছে। 

এর আগে সিলেটে ফের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এবার আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক ও সাবেক সংসদ সদস‌্য শ‌ফিউল আলম চৌধুরী না‌দেলের অনুসা‌রীরা এ মি‌ছিল বের ক‌রেন।

বুধবার (২ এপ্রিল) নগরের ধোপাদীঘিরপাড় এলাকায় মিছিল‌টি বের করা হয়। এ ঘটনার ভি‌ডিও ভাইরাল হওয়ার পর পু‌লিশ ৪ জন‌কে আটক ক‌রে‌ছে।

ছাত্রলীগের মি‌ছি‌লের ঘটনার পর সন্ধ‌্যায় শ‌ফিউল আলম চৌধুরী ও সি‌লেট সি‌টি কর‌পো‌রেশ‌নের সা‌বেক মেয়র আনোয়ারুজ্জামা‌ন চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচু‌রের ঘটনা ঘ‌টে‌ছে।

জানা গে‌ছে, বুধবার সকালে নগরের ধোপাদীঘিরপাড় এলাকা থে‌কে ১৫ থে‌কে ২০ জনের একটি দল ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করে।

ব্যানারে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের ছবি ছিল এবং তার নামে স্লোগান দিতেও শোনা যায়। মি‌ছি‌লের ভি‌ডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনার ঝড় ওঠে। ভিডিওটি আওয়ামী লীগের ভেরিফায়েড পেজেও আপলোড করা হয়। প‌রে এ ঘটনায় পু‌লিশ ৪ জন‌কে আটক ক‌রে।

এ ব্যাপারে সি‌লে‌টের মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মিছিলের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। তাদের শনাক্ত করার চেষ্টা করছি।’ তিনি বলেন, ইতোমধ্যে ৪ জনকে আটক করা হয়েছে। বাকীদের গ্রেপ্তা‌রে অভিযান চলছে।

সিলেট

বাসায় হামলা, ভাঙচুর : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর‌পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা হয়েছে।

হামলাকারীরা তাদের বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেছে। 

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে।

জানা গে‌ছে, নগরের হাউজিং এস্টেট এলাকায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল সহকারে এসে ঢুকে পড়ে। এসময় তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাঙচুর করে।

প্রায় একই সম‌য়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের পাঠানটুলা এলাকায় সা‌বেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায়ও হামলার ঘটনা ঘটে। একইভাবে হামলাকারীরা বাসার আসবাবপত্র ভাঙচুর করে। পৃথক দু’টি হামলার ঘটনায় কেউ আহত হয়নি।

বিমানবন্দ‌র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘বিক্ষুব্ধ ছাত্র-জনতা শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, আনোয়ারুজ্জামা‌নের বাসায় হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি বিক্ষুব্ধ ছাত্র-জনতা এই হামলা চালিয়েছে।

মন্তব্য
বিএনপি নেতা সাঈদ সোহরাব

ঢাবির বর্তমান শিক্ষার্থীরা আগামী দিনে দেশকে এগিয়ে নেবে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
ঢাবির বর্তমান শিক্ষার্থীরা আগামী দিনে দেশকে এগিয়ে নেবে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, গত ১৭ বছর দেশের মানুষের বাকস্বাধীনতা ছিল না। ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে। এখন মানুষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। যে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পাবে।

 

মির্জাপুরের বিভিন্ন গ্রাম থেকে যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে মির্জাপুরের স্বার্থে তাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। মির্জাপুরের উন্নয়নে সকলে মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে হবে। দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে ভতিষ্যতে তারাই দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকে। নবীন শিক্ষার্থীরা আগামী দিনে নেতৃত্ব দিয়ে মির্জাপুরসহ সারাদেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের গোল্ডেন স্পুন নামের একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে মির্জাপুরস্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা এই পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রদলের সাবেক নেতা রফিকুল ইসলাম ও শামসুজ্জামান লিটনসহ শতাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে সাইদুর রহমান সাঈদ সোহরাব পৌর এলাকার জহুরবাড়ি দলীয় কার্যালয়ে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ