ভয় কাটলেও এখনো ক্লান্ত তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
ভয় কাটলেও এখনো ক্লান্ত তামিম ইকবাল
তামিম ইকবাল

করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) খুব বেশি রোগী নেই। তার একটা ঘিরে আড়াল দেওয়া। ভেতরে উঁকি দিতেই সটান শুয়ে তামিম ইকবাল খান মোবাইলে কী একটা ভিডিও দেখছেন। কণ্ঠস্বর গত ২৪ ঘণ্টায় চেনা হয়ে গেছে মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিমের।

গভীর কৃতজ্ঞতা আর মমতায় সায় দিলেন তামিম। অবশ্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসার অভিযাত্রায় ইয়াকুবের মতো কোটি মানুষের ভালোবাসার আবেগ চিরস্থায়ী হয়ে গেছে তামিমের দ্বিতীয় জীবনে। গতকাল সাভারের শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতাল থেকে রাতে এভারকেয়ার হসপিটালে ঢোকার আগে কৃতজ্ঞতা জানিয়ে পোস্টও দিয়েছেন তাঁর অফিশিয়াল ফেসবুক পেজের অ্যাডমিন।

সাভার টু বসুন্ধরা আবাসিক এলাকামুখী তামিমের এই যাত্রার ফুটেজ নিতে দিনভর অপেক্ষায় দেখা গেছে সংবাদকর্মীদের।

গত পরশু প্রিমিয়ার লিগের খেলা ছিল বিধায় অনেকে আসতে পারেননি। যেমনলিটন দাস বিকেলে গিয়েছিলেন সাবেক অধিনায়ককে দেখতে। যাতায়াতের সুবিধার জন্য সাক্ষাত্প্রার্থীদের ভিড় এভারকেয়ারে বেড়ে যাওয়ার কথা, গত রাতেই যেমন হাসপাতালে এসে তামিমের স্বাস্থ্যের খবর নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মুহুর্মুহু তামিমের স্বাস্থ্যের আপডেট শেয়ার করেছেন ফেসবুক জনতা।

গুরুতর হৃদরোগের ধাক্কা তামিম সামলে নিয়েছেন। হাসপাতালের বিশেষায়িত বিছানায় শায়িত তামিমের নাক-মুখ থেকে নলগুলো খুলে নেওয়া হয়েছে। অক্সিজেনও লাগছে না এখন। শুধু ইসিজি মেশিন অন করা। ওটার সঙ্গে সংযুক্ত মনিটরে তাকিয়ে তামিম মৃদু হাসলেন, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ।

তবে চোখে-মুখে ক্লান্তি আছে তাঁর। চেহারা একটু কালচে। রোগীকে তো আর জিজ্ঞাসা করা যায় না! পরে খোঁজ নিয়ে জানা গেল, হাসপাতালে আনার পর তাত্ক্ষণিক লাইফ সাপোর্ট দেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসকদের এমন তাত্ক্ষণিক সব সিদ্ধান্তের কথাও নিজের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন তামিম। বিশেষায়িত কক্ষ থেকে বেরোনোর পথে তামিমের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা চিকিৎসক মুনীরুজ্জামান মারুফের সঙ্গে দেখা। সাক্ষাৎকার দিতে খুব আগ্রহী নন ভদ্রলোক। তবে আশ্বস্ত করলেন, রোগী ভালো আছেন। আজ সন্ধ্যায় উনাকে রিলিজ করে দেওয়া হচ্ছে। রাতে এভারকেয়ারে পৌঁছেও গেছেন তামিম। এরপর থাইল্যান্ড কিংবা অন্য কোনো দেশে যেতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে পরের গন্তব্য এখনো ঠিক হয়নি।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

সীতাকুণ্ডে কৃষক দল নেতা খুন, মিরসরাইয়ে বিএনপির সংঘর্ষে পথচারীকে হত্যা

    তিন জেলায় আরো তিন খুন
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
সীতাকুণ্ডে কৃষক দল নেতা খুন, মিরসরাইয়ে বিএনপির সংঘর্ষে পথচারীকে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড ইউনিয়নে নিজ বাড়ির সামনে খুন হয়েছেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। মিরসরাই উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া রাঙ্গুনিয়া, কটিয়াদী ও ভেদরগঞ্জ উপজেলায় ব্যবসায়ী ও গৃহবধূসহ তিনজন খুন হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডের বারবকুণ্ড ইউনিয়নে নিজ বাড়ির সামনে খুন হয়েছেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন (৪৩)।

গতকাল বুধবার ইফতার শেষে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নিজের গরুর খামারে যাচ্ছিলেন তিনি। বাড়ির অদূরেই দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন।

মিরসরাই (চট্টগ্রাম) : মিরসরাই উপজেলা ও দুই পৌর কমিটি ঘোষণা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ জন। গতকাল বুধবার  বারইয়ারহাট পৌর বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জাবেদ (৪৫) চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজারের নীলগিরি আবাসিক এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি আরএফএল গ্রুপের মার্কেটিং অফিসার হিসেবে কাজ করতেন।

গত ২৪ মার্চ সোমবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার মিরসরাই উপজেলা, মিরসরাই পৌর ও বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। কমিটি ঘোষণার পরপর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত পদবঞ্চিত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন। পরদিন মঙ্গলবার কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেন তাঁরা।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করতে সকাল থেকে বারইয়ারহাট পৌর বাজার এলাকায় বিএনপির দুই পক্ষ অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে পৌর বাজারের শান্তিরহাট রাস্তার মাথায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের মধ্যে পড়ে জাবেদ নিহত হন।

জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ : কটিয়াদী উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আরব আলী (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে কোনাপাড়া পশ্চিমহাটি গ্রামে এই ঘটনা ঘটে। আরব আলী ওই গ্রামের মতিউর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আলম নামের এক ব্যক্তির কাছে ১০ হাজার টাকা পান হাসান। টাকা ফেরত দিতে টালবাহানা করায় দুই পক্ষ মঙ্গলবার ইফতারের পর সালিসে বসে। সালিসে আলমের পক্ষে আরব আলী এবং হাসানের পক্ষে ফারুক নেতৃত্ব দেন। সালিস চলাকালে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই আরব আলী নিহত এবং অন্তত পাঁচজন আহত হন।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়ায় চাঁদা না পেয়ে নুরুল ইসলাম তালুকদার (৭০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল  সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত মঙ্গলবার বিকেলে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল বাজারে নিজ দোকানে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নুরুল ইসলাম মীরেরখীল গ্রামের ইন্নাল আমিন তালুকদারের ছেলে। সরফভাটার ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার বিকেলে দোকানে বসে ছিলেন নুরুল। হঠাৎ একদল সন্ত্রাসী তাঁর ওপর  হামলা চালায়।

শরীয়তপুর : ভেদরগঞ্জ উপজেলার বারৈজঙ্গল গ্রামে মুক্তা বেগম (৫৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মুক্তা বেগম ওই এলাকার মান্নান গাজীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান গাজী গত মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায়ের জন্য মসজিদে যান। যাওয়ার সময় তিনি বাইরে থেকে ঘরের প্রধান ফটক আটকে যান। নামাজ শেষে বাড়ি ফিরে দরজা খুলতেই স্ত্রীর গলা কাটা মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

মন্তব্য

বাড়ি ফেরার অপেক্ষায় তামিম

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
শেয়ার
বাড়ি ফেরার অপেক্ষায় তামিম
তামিম ইকবাল

সাভার থেকে গত মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে তামিম ইকবালকে। এবার বাড়ি ফেরার অপেক্ষায় আছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এমন তথ্য জানিয়েছেন তামিমের চাচা আকরাম খান।

গতকাল বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে আকরাম বলেন, এখন এভারকেয়ার হাসপাতালে আছে।

ডাক্তারদের সঙ্গে আলাপ হয়েছে। এখন যে অবস্থায় আছে, এমন যদি থাকে তাহলে দু-তিন দিন পর ওকে আমরা বাসায় নিয়ে যেতে পারব। অর্থাৎ তামিম এখন অনেকটাই সুস্থ। তবু হাসপাতালে তাঁকে দেখার জন্য ভিড় করছে তাঁর সতীর্থ, ক্রিকেটাঙ্গনের মানুষ।

হার্টে রিং লাগানোর পর ৪৮ ঘণ্টা কেটে যাওয়ায় তামিমকে নিয়ে এখন তেমন কোনো শঙ্কা নেই বলে জানান আকরাম। যদিও চিক্তামুক্ত থাকতে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করছে পরিবার। আকরাম বলছিলেন, রিং লাগানো হয়ে গেছে। এখন আমরা পারিবারিকভাবে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।

চিন্তা রাখতে চাচ্ছি না।

হাসপাতালে থাকলেও তামিম স্বাভাবিকভাবে হাঁটাচলা, খাওয়াদাওয়া এমনকি কথাবার্তাও বলছেন বলে জানা গেছে। অথচ গত সোমবার এই ক্রিকেটারকে বাঁচানো যাবে কি না তা নিয়ে ছিল শঙ্কা। তখনকার অবস্থা তুলে ধরেন আকরাম, আমি যখন খবরটা পেয়েছি, খুবই খারাপ ছিল সেটা। আমাকে বলা হলো, তামিম আর বেঁচে নেই।

এটা কল্পনা করতে পারিনি। কোনো দিন ভাবিনি এ ধরনের খবর শুনব। এত অল্পবয়সী ছেলে। ঘণ্টা দেড়েক পর ডাক্তাররা কল করলেন। বললেন, রিং লাগানোর জন্য নিয়ে যাচ্ছেন। তখন একটু স্বাভাবিক হয়েছি।

এক মাস পর তামিমের মাঠে ফেরার আশা করছেন আকরাম, সে এক মাস পর স্বাভাবিক হয়ে যাবে। এমনকি এখনো স্বাভাবিক আছে। ডাক্তার আমাকে বলেছেন, এক মাস পর সাধারণ জীবনযাপনে চলে আসতে পারবে।

 

 

 

মন্তব্য

নদীদূষণ

শেয়ার
নদীদূষণ
রাজধানীর ওয়াসার স্যুয়ারেজ লাইন থেকে নির্গত বর্জ্যে বুড়িগঙ্গার পানি যেমন দূষিত হচ্ছে, তেমনি বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে রাসায়নিক বর্জ্য পড়েও দূষিত হচ্ছে নদীর পানি। সম্প্রতি তোলা। ছবি : শেখ হাসান
মন্তব্য

‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার

যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থী নেতাদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম (ইউএসসিআইআরএফ)। সংস্থাটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

একই সঙ্গে ভারতে সংখ্যালঘু মুসলমানরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, কমিউনিস্টশাসিত ভিয়েতনাম ধর্মীয় বিষয়ে নিয়ন্ত্রণ ও কড়াকড়ি আরোপ করেছে।

সে কারণে ভিয়েতনামকে কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন বা বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্তির সুপারিশ করা হয়েছে। চীনকে নিয়ে অভিন্ন উদ্বেগের কারণে ভারতের মতো ভিয়েতনামের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে ওয়াশিংটন।

বিশ্লেষকরা বলছেন, এশিয়া ও অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে সহায়ক শক্তি হিসেবে দেখছে ওয়াশিংটন। সে কারণেই ভারতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বরাবরই এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

তবে মার্কিন ফেডারেল সংস্থাটির সুপারিশ বাধ্যতামূলক না হওয়ায় র-এর ওপর মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করবে না, তা জোর দিয়েই বলা চলে।

প্রতিবেদনে বলা হয়, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর ভারতীয় জনতা পার্টি (বিজেপি) গত বছরের নির্বাচনী প্রচারণায় মুসলিমসহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছে এবং ভুল তথ্য ছড়িয়েছে। গত বছর এপ্রিলে মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে মোদি বলেছিলেন, তারা বেশি বেশি সন্তান নেয়। এর সঙ্গে কংগ্রেসসহ বিরোধীদের ভোটের স্বার্থ রয়েছে বলে মোদির অভিযোগ।

সূত্র : গালফ নিউজ

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ