বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গত ২৪ মার্চ খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সাভার বিকেএসপির পাশে অবস্থিত কেপিজে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তামিমের ‘লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি’তে শতভাগ ব্লক ধরা পড়ে। এরপর দ্রুত তাকে স্টেন্টিং (হার্টে রিং পরানো) করা হয়।
ভাইরাল ছবিটি কি আসলেই তামিমের?
অনলাইন ডেস্ক

পরদিন মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালের একটি ছবি ভাইরাল হয়। যেখানে তাকে হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় দেখা যায়।
হাসপাতালের শয্যায় তামিম ইকবালের আলোচিত ছবিটি বাস্তব নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধান বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে এটি তৈরি করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভাইরাল ছবিটি পর্যবেক্ষণ করে এতে ছবির নিচের দিকের ডান কোণে ‘Grok’ লেখা একটি জলছাপ দেখা যায়। গ্রক (Grok) মূলত ইলন মাস্কের প্রতিষ্ঠান xAI-এর একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) চ্যাটবট, যা ২০২৩ সালের নভেম্বরে চালু হয়। এই চ্যাটবটটি বাস্তবসম্মত ছবি ও কনটেন্ট তৈরি করতে সক্ষম। গ্রক দিয়ে তৈরি ছবিতে সাধারণত ‘Grok’ লেখা জলছাপ দেখা যায়, যা এই এআই প্ল্যাটফরম দিয়ে তৈরি কনটেন্ট শনাক্তকরণে সাহায্য করে।
এই ছবির উৎস অনুসন্ধানে ‘Indian Cricket Stadiums’ নামের একটি ফেসবুক পেজে গতকাল রাত ১০টা ৩৩ মিনিটে প্রকাশিত এই ছবিসংবলিত সম্ভাব্য প্রথম পোস্ট পাওয়া যায়। ওই পোস্টে তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবর জানানো হয়েছে এবং তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
পোস্টে তামিমের আলোচিত ছবিটির পাশাপাশি হাসপাতালের শয্যায় শুয়ে থাকা তামিমের আরো দুটি ছবি দেখা যায়। পোস্টটির এডিট হিস্টোরি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রকাশের প্রায় এক ঘণ্টা পর ক্যাপশন সম্পাদনা করে ছবিগুলো এআই দ্বারা তৈরি বলে উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর

‘ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না’
অনলাইন ডেস্ক

দীর্ঘ ১৫ বছরের স্বৈর শাসনের অবসানের পর আগামীকাল প্রথম ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ। সংগত কারণেই এবারের ঈদ উৎসবে যুক্ত হয়েছে ভিন্ন আমেজ। রাজধানী ঢাকাসহ সারা দেশে ঈদ মিছিল, মেলাসহ বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ও নেত্বত্ব দেওয়া ছাত্র-জনতা।
তবে এ আমেজের মধ্যেও স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদদের ভুলে যাননি আন্দোলনের অন্যতম নেতা ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
এবারের ঈদ উৎসব নিয়ে রবিবার নিজের ফেসবুক আইডিতে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন সাদিক কায়েম।
তিনি তার পোস্টে বলেছেন, ‘গত বছর যে সন্তানরা এসে মাকে সালাম করত, তাদের সহস্রজন আজ শহীদ! আমাদের একটা উৎসবমুখর ঈদ উপহার দিতে গিয়ে কত প্রাণ পেয়েছে শাহাদাতের ঠিকানা। ঈদগাহের মোনাজাতে তাদের স্মরণ করতে ভুলব না আমরা। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জানাই ঈদ মোবারক।

ঈদ নিয়ে পিনাকীর বার্তা
অনলাইন ডেস্ক

জনপ্রিয় লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘হাসিনার আমলে ঈদের ঘোষণা আসত বেশির ভাগ ক্ষেত্রেই গভীর রাতে। অনেকে সাহরি করতে উঠে দেখতেন আগামীকাল ঈদ। এভাবেই ঈদের কালচারাল, রিলিজিয়াস, পলিটিক্যাল আর স্পিরিচুয়াল ইম্পর্ট্যান্সকে লঘু করে দেওয়া হচ্ছিল আমাদের অগোচরেই।’
রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পিনাকী বলেন, ‘ঈদ এবার তার মহিমা নিয়ে এসেছে। এই ঈদ শুধু খুশির নয়, মুক্তির, স্বাধীনতার ঈদ হয়ে ফিরে এসেছে। রমজানের স্বস্তি, ঈদের আনন্দময় বাড়ি ফেরা আর মুক্তির পূর্ণ আস্বাদ নিয়ে আপনার আর আপনার পরিবারের ঈদ শুভ আর মঙ্গলময় হোক।’
তিনি বলেন, ‘এই ঈদে দুনিয়াব্যাপী নিপীড়নের শিকার ভাগ্যাহত মুসলমানদের জন্য দোয়া করবেন।
জনপ্রিয় এ অ্যাক্টিভিস্ট বলেন, ‘আমার শরীর প্যারিসে থাকলেও আমার অন্তর আপনাদের সাথে থাকবে সব সময়। আমার জীবনের সব অপ্রাপ্তি, সব অপমান, সব হতাশা, সব কষ্ট আপনাদের মুখের হাসি দেখে ভুলে থাকার শক্তি পাই। হয়তো কোনো একদিন আপনাদের সাথে সত্যি সত্যিই বুক মিলিয়ে বলতে পারব ঈদ মুবারক।

ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী চাই : সারজিস
অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
শনিবার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সারজিস আলম লেখেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।’
উল্লেখ্য, ড. ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন।

বিএনপির প্রতি তাসনিম জারার আহ্বান
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গুরুত্বপূর্ণ সদস্য ডা. তাসনিম জারা বলেছেন, ‘এখন প্রয়োজন গভীর সংস্কারের, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের। বিএনপির প্রতি আমার আন্তরিক আহ্বান, সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে; আসুন, তা আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই।’
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিভায়েড পেজ থেকে একটি ফটোকার্ডের ক্যাপশনে এসব কথা লেখেন। গতকাল বুধবার (২৬ মার্চ) চট্টগ্রামের মিরসরাই উপজেলা ও দুই পৌরসভার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে মো. জাবেদ (৪৫) নামের এক পথচারী নিহত হন।
তাসনিম জারা বলেন, ‘আমাদের সামনে যে ঐতিহাসিক সুযোগ এসেছে, তা যদি আমরা হাতছাড়া করি, তাহলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আরো বাড়বে। তখন মানুষ আমাদের কাউকেই ক্ষমা করবে না।
বিএনপির প্রতি আমার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, সংস্কারের সুযোগ আমরা সম্মিলিতভাবে কাজে লাগাই। সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবেন না, বরং দেশের মানুষের প্রত্যাশা পূরণে আপনারাও অগ্রণী ভূমিকা রাখুন।’