গণহত্যা দিবস উপলক্ষে ডিএফপিতে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভা

প্রেস বিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি
শেয়ার
গণহত্যা দিবস উপলক্ষে ডিএফপিতে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভা
সংগৃহীত ছবি

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ডিএফপি প্রাঙ্গণে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম।

প্রদর্শনীতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে সংঘটিত নির্মম হত্যাযজ্ঞের বিরল ও গুরুত্বপূর্ণ ছবি প্রদর্শিত হয়, যা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়তা করবে। এ সময় অধিদপ্তরের সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে ডিএফপির মিলনায়তনে গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সব শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় মূল বক্তা হিসেবে আলোচনা করেন ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার প্রেক্ষাপট, ভয়াবহতা নিয়ে আলোচনা করেন।

তিনি সবাইকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, নতুন প্রজন্মের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় আরো আলোচনা করেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (চলচ্চিত্র) মো. জাহিদুল ইসলাম, পরিচালক (বিজ্ঞাপন ও নিরীক্ষা) মোহাম্মদ ফখরুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মুহা. শিপলু জামান প্রমুখ।

বক্তারা বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত বাংলাদেশের উন্নয়নে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

এ ছাড়া ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যায় শাহাদাতবরণকারী এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

 অনুষ্ঠানে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

রাজধানীতে সুলতানি আমলের ঈদ মিছিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
রাজধানীতে সুলতানি আমলের ঈদ মিছিল
ছবি: ভিডিও থেকে নেওয়া।

বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়। 

মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।

আরো পড়ুন
বোর্নমাউথকে হারিয়ে টানা সপ্তমবার সেমিতে সিটি

বোর্নমাউথকে হারিয়ে টানা সপ্তমবার সেমিতে সিটি

 

সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’।

এ সময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দের মেতে ওঠেন।

এ ছাড়া মিছিলের শুরুতে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি। মিছিলে থাকছে মোট ১৫টি ঘোড়ার গাড়ি।

মিছিলে অংশ নেওয়া সালমান মাহমুদ বলেন, অনেকদিন পর শহরে এভাবে ঈদ উদযাপিত হচ্ছে।

খুবই ভালো লাগছে। আমি পুরো মিছিলজুড়েই থাকব।

মন্তব্য

চাঁদরাতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চাঁদরাতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
ফাইল ছবি

ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে নগরীর মার্কেটগুলোতে চলছে শেষ সময়ের কেনাবেচা। ক্রেতারা যেমন ভিড় জমাচ্ছেন প্রতিটি দোকানে, তেমনি ব্যবসায়ীরাও চাঁদরাত উপলক্ষে দিচ্ছেন বিশেষ ছাড়।

রবিবার (৩০ মার্চ) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল, নিউমার্কেট, ইস্টার্ন মল্লিকা, গাউছিয়া মার্কেট ঘুরে দেখা যায়, শেষ সময়ের ঈদবাজার সারতে অসংখ্য ক্রেতা ভিড় জমাচ্ছেন মার্কেটগুলোতে। ব্যবসায়ীরাও পার করছেন ব্যস্ত সময়।

চাঁদরাতে পণ্যে বিভিন্ন ছাড় দিয়ে আকর্ষণ করছেন ক্রেতাদের।

বসুন্ধরা শপিং মলে ক্রেতাদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এই শপিং মলে লোকসমাগম এতটাই হয়েছিল, এস্কেলেটরে উঠতে, শপিং মলে প্রবেশ করতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছিল।

পরিবারসহ নিউমার্কেট আসা এক ক্রেতা বলছেন, চাঁদরাতে শপিং করার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে।

তাই ইফতার সেরে চলে এসেছি। তাছাড়া আজ অনেক কিছুতে ছাড়ও পাওয়া যাচ্ছে।

গাউছিয়া মার্কেটে আসা ক্রেতা কামরুল ইসলাম বলেন, চাঁদরাতে কেনাকাটা করব বলে মার্কেটে আর আসা হয়নি। আজ পরিবারের জন্য সব কেনাকাটা করব।

শেষ ঈদবাজারে সর্বোচ্চ পণ্য বিক্রি করতে ব্যবসায়ীরাও সচেষ্ট রয়েছেন। নূরজাহান মার্কেটের ব্যবসায়ী মো. সুমন বলেন, আজকেই তো শেষ বেচাবিক্রি। তাই কাস্টমার যারা আসছেন, চেষ্টা করছি না ফিরিয়ে দিতে। 

ইস্টার্ন মল্লিকার এক ব্যবসায়ী বলেন, অনেক কাস্টমার অপেক্ষা করে চাঁদরাতে কেনাকাটা করার জন্য। আমরাও সর্বোচ্চ চেষ্টা করি যাতে তারা পণ্যটা কিনতে পারেন।

অল্প লাভ হলেও ছেড়ে দিচ্ছি।

মন্তব্য

বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদে ঈদের জামাতের সময়সূচি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদে ঈদের জামাতের সময়সূচি
সংগৃহীত ছবি

বাংলাদেশের আকাশে আজ রবিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

রাজধানী ঢাকার অন্যান্য এলাকার মতো বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এর মধ্যে মারকাজুল ফিকরিল ইসলামী (বড় মসজিদ) এ সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

এরপর উম্মে কুলসুম জামে মসজিদে (সি ব্লক) সকাল ৭টা ১৫ মিনিট, এফ ব্লক জামে মসজিদে ৭টা ৩০ মিনিট, বায়তুল জান্নাত জামে মসজিদে (জি ব্লক)৭টা ৪৫ মিনিট, মদিনাতুল উলুম-এ (কে ব্লক) ৮টা, ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) সাড়ে ৮টা, বায়তুল আবরার জামে মসজিদে (এম ব্লক) ৭টা ১৫ মিনিটে ঈদের জামাত হবে।

এ ছাড়া আল আকসা জামে মসজিদে (আই ব্লক) সকাল ৭টা ১৫ মিনিট, বাইতুল কারীম জামে মসজিদে (এল ব্লক) ৭টা ৪৫ মিনিট, এল ব্লক জামে মসজিদে (এল ব্লক) ৮টা ১৫ মিনিট, বাইতুস সালাম জামে মসজিদে (এল ব্লক) ৮টা এবং বায়তুর রহমান জামে মসজিদে (এল ব্লক) সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মন্তব্য

পল্লবীর এক বাসা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পল্লবীর এক বাসা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা হতে বিপুল পরিমাণ চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার এবং চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও মো. তোফায়েল আহম্মেদ (২৬)। আজ রবিবার পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার জনৈক মো. সাকিব ও তার সহপাঠী মিলে একটি ব্যাচেলর বাসায় বসবাস করেন। তাদের বাসাটি সাবলেট ভাড়া নেওয়ার জন্য গত (২১ মার্চ বিকেল সাড়ে ৫টায় সাকিবের মোবাইল ফোনে কল দিয়ে বাসাটি দেখতে আসেন মাহথির মোহাম্মদ খান তমাল নামে এক ব্যক্তি। মাহথিরের বাসাটি পছন্দ হলে তিনি সাবলেট বাসা ভাড়া নেন। এরপর সাকিবের কাছ থেকে বাসার চাবি নিয়ে তিনি চলে যান এবং জাতীয় পরিচয়পত্রের ছবি পরের দিন দেবেন বলে জানান।

পরবর্তীতে সোয়া ৮টায় সাকিব তারাবি নামাজ পড়তে বাসা থেকে বের হলে সুযোগ বুঝে মাহথির বাসার চাবি দিয়ে তালা খুলে পড়ার টেবিলের ড্রয়ার থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যান।

এ ঘটনায় সাকিবের অভিযোগের ভিত্তিতে বাড্ডা থানায় ৩০ মার্চ একটি মামলা রুজু করা হয়। থানা সূত্রে আরো জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়।

এরপর ৩০ মার্চ পল্লবী থানার কালশী এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে মাহথির মোহাম্মদ খান তমাল ও তার সহযোগী মো. তোফায়েল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ