সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ আহত অর্ধশতাধিক

রাজধানীতে বকেয়া বেতন-বোনাসের দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের লিংক রোডের সামনে এই ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৪০ জন শ্রমিক এবং ১১ জন পুলিশ সদস্য রয়েছেন।

পুলিশের দাবি, সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। আর আন্দোলনকারী শ্রমিকরা বলছেন, পুলিশ বিনা উসকানিতে তাঁদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে আতঙ্কে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় শ্রমিকদের মারধর করা হয় বলেও তাঁরা অভিযোগ করেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানার পরিদর্শক সরদার বুলবুল আহমেদ বলেন, সড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করার চেষ্টা করেন।

এ সময় পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা পুলিশের ওপর হামলা করলে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হন। তাঁদের মধ্যে পাঁচজন রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ফজলে রাব্বি নামের এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বলেন, সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে  তাঁদের ৩০ থেকে ৩৫ জন শ্রমিক আহত হয়েছেন।

জানা গেছে, টানা তিন দিন ধরে শ্রম মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন গার্মেন্টস শ্রমিকরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে নয়াপল্টন থেকে বিজয়নগরের দিকে অগ্রসর হতে শুরু করেন তাঁরা। এ সময় পুলিশ তাঁদের প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলেও সেই বাধা উপেক্ষা করে তাঁরা সামনে এগিয়ে যান। পরে পল্টন পার হয়ে তোপখানা রোডে প্রবেশ করতে গেলে পুলিশ আবারও তাঁদের বাধা দেয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।

এরপর তাঁরা সেখান থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যান। এ সময়  শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠলে পুলিশ তাঁদের সরিয়ে দিতে ধাওয়া দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এই আন্দোলনে অংশ নেন টি এন জেড অ্যাপারেলস, অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের কয়েক শ শ্রমিক।

সংঘর্ষের এক পর্যায়ে  শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন  বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বেতন-বোনাস না পেলে ঈদের দিন প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে।

শাহবাগ থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সচিবালয় সড়কে ঢুকতে চাইলে নিয়ম অনুযায়ী শ্রমিকদের বাধা দেওয়া হয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, পুলিশের ব্যারিকেড থেকে দূরে থাকতেই শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হয়েছেন। অল্প সময়ের মধ্যে আমরা তাঁদের  ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। পরে শ্রমিকরা যে যাঁর মতো চলে গেছেন।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

জামায়াত সেক্রেটারি পরওয়ারের দাবি

শেখ মুজিব কখনো চাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেখ মুজিব কখনো চাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক
মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শেখ মুজিবুর রহমান কখনো চাননি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হোক। তিনি দেশপ্রেমে নয়, ক্ষমতার মসনদে বসার লড়াই করেছেন। তিনি চেয়েছিলেন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। ৭ মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন, তাহলে ৭ মার্চ থেকে ২৩ মার্চ শেখ মুজিব পাকিস্তানি শাসকদের সঙ্গে আলোচনায় বসলেন কেন? এই প্রশ্নের জবাব আজও আওয়ামী লীগ জাতির সামনে দিতে পারেনি।

গতকাল বুধবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণ রাজনীতিবিদদের কাদা-ছোড়াছুড়ি পছন্দ করে না। কিছু কিছু দলকে এখন জামায়াতের বিরোধিতা করতে দেখা যায়। জামায়াতের বিরোধিতা করার আগে জামায়াতের অবদানের কথা স্মরণ করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, এ দেশে আমরা যারা ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করছি, তাদের এই দেশ ছেড়ে যাওয়ার কোনো জায়গা নেই। আমাদের চারদিকে আধিপত্যবাদী শক্তি, আরেক পাশে বঙ্গোপসাগর। ফলে আমাদের জীবন ও অস্তিত্বের প্রয়োজনে আমরা এ দেশকে ভালোবাসি। আমাদের ঈমান ও ইসলামের স্বার্থে এই দেশকে ভালোবাসি।

তাই ইসলামই মূলত স্বাধীনতার গ্যারান্টি।

তিনি বলেন, ভারত আমাদের এই দেশ নিয়ে স্বাধীনতার পর থেকেই ষড়যন্ত্রে লিপ্ত। এরই অংশ হিসেবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার মিশনে নেমেছে ভারত। যার কারণে তারা আমাদের দেশ নিয়ে তাদের মিডিয়ায় নানা রকম গুজব ছড়াচ্ছে এবং প্রচার ও প্রকাশ করছে।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী তাদের সঙ্গে থাকলে হয় সঙ্গী, আর সঙ্গে না থাকলে হয় জঙ্গি! যারা জামায়াতে ইসলামীকে স্বাধীনতাবিরোধী বলে, তাদের জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র পড়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ক্ষমতায় গিয়ে অনেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করার পরও জামায়াতে ইসলামী জাতীয় স্বার্থে সবকিছু ভুলে ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন করেছে। তিনি সব ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে সব দলকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, মতের অমত থাকতে পারে, কিন্তু দেশ ও জাতির স্বার্থে আমাদের এক হতে হবে।

নির্বাচন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর অবস্থান ব্যাখ্যা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে এবং গণহত্যার বিচার করে অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন দেবে, জামায়াতে ইসলামী তখনই নির্বাচনের জন্য প্রস্তুত। জামায়াত শুধু নিয়মরক্ষার একটি নির্বাচন চায় না উল্লেখ করে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন ও অধ্যাপক ড. আব্দুল মান্নান।

 

মন্তব্য
নাহিদ ইসলাম

কোনো দলকে ক্ষমতায় বসাতে সংস্কার ছাড়া নির্বাচন চাপিয়ে দিলে মানা হবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
কোনো দলকে ক্ষমতায় বসাতে সংস্কার ছাড়া নির্বাচন চাপিয়ে দিলে মানা হবে না
মো. নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তরের সংগ্রাম ও সাতচল্লিশের আজাদির লড়াইয়ের ভেতর দিয়ে আমরা যে স্বাধীন, সার্বভৌম এবং মানবিক মর্যাদাসম্পন্ন রাষ্ট্র পেতে চেয়েছিলাম তার একটি সুযোগ ও সম্ভাবনা চব্বিশের গণ-অভ্যুত্থানের পর তৈরি হয়েছে। তাই একাত্তরের স্বাধীনতা ও চব্বিশের স্বাধীনতা পরস্পরবিরোধী নয়।

সংস্কার ও বিচারবিহীন জাতীয় নির্বাচন দেওয়া হলে সেটি মেনে নেওয়া হবে না বলে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য যদি সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না।

গতকাল বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। এই বাংলাদেশের মানুষ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে স্বাধীনতা অর্জনের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায়বিচার ও অধিকারের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। যাতে সামনের দিনগুলোতে জনগণের আর রক্ত দিতে না হয়, আজকের দিনে এমনটাই আমাদের প্রত্যাশা।

৫ আগস্টের আগে ও পরে দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল সেই ঐক্যে কিছুটা ফাটল ধরেছে কি না জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি, জাতীয় ঐক্যের যে সুযোগ এবং ভিত্তি তৈরি হয়েছিল, আমরা এখনো সেই ভিত্তিতেই আছি।

এখন হয়তো বিভিন্ন দলের এজেন্ডা আলাদা হচ্ছে। তবে আমরা যদি চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই, দেশের স্বার্থ রক্ষা করতে চাই, তাহলে আমাদের একই পাটাতনে থেকে সামনের দিনে এগোতে হবে। যদি কেউ আমাদের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনগণের যে সংস্কার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা, তা থেকে সরে যায়, তাহলে অবশ্যই তাদের সঙ্গে আর ঐক্যের সুযোগ থাকবে না।

 

 

 

মন্তব্য
মির্জা আব্বাস

দ্বিতীয় স্বাধীনতা যাঁরা বলেন একাত্তরের স্বাধীনতায় তাঁদের ভূমিকা ছিল না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দ্বিতীয় স্বাধীনতা যাঁরা বলেন একাত্তরের স্বাধীনতায় তাঁদের ভূমিকা ছিল না
মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন করে স্বৈরাচার তাড়িয়ে স্বাধীনতার নতুন স্বাদ পেয়েছি। অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা। যাঁরা বলেন, তাঁরা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান, একাত্তরের স্বাধীনতায় তাঁদের কোনো ভূমিকা ছিল না। আমি বলব, তাঁরা যেন এখানেই বিরত থাকেন।

এই স্বাধীনতা দিবসকে যেন সম্মান জানান এবং সম্মান করেন।

গতকাল বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, প্রতিটি দলের নিজস্ব আদর্শিক জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে। এটা অনৈক্য বলা যাবে না।

এমন সময় যদি কখনো আসে, জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব। এখানে কোনো ভুল নেই।

জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কি নাএমন এক প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হবে। আমরা সেখানেই বিশ্বাস রাখতে চাই।

এখানে আমরা বিশ্বাসের পরিবর্তন করতে চাই না।

 

 

মন্তব্য
মির্জা ফখরুল

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট দ্রুত রোডম্যাপ দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট দ্রুত রোডম্যাপ দিন
মির্জা ফখরুল

ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবেপ্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্যকে অস্পষ্ট বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আবারও নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দাবি করেছেন। গতকাল বুধবার সকালে শেরেবাংলানগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেছেন, এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম বলেন, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে, এটি অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন... ছয় মাস সময়। সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি।

তিনি হতাশা প্রকাশ করে বলেন, এই বক্তব্যে নির্বাচনে কোনো রোডম্যাপের কথা বলা হয়নি। আমরা বারবার বলে আসছি যে স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন দিতে হবে। নইলে যে সংকট সৃষ্টি হচ্ছে তা কাটবে না।

বিএনপি মহাসচিব বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছি না।

বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত সংসদ ও সরকারের কথা বলছে। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকার অতিদ্রুত ন্যূনতম সংস্কার করে অর্থাৎ যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তা সম্পন্ন করে নির্বাচনের ঘোষণা দেবে।

সকাল সাড়ে ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।

প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে স্বাধীনতার ঘোষণায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উচ্চারণ না করায় হতাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আমরা আবারও চাই না, আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক।

প্রকৃত সত্য উদঘাটিত করে জনগণের যে আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমি বিশ্বাস করি।

বিএনপি মহাসচিব বলেন, আজকের এই দিনে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা গোটা জাতিকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং প্রত্যাশা করছি, অতি শিগগির আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের জন্য প্রাণ বিসর্জনকারীদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এই স্বাধীনতার জন্য আমাদের লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছে, আমাদের অসংখ্য মা-বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, কোটি মানুষ তাদের প্রিয়জন হারিয়েছে এবং অসংখ্য ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি।

এই সময়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমুখ নেতা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও আলাদাভাবে নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ