চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কিশোর-তরুণদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে প্রায় ১টা পর্যন্ত মনাকষা ইউনিয়নের মনাকষা বাজার এলাকায় সড়কে সংঘর্ষের সময় একটি পুলিশের গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও দোকানে হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১০-১২ জন আহত হয়। রাত ১টার পর শিবগঞ্জ থানার পুলিশ, অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।