ফেনীতে উদ্বোধন হলো জুলাই ২৪ শহীদ চত্বর

ফেনী প্রতিনিধি
ফেনী প্রতিনিধি
শেয়ার
ফেনীতে উদ্বোধন হলো জুলাই ২৪ শহীদ চত্বর
ছবি: কালের কণ্ঠ

জুলাই-আগস্ট এর গণঅভ্যুত্থানে গণহত্যায় ফেনীতে নিহতদের স্মরণে নির্মিত হয়েছে ‘জুলাই ২৪ শহীদ চত্বর’। ফেনী সদর হাসপাতালের সামনে চৌরাস্তা মোড়ে নির্মিত এই শহীদ চত্বরে ফেনীতে আন্দোলনে নিহত ১০ জনের স্মৃতিফলক স্থাপন করে ফেনী পৌরসভা।  

শহীদ চত্বরে ‘জেনারেশন জি’ (ZG) ইংরেজি বর্ণের মাঝে বাংলাদেশের সবুজ মানচিত্র শোভা পাচ্ছে। দৃষ্টিনন্দন এই চত্বরটি নির্মাণে প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে করেছে ফেনী পৌরসভা।

 স্বাধীনতা দিবসের দিন বিকেলে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। 

এ সময় পৌর পরিষদের প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, শহীদদের পরিবারের সদস্যবৃন্দ, আহত ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিপূর্বে এই চত্বরটি ‘শহীদ একরাম চত্বর’ নামে পরিচিত ছিল। ২০১৪ সালের নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও আগুনে পুড়িয়ে নিজ দলীয় লোকজন হত্যা করেছিল।

এ হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদের নামাজের সময় ইমামকে হত্যাচেষ্টা, আটক ১

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
ঈদের নামাজের সময় ইমামকে হত্যাচেষ্টা, আটক ১
সংগৃহীত ছবি

বরগুনার তালতলীতে ঈদের নামাজের সময় ইমাম ইমরান হোসেনকে হত্যাচেষ্টার অভিযোগে মাছুম নামের এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৩১ মার্চ) শারিকখালী ইউনিয়নের আঙ্গারপাড়া শিকদার বাড়ী জামে মসজিদের ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে।

মাছুম কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর গ্রামের সাইদুলের ছেলে। তিনি আলীর বন্দর এলাকার একটি মসজিদের ইমামতি ছেড়ে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানির গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছেন।

তালতলী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সুশান্ত জানান, মাসুম ও ইমরান এক সময় বন্ধু ছিল। পূর্ব শত্রুতার জেরে ইমরানের ওপর হামলা চালান মাছুম। ইমাম রুকুতে গেলে চাপাতি দিয়ে আঘাত করতে গেলে মাছুমকে চাপাতিসহ আটক করে মুসুল্লিরা। 

মাসুম বলেন, 'আমি আগে একটি মসজিদে ইমামতি করতাম।

গত বছর কোরবানি ঈদের সময় কুয়াকাটার একটা আবাসিক হোটেলে আমার প্রেমিকাকে নিয়ে যাই। এরপর টাকা আনার জন্য আমার বন্ধু ইমরানের কাছে প্রেমিকাকে রেখে আসি। এই সুযোগে ইমরান আমার প্রেমিকাকে বেইজ্জতি করেন।'

তিনি আরো বলেন, 'এলাকায় বিষয়টি জানাজানি হলে আমি এলাকা ছেড়ে ঢাকা চলে যাই এবং প্রতিশোধের নেওয়ার অপেক্ষায় থাকি।

এক হাজার টাকা দিয়ে ওই ছুরিটি তৈরি করে কুরিয়ারে তালতলী নিয়ে আসি। ইমরানের সন্ধান পেয়ে ঈদের দিনই তার ওপর আক্রমণ করার প্লান করি।' 

ওই মসজিদের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, 'নামাজের দ্বিতীয় রাকাতের সময় হামলাকারী একটি কার্টন থেকে আনুমানিক দুই ফুট লম্ভা একটি ছুরি বের করতে দেখে আমি নামাজ ছেড়ে তাকে ঝাপটে ধরি। এরপর নামাজ পড়তে আসা মুসল্লিদের সহায়তায় তাকে ধরে আটকে রাখি।'

সিকদার বাড়ি মসজিদের ইমাম ইমরান জানান, 'বরগুনার কেওড়াবুনিয়া মাদরাসায় পড়ার সময়ে মাছুম তার মোবাইল ফোন চুরি করেছিলেন।

তিনি ওই ঘটনায় তাকে অপমান করায় তার ওপরে ক্ষিপ্ত হয়ে আজকে এই ঘটনা ঘটান।'

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, মাছুমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিষয়ে মাছুমকে জিজ্ঞসাবাদ চলছে। ওই বিষয়ে আইনি কার্যক্রম চলমান।

মন্তব্য

ভাঙ্গায় গুচ্ছগ্রামের ২ ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
ভাঙ্গায় গুচ্ছগ্রামের ২ ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের ভাঙ্গায় গুচ্ছগ্রামের একটি পরিবারের বসতঘর ও রান্নাঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরে থাকা মূল্যবান সামগ্রীও পুড়ে যায়। অগ্নিকাণ্ডে গুচ্ছ গ্রামের  অন্য তিনটি বসত ঘরের টিনের চালাও আংশিক পুড়ে যায়।

আজ সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের কুমার নদের তীরে অবস্থিত গুচ্ছগ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে গুচ্ছ গ্রামের বাসিন্দা ইতি বেগমের ঘরে এই দুর্ঘটনা ঘটে। এতে ইতি বেগমের ঘরের আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়। 

আরো পড়ুন
কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসাকে সিনেমায় নেওয়া পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কুম্ভমেলায় ভাইরাল সেই মোনালিসাকে সিনেমায় নেওয়া পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চুলায় আগুন জ্বালিয়ে ইতি বেগম  তার বাচ্চাকে ঈদের জামাকাপড় পরেতে ঘরের ভেতরে গেলে রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। সে আগুনে ইতি বেগমের রান্নাঘর এবং বসতঘর পুড়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত গৃহবধূ ইতি বেগম বলেন, ‘ঘরে আগুন লাগার সময় আমি ঘরে ভেতরে আমার ছোট মেয়েকে ঈদের জামা কাপড় পরাতে আসি। আগুনের শিখা দেখে চিৎকার করি। তখন এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিস আসে।

ঘরে থাকা মালামাল কিছুই রক্ষা করতে পারিনি। আমার ২টি ঘর পুড়ে গেছে। এখন কোথায় থাকব?’

আরো পড়ুন
‘ক্যাশে এত কম টাকা রাখলেন কেন’, চুরির পর মালিককে চোরের কল

‘ক্যাশে এত কম টাকা রাখলেন কেন’, চুরির পর মালিককে চোরের কল

 

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গুচ্ছগ্রামের ৮৩ নম্বর বাসায় মাটির চুলা থেকে আগুন লাগে। খবর পেয়ে  আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। কিন্তু তার পূর্বেই আগুনে সবকিছু পুড়ে যায়।

 

মন্তব্য

হরিজন-দলিত সম্প্রদায়ের সঙ্গে এনসিপির ঈদ আনন্দ

উত্তরাঞ্চল প্রতিনিধি
উত্তরাঞ্চল প্রতিনিধি
শেয়ার
হরিজন-দলিত সম্প্রদায়ের সঙ্গে এনসিপির ঈদ আনন্দ
ছবি: কালের কণ্ঠ

হরিজন-দলিত সম্প্রদায়ের সঙ্গে ঈদের আনন্দকে ভাগাভাগি করতে ভিন্নধরনের সম্প্রতির আয়োজন করেছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি)। আজ সোমবার (৩১ মার্চ) কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাওয়ার হাইজ পাড়ার নিরন্তর ভালোবাসা শিশু শিক্ষা প্রাঙ্গণে এই সম্প্রদায়ের মানুষদের মিষ্টি ও সেমাই খাওয়ান দলটির নেতারা।

এসময় উপস্থিত ছিলেন এসসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক জয় বাসফোর, জাতীয় নাগরিক কমিটির কুড়িগ্রাম জেলা সংগঠক মুকুল মিয়াসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। 

ঈদ আনন্দ আয়োজনে শুভেচ্ছা বক্তব্যে ড. আতিক মুজাহিদ বলেন, ‘আমরা এখন বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত ঈদ পালন করছি।

এখন আর দেশের মানুষ ভয়ে নেই আতঙ্কে নেই। ইতিপূর্বে এ দেশে নানা ধরনের বৈষম্য হয়েছে। আর সব থেকে বেশি বৈষম্যের শিকার হয়েছে হরিজন ও দলিত সম্প্রদায়ের মানুষ। তাদেরকে নানাভাবে উন্নয়নের কথা বলে ব্যবহার করা হয়েছে।
কিন্তু বাস্তবিক অর্থে তাদের কোনো উন্নয়নই হয়নি। তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে দিনের পর দিন।’ 

এসময় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক জয় বাসফোর বলেন, ‘আমাদের দীর্ঘদিন ঘরে পিছিয়ে রাখা হয়েছে। আমরা বৈষম্যের শিকার।

আমরা বৈষম্যের বেড়াজালে বন্দি। আমরা দেশের নাগরিক হয়েও আমাদের অধিকার পাচ্ছি না। আমাদের পেছনে ফলে জাতি এগিয়ে যেতে পারবে না।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক কমিটির কুড়িগ্রাম জেলা সংগঠক মোজাম্মেল হক বাবু, আসাদুজ্জামান আসাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ প্রমুখ।

মন্তব্য

‘ক্যাশে এত কম টাকা রাখলেন কেন’, চুরির পর মালিককে চোরের কল

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
‘ক্যাশে এত কম টাকা রাখলেন কেন’, চুরির পর মালিককে চোরের কল
সংগৃহীত ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে একটি ফার্মেসিতে চুরির ঘটনা ঘটেছে। এদিকে চুরির পর ফার্মেসি মালিকের মোবাইল নম্বরে কল করে চুরির দায় স্বীকার করেছে চোরচক্রের সদস্যরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

গতকাল রবিবার (৩০ মার্চ) মধ্যরাতে উপজেলা শহরের হাসপাতাল সড়কের মল্লিক ফার্মেসিতে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন
শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব : উপদেষ্টা মাহফুজ

শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব : উপদেষ্টা মাহফুজ

 

ফার্মেসি মালিক হরেন্দ্রনাথ সাহা বলেন, ‘ভোরবেলার দিকে চোরচক্রের এক সদস্য আমার মোবাইলে কল করে বলে, দাদা আপনার ফার্মেসিতে আমরা চুরি করেছি। গতকাল তো কেনাবেচা অনেক করেছেন তো ক্যাশে এত টাকা রাখলেন কেন! একটু বেশি করে রাখতে পারেন না?’

তিনি আরো বলেন, ‘মোবাইলের কথা আমি বিশ্বাস করছিলাম না। পরে দোকানে এসে ওষুধসহ বেশকিছু জিনিসপত্র নিয়ে গেছে তারা।’

আরো পড়ুন
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করা বাংলাদেশের মানুষের গণদাবি : নাহিদ

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ করা বাংলাদেশের মানুষের গণদাবি : নাহিদ

 

এ বিষয়ে জানতে কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদারের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ