পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানা জরুরি। মিথ্যা তথ্যের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। গতকাল রবিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-তে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারের বিষয় ছিল ‘মিডিয়া ইন দ্য এজ অব মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন : চ্যালেঞ্জেস, রেসপনসিবিলিটিজ অ্যান্ড দ্য পাথ ফরোয়ার্ড ফর ডেভেলপমেন্ট।
সৈয়দা রিজওয়ানা হাসান
নতুন বাংলাদেশ গড়তে সঠিক তথ্য জানতে হবে
নিজস্ব প্রতিবেদক

রিজওয়ানা হাসান বলেন, গণমাধ্যমের দায়িত্ব সঠিক তথ্য তুলে ধরা। তবে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে সমাজে ভুল ধারণা তৈরি হচ্ছে।
পরিবেশ উপদেষ্টা বলেন, গণমাধ্যমের মালিকানা কাদের হাতে রয়েছে, সেটি বুঝতে হবে।
সেমিনারে আরো বক্তব্য দেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, ইউল্যাবের অধ্যাপক ড. দ্বীন মুহাম্মদ সুমন রহমান এবং অক্সফাম ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অশীষ দামলে প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
সম্পর্কিত খবর

সোনার দাম ভরিতে ১১৫৫ টাকা বেড়েছে
নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে সোনার দাম আরো বেড়েছে। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম এক হাজার ১৫৫ টাকা বেড়ে এক লাখ ৫৬ হাজার ৯৯ টাকা হয়েছে। আজ বুধবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে। গতকাল মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ মূল্যবৃদ্ধির তথ্য জানায়।

সংক্ষিপ্ত
স্বাধীনতা দিবস উপলক্ষে আজ জামায়াতের আলোচনাসভা
নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আজ বুধবার সকাল ১১টায় আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সভাটি দলটির মহানগরী দক্ষিণ কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহসংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। গতকাল মঙ্গলবার বিকেলে সচিবালয়ের তথ্য অধিদপ্তরে (পিআইডি) এই ওয়েবসাইটের (inauguration.julyuprising.com) উদ্বোধন করা হয়। তথ্য অধিদপ্তরের উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ‘সংবাদপত্রে প্রকাশিত জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ সময়ানুক্রমিকভাবে এই ওয়েবসাইটে উপস্থাপিত হয়েছে।
ওয়েবসাইট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য অধিদপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই ওয়েবসাইট থেকে গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

‘আওয়ামী লীগ’ ইসিতে নিবন্ধন চায়
নিজস্ব প্রতিবেদক

‘আওয়ামী লীগ’ নামে নতুন একটি দল নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে। নতুন এই দলের সভাপতি উজ্জ্বল রায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম নরেশ চন্দ্র রায়, মায়ের নাম পারুল রায়। আবেদনপত্রে এই পরিচয়ই দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবের কাছে করা আবেদনে উজ্জ্বল রায় উল্লেখ করেন, দলটির কেন্দ্রীয় কমিটি গঠন হয়েছে গত ২৪ মার্চ এবং এই কমিটির মেয়াদ শেষ ২০ এপ্রিল। কোন বছরের ২০ এপ্রিল তা উল্লেখ করা হয়নি। দলের প্রতীক চাওয়া হয়েছে নৌকা বা ইলিশ। দলের প্রধান কার্যালয়ের ঠিকানা বঙ্গবন্ধু এভিনিউ।
গত সোমবার আবেদনপত্র জমা দেওয়ার পর উজ্জ্বল রায় সংশ্লিষ্ট একজন নির্বাচন কর্মকর্তাকে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি প্রার্থী হতে চাই। আগে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।