আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত, এলো একগুচ্ছ নির্দেশনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত, এলো একগুচ্ছ নির্দেশনা
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজায় সংঘটিত বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের আয়োজনে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত অনুষ্ঠিত হবে। কর্মসূচি ঘিরে ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ বানানোর কাজ চলছে।

এদিকে গতকালের কর্মসূচি নিয়ে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে আয়োজক কমিটি। আজ শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যার পরে এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলের পক্ষ থেকে চলমান গণহত্যা ও জাতিগত নিধনের বিরুদ্ধে আজ বিশ্বের বিবেকবান মানুষ সোচ্চার।

ছয় শত কোটি মানুষের চোখের সামনে একটি ভূখণ্ডে প্রতিনিয়ত বেসামরিক নাগরিকদের ওপর চালানো হচ্ছে অবর্ণনীয় সহিংসতা—যেখানে নারী ও শিশুরাও রেহাই পাচ্ছে না। বিমান হামলায় ধ্বংস করে দেওয়া হচ্ছে ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ মৌলিক অবকাঠামো। অথচ ৫৭টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ওআইসি এবং তাদের রাজনৈতিক-অর্থনৈতিক শক্তিও এ মানবিক সংকট মোকাবেলায় এখনো সক্রিয় কোনো উদ্যোগ গ্রহণে ব্যর্থ।

এই প্রেক্ষাপটে, ইউরোপ-আমেরিকা সহ বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষেরা রাজপথে প্রতিবাদ জানাচ্ছেন।

বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের উদ্যোগে গাজায় চলমান নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে। এই ধারাবাহিকতার অংশ হিসেবে "প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ"-এর উদ্যোগে আগামীকাল শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে “মার্চ ফর গাজা” অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরো পড়ুন
আগামীকালের কর্মসূচি নিয়ে আহমাদুল্লাহর ৫ নির্দেশনা

আগামীকালের কর্মসূচি নিয়ে আহমাদুল্লাহর ৫ নির্দেশনা

 

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সকল রাজনৈতিক-অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মাওলানা খতিব আব্দুল মালেক ।

সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মার্চ ফর গাজায় আগতদের জন্য গেট ও রাস্তা ব্যবহারের নির্দেশনা দিয়েছে আয়োজক কমিটি। কর্মসূচি দুপুর ২টায় ৫ টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের সময় বিকাল ৩টা।

মার্চের পথ নির্দেশনা :

প্রথম প্রবেশপথ হবে বাংলামোটর। এই পথে আসা মানুষদের সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট (শাহবাগ হয়ে) ব্যবহার করতে বলা হয়েছে। দ্বিতীয় প্রবেশপথ কাকরাইল মোড়।

এই পথে আসাদের সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট (মৎস ভবন হয়ে) ব্যবহার করতে বলা হয়েছে। তৃতীয় প্রবেশপথ হবে জিরো পয়েন্ট। এই পথে আগতদের সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (দোয়েল চত্বর হয়ে) প্রবেশ করতে বলা হয়েছে। চতুর্থ প্রবেশপথ বখশীবাজার মোড়। এই পথে আগতদের সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেইট (শহীদ মিনার হয়ে) প্রবেশ করতে বলা হয়েছে। এছাড়া শেষ প্রবেশপথ হিসেবে নীলক্ষেত মোড় দিয়ে আগতদের সোহরাওয়ার্দী উদ্যানের টি এস সি গেইট (ভিসি চত্বর হয়ে) প্রবেশ করতে বলা হয়েছে।

এছাড়া বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, টিএসসি মেট্রো স্টেশন  এদিন বন্ধ থাকবে। সকল পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেয়ার অনুরোধ রইলো।

সাধারণ দিক নির্দেশনা:

অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন; যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন; আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন; রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন; শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে; দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।

আসুন, আমরা সবাই একত্রিত হই—মানবতার পক্ষে, মজলুমের পাশে। পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আগামী প্রজন্মকে জানান ফিলিস্তিনের মানুষের যন্ত্রণার কথা, যাতে তারা শিখে কীভাবে মানবতা ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

আশুলিয়ায় ঢাকা থাই অ্যালুমিনিয়াম কারখানার আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
আশুলিয়ায় ঢাকা থাই অ্যালুমিনিয়াম কারখানার আগুন

সাভারের আশুলিয়ায় ঢাকা থাই অ্যালুমিনিয়াম নামের এক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের বুড়িপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুন দ্রুত নিভিয়ে ফেলার কারণে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া। 

তিনি বলেন, ‘বিকেলে ঢাকা থাই অ্যালুমিনিয়াম কারখানায় আগুনের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ‌আমরা পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে কারখানাটিতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের ফুলকি থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

এ সময় তেল জাতীয় পদার্থের মধ্যে আগুনের ফুলকি পড়ায় এবং গ্যাসের কারণে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। পরে গ্যাস বন্ধ করে দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কর্তৃপক্ষ।’

এছাড়া আগুন দ্রুত নিভিয়ে ফেলার কারণে তেমন কোন ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

মন্তব্য

বাসে উঠলেই পকেটমার আতঙ্ক, রক্ষা মিলবে যেভাবে

ইমানুল সোহান
ইমানুল সোহান
শেয়ার
বাসে উঠলেই পকেটমার আতঙ্ক, রক্ষা মিলবে যেভাবে
সংগৃহীত ছবি

রাজধানীবাসীর যাতায়াতের অন্যতম মাধ্যম বলা যেতে পারে বাস। স্বল্প আয়ের থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ গন্তব্যে যেতে বাসের ওপর নির্ভর করে। কিন্তু সম্প্রতি বাসে বেড়েছে পকেটমারের দৌরাত্ম্য। প্রতিনিয়ত যাত্রীদের মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান জিনিস নানা কৌশলে হাতিয়ে নিচ্ছেন পকেটমারচক্র।

তাই পকেটমারদের হাত থেকে রক্ষা পেতে কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। এতে নিজের গুরুত্বপূর্ণ মোবাইল ও মানিব্যাগটি খোয়া যাওয়া থেকে রক্ষা মিলবে। পকেটমাররা বাসে ভিড় থাকলে সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করে।

কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে পকেটমার হাত থেকে রক্ষা মিলতে পারে : 

১. বাসা থেকে বাসে করে কোথাও যাওয়ার আগে সঙ্গে করে ব্যাগ রাখতে পারেন।

বাসে ওঠার আগে যথাসম্ভব ব্যাগে মোবাইল ও মানিব্যাগটি রাখা যেতে পারে। এতে পকেটমার হাত থেকে রক্ষা মিলতে পারে।

২. বাসে ওঠার আগে যথাসম্ভব খুচরা টাকা সঙ্গে রাখা। কারণ মানিব্যাগ বের করা এবং টাকা দেওয়ার সময় পকেটমার অনেককে টার্গেট করে থাকে।

তাই খুচরা টাকা রাখাটাই ভালো।

৩. বাসের জানালার কাছে বসে মোবাইল ফোন ব্যবহার না করাই উত্তম। কারণ জ্যামে বাস দাঁড়িয়ে থাকার সময় পকেটমাররা সুযোগ বুঝে মোবাইল টান দেন।

৪. বাস থেকে নামার সময় যথাসম্ভব মোবাইল ও মানিব্যাগটি ব্যাগে রাখা।  এতে ভিড়ে পকেটমার থেকে রক্ষা মিলবে।

 

৫. গন্তব্য অনুযায়ী বাস ফাঁকা হতে থাকলে পেছনের সিট থেকে সামনের সিটে যেতে পারেন। কারণ ফাঁকা বাসের পেছনের সিটগুলোতে পকেটমাররা টার্গেট করে থাকে।

রাজধানীতে বাসে চলাচলকারীরা এসব নিয়ম মানলে পকেটমার থেকে রেহাই মিলতে পারে।

প্রাসঙ্গিক
মন্তব্য

আশুলিয়ায় ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে তাঁতী লীগ নেতা গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
আশুলিয়ায় ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে তাঁতী লীগ নেতা গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

সাভারের আশুলিয়ার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলায় আনোয়ার আলী নামের এক তাঁতী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

এর আগে সোমবার ভোর রাতে টাঙ্গাইলের ঘাটাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আনোয়ার আলী (৫২) ঢাকা জেলার আশুলিয়া থানার গাজীরচট বুড়ির বাজার এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

তিনি আশুলিয়া থানা তাঁতী লীগের উপদপ্তর সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে টাঙ্গাইলের ঘাঁটাইল থানা এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার আলিকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হাসান বলেন, ‘ছাত্র-জনতা হত্যায় মামলায় গ্রেপ্তারকৃত আনোয়ার আলীতে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

মিরপুর প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মিরপুর প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান
ছবি : কালের কণ্ঠ

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এই অভিযান পরিচালনা করেন। 

আরো পড়ুন
চল্লিশের পরেও থাকবে যৌবন, ছাড়তে হবে যে ৫ অভ্যাস

চল্লিশের পরেও থাকবে যৌবন, ছাড়তে হবে যে ৫ অভ্যাস

 

অভিযানে মিরপুর প্যারিস মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়।

 

অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, ‘আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোনো সুযোগ নেই। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ