টাঙ্গাইলের মির্জাপুরে সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষী ঐতিহ্য চড়কপূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার সাহাপাড়া মাঠে ও পুষ্টকামুরী পশ্চিমপাড়ায় লৌহজং নদীর তীরে এই ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়।
সাহাপাড়া মাঠে তিনজন সন্ন্যাসী (ভক্ত) পিঠে বড়শি গেঁথে চড়ক ঘোরান। এদের মধ্যে দুলাল সরকার (১৯/২০ বছর ধরে), তার ছোট ভাই প্রদীপ সরকার (১৫ বছর) এবং কানাই সূত্রধর (২ বছর) এই রীতি পালন করছেন।
পূজার আগে তারা ভক্তদের কাছ থেকে মানত হিসেবে কলা, আম ও বাতাসা সংগ্রহ করেন।
চড়ক ঘোরানোর সময় সন্ন্যাসীরা হাতের লাল থলি থেকে প্রসাদ ছিটিয়ে দেন, যা দর্শনার্থীরা সংগ্রহ করেন। অনেকের বিশ্বাস, এই প্রসাদ খেলে রোগমুক্তি ও সন্তানলাভ সম্ভব। মাইফুল ইসলাম নামে এক দর্শক বলেন, সন্তান না হওয়ায় বোনের জন্য সন্ন্যাসীর কামড় দেওয়া আম এনেছি।
পুষ্টকামুরী এলাকায় কৃষ্ণ রাজবংশী দশমবারের মতো চড়ক ঘোরেন। আয়োজক ভীম কুমার রাজবংশী জানান, পূর্বপুরুষদের রীতি অনুসরণ করে তারা এই পূজা চালু রেখেছেন।
স্থানীয় আয়োজক ঝন্টু সরকার বলেন, মহাদেবের পূজা ও আরাধনার অংশ হিসেবে প্রতিবছর এই অনুষ্ঠান হয়।
প্রদীপ সরকার বলেন, পুণ্যলাভের আশায় আমরা এই কষ্ট সহ্য করি।
আমাদের পরিবার তিন প্রজন্ম ধরে এই ঐতিহ্য ধরে রেখেছে।
পূজাকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন মন্দিরে হরগৌরী নৃত্য ও শিবের গাজন অনুষ্ঠিত হয়। এলাকায় একদিনের মেলাও বসে এই উপলক্ষে।