বাইসাইকেলে বাগেরহাটের শরণখোলা ঘুরে গেলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস। দূতাবাসের আরো তিন সফরসঙ্গীসহ বরিশাল থেকে বাইসাইকেল চালিয়ে গত শুক্রবার সন্ধ্যায় শরণখোলায় আসেন তিনি।
উপজেলার রায়েন্দা ইউনিয়নের কদমতলা রোডে অবস্থিত ‘অগ্রদূত ফাউন্ডেশন’-এর গেস্টহাউসে রাত্রিযাপন শেষে গতকাল মোংলার উদ্দেশে যাত্রা করেন তিনি। রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেনস বাইসাইকেলে শরণখোলা উপজেলার রায়েন্দা থেকে আমড়াগাছিয়া, পহলানবাড়ী এবং মোরেলগঞ্জের পল্লীমঙ্গল বাজার ও কেয়ার বাজার হয়ে মোংলার জয়মণি যান।