<p>ওয়েস্ট ইন্ডিজে ঐতিহাসিক এক সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের ধবলধোলাই করেছেন লিটন দাস-জাকের আলীে অনিকরা। সিরিজ শেষে কয়েক ধাপে বীরের বেশে ফিরছেনে বাংলাদেশের ক্রিকেটাররা।</p> <p>প্রথম ধাপে কয়েক জন ক্রিকেটারের সঙ্গে ফিরেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ মাধ্যমকে সিরিজ জয়ের গল্প শুনিয়েছেন তিনি। তবে এই ধারাটা অব্যাহত রাখতে দলের একটা স্টেজে আসা প্রয়োজন বলে মনে করেন তিনি। তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টি জিতলেও আমাদের দুর্বলতা রয়েছে। অনেক জায়গা আছে, যেগুলো দ্রুতই উন্নতি করতে হবে। আমার মনে হয় না খুব বেশি সময় নেওয়া উচিত। কারণ অপেক্ষা করতে করতে অনেক দিন পেরিয়ে যায়। আমরা এত বছর ক্রিকেট খেলার পর আমাদের একটা স্টেজে আসা উচিত, যেখানে আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলব। সেটার জন্য আমাদের যে জায়গাগুলো দেখা দরকার, সেগুলো তাড়াতাড়ি দেখব।’</p> <p>চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশের আর কোনো ওয়ানডে সিরিজ নেই। ১৯ ফেব্রুয়ারি শুরু হতে টুর্নামেন্ট নিয়ে অবশ্য এখনই চিন্তা করছেন না সালাউদ্দিন। তার মতে, আইসিসির টুর্নামেন্ট নিয়ে নয়, সিরিজ ধরে ধরে ক্রিকেটারদের উন্নতি প্রয়োজন। তিনি বলেছেন, ‘জানি না আপনারা সবাই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ব্যস্ত আছেন কেন? আমার মনে হয় প্রতিটা সিরিজেই যেন ছেলেরা উন্নতি করতে পারে, সেটাই আমাদের জন্য বড় ব্যাপার হবে। যে সিরিজে আমাদের মনে হয় অনেক কিছুই ছিল না, তবে আমার মনে হয় ছেলেরা ভালোই খেলেছে। আরও ভালো হয়তো হতে পারত। সেখান থেকে যতটুকু করেছে, একটা নতুন দল বা নতুন গোছানো দল হিসেবে তারা যথেষ্ট ভালো করেছে।’</p>