<p>ঢাকাসহ দেশের চার বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আগামীকাল সোমবার। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সারা দেশেই। আবহাওয়াবিদরা বলছেন, আগামী বুধবার পর্যন্ত তাপমাত্রা দেশের কোথাও কিছুটা বাড়তে পারে, কোথাও কমতে পারে। তবে ডিসেম্বরের শেষ দিকে সারা দেশে তাপমাত্রা কমে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে।    </p> <p>এদিকে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপে ও পরে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশে যেরকম বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছিল তা হয়নি।</p> <p>তবে আগামী মঙ্গলবার সন্ধ্যার পর বা বুধবার দেশের কিছু অঞ্চলে বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা এখনো রয়েছে বলে জানান আবহাওয়াবিদরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৫ নেতা বহিষ্কার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734880458-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৫ নেতা বহিষ্কার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/12/22/1460202" target="_blank"> </a></div> </div> <p>আগামী কিছুদিনের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ডিসেম্বরের বাকি দিনগুলোতে তাপমাত্রার বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। ২৪ ও ২৫ ডিসেম্বর (মঙ্গল ও বুধবার) বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতেও পারে, না-ও হতে পারে।’</p> <p>শাহীনুল ইসলাম জানান, ২৫ ডিসেম্বরের পর সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু কিছু জেলার ওপর দিয়ে বিক্ষিপ্তভাবে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এবার জানুয়ারি মাসে শীতের তীব্রতা কিছুটা বেশি থাকতে পারে বলেও জানান তিনি। শৈত্যপ্রবাহও বিস্তৃত পরিসরে হতে পারে জানুয়ারিতে। </p> <p>এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল সোমবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সারা দেশেই কিছুটা কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।</p> <p>আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, আজ রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৪ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস।</p>