শীতে পানি পানের নিয়ম-কানুন
শীতে তৃষ্ণা কম লাগে বলে অনেকেই পানি কম খান। ঠাণ্ডার ভয়েও অনেকে পানি কম খান। অপর্যাপ্ত পানি পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে উপায়? জানালেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শম্পা শারমিন খান। লিখেছেন তানজিনা আকতারী
সম্পর্কিত খবর