<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্বশত্রুতার জেরে রুহুল আমিন রুবেল নামের এক পুলিশ সদস্যকে গুলি করে পানিতে ফেলে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের কনস্টেবল রুহুল (৩৮) গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের আধারমানিক গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থানায় কর্মরত। ছুটি কাটাতে তিনি বাড়িতে এসেছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনার প্রত্যক্ষদর্শী রুহুল আমিনের বাবা আব্দুল হক জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী চুন্নুর পরিবারের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে রুহুল আমিন বাড়ির পাশের মাচায় বসে ছিলেন। এ সময় চুন্নু, তার ছোট ভাই মানিক, বাবু, আওয়ামী লীগ নেতা ইমামপুর গ্রামের তাইফুরসহ আরো কয়েকজন রুহুলের ওপর হামলা চালায়। প্রথমে তাঁকে লাঠি দিয়ে পেটানো হয়। এরপর তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। দুটি গুলি তাঁর গায়ে লাগে। পরে তাঁকে পুকুরের পানিতে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। তাঁকে উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুলিবিদ্ধ অবস্থায় রুহুলকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয় জানিয়ে সেখানকার দায়িত্বরত চিকিৎসক ডা. সাদ করিম বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে গজারিয়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে এ রকম কোনো খবর আমার কাছে নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>