<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকা থেকে তালিকাভুক্ত ছয় চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। সংশ্লিষ্ট আইনে মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইএসপিআর জানায়, গত শনিবার রাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন ইউনিট মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত চাঁদাবাজ আলমগীর ও তাঁর পাঁচ সহযোগীকে আটক করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আলমগীর ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে নবোদয় হাউজিং এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে বসিলা সেনা ক্যাম্প থেকে সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করেন।</span></span></span></span></p> <p> </p>