<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইফোন কেনার অর্থ সংগ্রহ করতেই ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছিল তিন ডাকাত। মূলত মানুষের আবেগকে কাজে লাগিয়ে সহানুভূতি পেতে কিডনি রোগীর চিকিৎসার গল্প সাজিয়েছিল তারা। আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে এ তথ্য জানিয়েছে পুলিশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছিল, কিডনি রোগীর চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য তারা ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। তবে পুলিশের তদন্তে এই দাবির কোনো সত্যতা মেলেনি। মূলত মানুষের সহানুভূতি অর্জনের জন্য তারা এমন স্পর্শকাতর গল্প সাজিয়েছিল। পরে নিবিড় জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তাদের মূল লক্ষ্য ছিল আইফোন কেনার জন্য অর্থ সংগ্রহ করা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকা পুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে কর্মরত ১০ ব্যাংক কর্মকর্তা এবং ছয়জন গ্রাহককে অস্ত্রের (খেলনা পিস্তল) মুখে জিম্মি করে ব্যাংকের কাউন্টার থেকে ১৮ লাখ টাকা লুট করে ডাকাতদল। পরে এ ঘটনায় তিনজন ডাকাত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার তাদের আদালতে হাজির করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ জানায়, এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তিনজনের বিরুদ্ধে রূপালী ব্যাংকের ওই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা তারেক মাহমুদ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। গত শুক্রবার আসামি লিয়ন মোল্লা ওরফে নীরবকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত নীরবের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া গত শুক্রবার বাকি দুই কিশোরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাদের গাজীপুরে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জিজ্ঞাসাবাদে নীরব পুলিশকে জানিয়েছে, কেরানীগঞ্জের খালপাড় এলাকার একটি খেলার মাঠে দুই কিশোরের সঙ্গে তার পরিচয় হয়। সে পরে ব্যাংক ডাকাতির পরিকল্পনা দুই কিশোরকে জানায় এবং সফল হলে তাদের আইফোন কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যার পরিপ্রেক্ষিতে তারা প্রায় এক সপ্তাহ ধরে ব্যাংক এবং আশপাশের এলাকা পর্যবেক্ষণ করে। ডাকাতিতে ব্যবহারের উদ্দেশ্যে নীরব কেরানীগঞ্জের কালীগঞ্জ বাজার থেকে খেলনা পিস্তল ও চাকু কেনে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দুপুরে তারা ওই ব্যাংকে ঢুকে ডাকাতির চেষ্টা করে।</span></span></span></span></p> <p> </p>