<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বনানীর কে-ব্লক বস্তিতে আগুনের খবর পেয়ে এক ঘণ্টার প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা। গতকাল সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোরে বনানীর কে-ব্লকের ২২ নম্বর সড়কের বস্তিতে আগুন লাগার সংবাদ পাই। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৫টা ৪১ মিনিটে। পরে পর্যায়ক্রমে বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি আরো জানান, প্রথমে আগুন নিয়ন্ত্রণে এলেও তা পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়েছে সকাল সাড়ে ৮টায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে গত শুক্রবার উত্তরার লাভলিংক রেস্টুরেন্টে লাগা আগুনে রুমান আহমেদের (১৮) শরীরের ৮ শতাংশ এবং মাহবুব মিয়ার (১৯) শরীরের ৭ শতাংশ দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। অন্যদিকে শিখা (২২) নামের অপর একজন আহত অবস্থায় চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন।</span></span></span></span></span></p>