<p>এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন। এরপর কাজ করেছেন টেলিভিশন নাটকে। কিন্তু বর্তমানে টিভি নাটকে তাকে খুব একটা পাওয়া যাচ্ছে না। শুধু বিশেষ দিবসের নাটকেই টিভিতে তার দেখা মেলে। সম্প্রতি নতুন একটি নাটকের কাজ করছেন অহনা। এতে যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী। ‘বন্দি’ শিরোনামে নাটকটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে।</p> <p>নাটকটি নিয়ে অহনা রহমান বলেন, ‘আমি এমন কিছু নাটকে কাজ করতে চাই। যেন কিছু মানুষ হলেও যুক্ত থাকতে পারে। মানুষের হৃদয় ছুঁয়ে যায়। ঠিক তেমনি একটি গল্প বন্দি। গল্পটি একদমই ভিন্ন ঘরানার। এটাকে লাভ স্টোরি, সেড স্টোরি, একই সঙ্গে অতিরিক্ত সন্দেহ একজন মানুষের জীবনে কতটা কাল নেমে আসতে পারে তুলে ধরা হয়েছে। একজন মানুষ যখন কারও কাছে আশ্রয়ের জন্য যায়। আর সেই আশ্রয়ের জায়গাটা দুর্বল হয়ে পড়ে। সেই মেয়েটির কতটা খারাপ লাগে। পরিণতিতে একজন মানুষের জীবন কোথায় গিয়ে দাঁড়ায়। সেটি দর্শকরা দেখতে পারেন। একটি সামাজিক বার্তা পাবেন সবাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="গিটার বাজাতে বাজাতেই মারা গেলেন পিকলু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734760342-0515346cf6185add760b204dcdf563c3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>গিটার বাজাতে বাজাতেই মারা গেলেন পিকলু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/21/1459763" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="অনেক প্রস্তাব আসে, তবে আগ্রহী নই" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734756424-0d2142664b07353bca73fbc654e84dbc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>অনেক প্রস্তাব আসে, তবে আগ্রহী নই</p> </div> </div> </div> <p><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/21/1459747" target="_blank"> </a></p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকায় রাহাত ফাতেহ আলী খান, মঞ্চ মাতাবেন রাতে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734763172-1e3282e896b330f93e1dadb680bcad4e.jpeg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকায় রাহাত ফাতেহ আলী খান, মঞ্চ মাতাবেন রাতে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/21/1459769" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>নাটকটিতে অহনার সঙ্গে অভিনয় করছেন সম্ভাবনাময়ী অভিনেতা আবু হুয়ায়রা তানভীর। তানভীরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি সহশিল্পী হিসেবে এমন কাউকেই সব সময় চাই, যার অভিনয় ভালো। তানভীর এই সময়ে দারুণ অভিনয় করছে। ওর সঙ্গে আমার প্রথম কাজ। সুন্দর অভিনয় করে সে।’</p> <p>জিয়া উদ্দিনের নির্মাণে নাটকটিতে তানভীর ছাড়াও অভিনয় করেছেন বাসার বাপ্পী, সাবিনা রনি, মেঘদূত বিপ্লব, রিয়াদ তালুকদারসহ অনেকে। রচনা করেছেন আসাদুজ্জামান সোহাগ। চিত্রগ্রহণে ছিলেন সাখাওয়াত হোসাইন সাকিব। আসছে ভালোবাসা দিবসে মিনারা ফিল্মের ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।</p>