<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে এক তরুণকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। শিকলবন্দির তিন দিন পর গতকাল মঙ্গলবার রাতে নগরের রসুলপুর চর থেকে তাঁকে উদ্ধার করা হয়। ঘোড়া চুরির অভিযোগে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া তরুণের নাম মো. তাসীন (১৯)। তিনি নগরের কলাপট্টি এলাকায় বসবাস করেন। তাঁর মা-বাবা কেউ বেঁচে নেই। তাসীনকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উদ্ধার করা হলেও বাড়ির মালিক মাসুদ সরদার পলাতক রয়েছেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা কীর্তনখোলা নদীর রসুলপুর চরে মাদক উদ্ধারে অভিযান চালান। কিন্তু মাদকের পরিবর্তে তাঁরা চরের বাসিন্দা মাসুদ সরদারের ঘরে তালাবন্দি অবস্থায় পায়ে শিকলে বেঁধে রাখা তাসীনকে দেখতে পান।</span></span></span></span></span></p>