<p>ঢাকার কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতদলের মধ্যে তিন ডাকাত আত্মসমর্পণ করে বলে জানিয়েছে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত র‌্যাব কর্মকর্তা খালিদ।</p> <p>তিনি বলেন, ‘ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’</p> <p>তবে তাৎক্ষণিক তাদের পরিচয় সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কিছুই জানানো হয়নি। জিম্মিদের উদ্ধার করতে ব্যাংকের ভেতরে প্রবেশ করেছেন যৌথ বাহিনীর সদস্যরা।</p> <p>র‌্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রুপালি ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা তিন ডাকাত তিনটি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডাকাতের সঙ্গে কথা হয়েছে পুলিশের, তাদের দাবি ‘সেফ এক্সিট’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734608281-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডাকাতের সঙ্গে কথা হয়েছে পুলিশের, তাদের দাবি ‘সেফ এক্সিট’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/19/1459185" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। তবে ডাকাতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েক শ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে।</p>