<p>মধ্যনগর উপজেলার কালের কণ্ঠের প্রতিনিধি আল আমিন আহমেদ সালমান (২৭) হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মধ্যবাজারের একটি চায়ের দোকানে এসে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পী হাসান (৩২) ও উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন (৪২) তাকে মারধর করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৫ জানুয়ারির মধ্যে হজ প্যাকেজের বাকি টাকা জমা দিতে হবে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734617839-6fb35d1f2f417620ce617ec96d261344.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৫ জানুয়ারির মধ্যে হজ প্যাকেজের বাকি টাকা জমা দিতে হবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/19/1459230" target="_blank"> </a></div> </div> <p>ধর্মপাশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক আল আমিন আহমেদ সালমান বলেন, ‘৯ অক্টোবর কালের কণ্ঠ পত্রিকায় মধ্যনগরে বেপরোয়া চোরাচালানচক্রের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি। নিউজটি প্রকাশের জেরে আমি মারধরের শিকার হয়েছি।’</p> <p>মারধরের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে ছাত্রদল ও যুবদলের ওই দুই নেতা বলেন, ‘সাংবাদিকদের বলেছি, জেনে-বুঝে নিউজ করার জন্য। এ নিয়ে শুধু কথা-কাটাকাটি হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসতে দেব না : ফয়জুল করীম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734616885-30e62fddc14c05988b44e7c02788e187.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসতে দেব না : ফয়জুল করীম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/19/1459227" target="_blank"> </a></div> </div> <p>জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত বলেন, ‘সাংবাদিকদের ওপর সত্যি এভাবে হামলা হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’</p> <p>মধ্যনগর থানার ওসি সজীব রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’</p>