মাদককাণ্ডে ফেঁসে যাচ্ছেন শীর্ষ তিন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
মাদককাণ্ডে ফেঁসে যাচ্ছেন শীর্ষ তিন অভিনেত্রী
মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিনা তিশা ও সাফা কবির

মাদক কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা এবং সংগীত শিল্পী সুনিধি নায়েকের। মাদক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তারকাদের সংযোগ থাকার প্রমাণ।

সংবাদমাধ্যমকে সূত্র জানিয়েছে, মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরেবেরিয়ে আসে সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম। রয়েছে তথ্য-প্রমাণাদি।

একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন
ভয়ংকর মাদকে আসক্ত তিশা-টয়া-সাফা ও সুনিধি, সাংকেতিক অক্ষরে চলে কেনাবেচা

ভয়ংকর মাদকে আসক্ত তিশা-টয়া-সাফা ও সুনিধি, সাংকেতিক অক্ষরে চলে কেনাবেচা

 
আরো পড়ুন
১৫ মিনিটের মিটিংয়ের পর নির্মাণ হয় ‘বরবাদ’ : শাকিব খান

১৫ মিনিটের মিটিংয়ের পর নির্মাণ হয় ‘বরবাদ’ : শাকিব খান

 

নারকোটিক্স বলছে, মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দীপের ওপর বিশেষ নজরদারি করা হয়। দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণের ধারাবাহিকতায় ১৭ অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার হন দীপ।

এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সিসা, এমডিএমএ, এলএসডি ও কুসসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়। পরে নারকোটিক্সের একটি বিশেষায়িত টিম দীপকে ২ দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে। 

তদন্ত সংশ্লিষ্টরা জানান, মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারোক্তির একপর্যায়ে দীপের মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয়। এতে জনপ্রিয় কয়েকজন অভিনেত্রীর মাদক সম্পৃক্ততার তথ্য মেলে।

এমনকি তাদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডারসংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ডও পাওয়া যায়।

গণমাধ্যমের হাতে আসা কয়েকটি চ্যাটিং রেকর্ডে দেখা যায়, ২৩ এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে ৩টি এমডিএমএ অর্ডার দেন। এজন্য দীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লেখেন ‘ই’ দিতে পারবা আমাকে ৩টা।’ পালটা বার্তায় দীপ লেখেন দাঁড়াও বলি। সাফা লেখেন ‘ওকে’।

এরপর দীপ লেখেন কিভাবে নিবা? যাওয়ার পথে? সাফা লেখেন ‘আমি চেষ্টা করব।’ এছাড়া ৫ সেপ্টেম্বর আরেক চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া। তিনিও সাংকেতিক ভাষায় লেখেন ‘ই’ লাগবে ৫টা। ফিরতি বার্তায় দীপ লেখেন ‘ফর বাংলা ফ্রুট?’ (সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত প্রাইভেট পার্টি)। এরপর টয়া লেখেন ‘ইয়াপ (ইয়েস)।’

সূত্র জানায়, বর্তমানে রাজধানীর গুলশান এবং বনানীকেন্দ্রিক ধণাঢ্য পরিবারের সন্তানদের অনেকেই এমডিএম, এলএসডি এবং কুশ নামের উচ্চ আসক্তি সম্পন্ন মাদকের দিকে ঝুঁকছে। চোরাইপথে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা এবং থাইল্যান্ডসহ আরও বেশ কয়েকটি দেশ থেকে এসব মাদকের চালান আসছে। স্ল্যাপচ্যাট, মেসেঞ্জার বা হোয়্যাটসঅ্যাপ গ্রুপে এগুলো বিক্রি করা হয়। গোপনীয়তার জন্য বিভিন্ন সাংকেতিক নামে এসব মাদক বিক্রি করা হয়ে থাকে। যেমন এমডিএম ‘ই’ নামে, এলএসডি ‘এসিড’ এবং এক ধরনের তরল গাঁজা টিএসসি নামে কেনাবেচা হয়। ইলেকট্রিক সিগারেটের মতো ভেপ আকারে তরল গাঁজা সেবন করা হয়।

এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা নারকোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন সংবাদমাধ্যমকে বলেন, দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। এ বিষয়ে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

হাসপাতাল থেকে হিনার আবেগঘন পোস্ট, চিন্তিত ভক্তরা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
হাসপাতাল থেকে হিনার আবেগঘন পোস্ট, চিন্তিত ভক্তরা
সংগৃহীত ছবি

স্তন ক্যান্সারের তৃতীয় স্টেজে রয়েছেন অভিনেত্রী হিনা খান। চলছে চিকিৎসা। মাঝেমধ্যেই হাসপাতাল থেকে চিকিৎসার বিভিন্ন ছবি সোশ্যালে শেয়ার করেন তিনি। এবার ফের হাসপাতালের বিছানা থেকে একটি ছবি শেয়ার করে মনের কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

যেখানে তাকে খুব আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেছে। তাকে সেই অবস্থায় দেখে চিন্তিত ভক্তরা। কী লেখা আছে হিনার পোস্টে?

হিনা লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের মধ্যে কেউ কেউ জীবনকে গভীরভাবে উপভোগ করার জন্য তৈরি। আমরা সূর্যাস্ত দেখি না, আমরা শুধুই অনুভব করি।

আমরা ছোট ছোট বিষয়ে আবেগপ্রবণ হয়ে পড়ি। যখন অন্যরা কাঁদে, আমরাও কাঁদি এবং আমার মনে হয়, এটিই মানুষের মধ্যে সবচেয়ে ভালো বিষয়।’

হিনার কথায়, তিনি জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তাই তিনি খুবই আবেগপ্রবণ এবং অন্যদের কষ্ট অনুভব করেন।

তাদের কাঁদতে দেখে নিজেও কাঁদেন।

সম্প্রতি ফারাহ খানের ইউটিউব চ্যানেলে অভিনেত্রি হিনা জানান, তার চিকিৎসা খুব ভালো হচ্ছে এবং শিগগিরই তিনি কাজে ফিরবেন। 

একই সঙ্গে হিনা জানান, আগামীতে তিনি সিনেমা, সিরিয়াল এবং ওয়েব সিরিজেও কাজ করবেন। যা তিনি ক্যান্সারের কারণে করতে পারেননি। হিনার ভক্তরাও সেই কথা জেনে খুশি।

মন্তব্য

উদিত নারায়ণকে দেখলেই চুমু চাইছেন আলোকচিত্রীরা!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
উদিত নারায়ণকে দেখলেই চুমু চাইছেন আলোকচিত্রীরা!
সংগৃহীত ছবি

গানের অনুষ্ঠানে হাজির হয়ে এক নারী ভক্তকে লিপ কিস করে তুমুল সমালোচনার মুখে পড়েন উদিত নারায়ণ। এরপর একই কাণ্ডে পর পর দুটি ভিডিও ভাইরাল গায়কের। তার পর থেকে তুমুল সমালোচনার পাশাপাশি গায়ককে নিয়ে চলছে রসিকতা। এবার একটি অনুষ্ঠানে পৌঁছাতেই গায়কের কাছে উড়ে এলো চুম্বনের আবদার।

এই বিতর্কের মধ্যেই মুম্বাইয়ে ‘দ্য রোশনস’ সিরিজের সাফল্যের উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উদিত নারায়ণ। সেখানে তাকে দেখামাত্রই রসিকতা শুরু করেন আলোকচিত্রীরা। 

তারা গায়কের উদ্দেশে বলে বসেন, ‘স্যার, এক কিস হো যায়ে (উদিতজি একটা চুমু হয়ে যাক)।’ প্রত্যুত্তরে গায়ক কেবল হেসে চলে যান।

এই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তার পর নেটাগরিকরাও দ্রুত প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন।

একজন ব্যঙ্গ করে মন্তব্য করেন, ‘খুব মজার মনে হচ্ছে! ততক্ষণই মজা, যতক্ষণ না উনি কোনো আলোকচিত্রীকে ধরে চুমু দিচ্ছেন!’ যদিও চুমুকাণ্ডের পর উদিত নিজেই জানিয়েছেন, কেউ ইচ্ছাকৃত তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। তবে এ সবে কিছু যায়-আসে না, উল্টো তার জনপ্রিয়তাই বাড়ছে।

মন্তব্য

সোশ্যাল মিডিয়ায় এখন রুচির দুর্ভিক্ষ চলছে : বাপ্পী চৌধুরী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
সোশ্যাল মিডিয়ায় এখন রুচির দুর্ভিক্ষ চলছে : বাপ্পী চৌধুরী
সংগৃহীত ছবি

কাজের বাইরে সেভাবে খুব একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সিনেমার বাইরে অন্য কোনো ইস্যুতে পোস্ট দিয়ে নিজের মতামত প্রকাশ করতে পছন্দ করেন না তিনি।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক প্রফাইলে অনেকটা ক্ষোভ ঝেড়ে একটি পোস্ট দেন এই নায়ক। সেখানে তিনি লিখেছেন, ‘ফেসবুকটা হয়ে গেসে এখন ফকি… আড্ডাখানা।

মনিটাইজেশন অফ করে দিলে এসব বস্তিদের বস্তিগিরি হয়তো কম দেখা লাগত।’

ফেসবুকে এক নারী উদ্যোক্তা এবং বিতর্কিত ব্র্যান্ড প্রমোটারের মধ্যে তুমুল বাগবিতণ্ডা চলছে। তারা পরস্পরকে নানাভাবে দোষারোপ করছেন। তাদের এই কর্মকাণ্ডে নেটিজনরাও ভীষণ বিরক্ত।

এর মধ্যে নারী উদ্যোক্তা চুপ হয়ে গেলেও ব্র্যান্ড প্রমোটার ইউটিউবারদের ডেকে বিভিন্ন অভিযোগ প্রকাশ করে পুনরায় বিতর্ক উসকে দিয়েছেন! নেটিজেনরা ধারণা করছেন, তাদের ইঙ্গিত করেই চিত্রনায়ক বাপ্পী তার ফেসবুকে ক্ষোভ ঝেড়ে পোস্ট দেন।

‘বস্তি’ বলে পোস্ট দেওয়া প্রসঙ্গে বাপ্পী গণমাধ্যমকে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এখন রুচির দুর্ভিক্ষ চলছে। এখন যা চলছে তা কোনোভাবে মানা যায় না। যারা ভালোভাবে সাংবাদিকতা করে তাদের উচিত এদের কাছে না যাওয়া।

আমি যতদূর পারি এসব নেগেটিভ জিনিস না দেখে এড়িয়ে যাই।’

এদিকে অনেক দিন ধরেই বাপ্পীর হাতে নতুন কোনো সিনেমা নেই। অনেকে বলছেন, ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে বাপ্পী ফিল্ম ছেড়ে পারিবারিক ব্যবসায় মনোযোগী হচ্ছেন। 

বাপ্পী জানান, তিনি সময় নিয়ে ভালো সিনেমা দিয়ে কামব্যাক করবেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

কোরীয় অভিনেত্রী কিমের মৃত্যু নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
কোরীয় অভিনেত্রী কিমের মৃত্যু নিয়ে যা জানা গেল
সংগৃহীত ছবি

দুই দিন আগে সিউলে নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম সে-রনকে। সিউলের সিওংডং পুলিশের বরাতে ইয়নহাপ নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, আত্মহত্যা করেছেন ২৪ বছর বয়সী এ অভিনেত্রী।

অভিনেত্রীর এক ঘনিষ্ঠ সূত্র কোরিয়া জুনগ্যাং ডেইলিকে জানিয়েছেন, কিম বড় কামব্যাকের পরিকল্পনা করছিলেন। এর মধ্যে ছিল নাম পরিবর্তন এবং একটি নতুন চলচ্চিত্র নির্মাণ প্রকল্প।

গত রবিবার সূত্রটি অভিনেত্রীর অকাল মৃত্যুতে হতবাক হয়ে বলেন, এমন আকস্মিক মৃত্যু ‘অকল্পনীয়’। কিম অভিনয়ে ফেরার জন্য উদ্‌গ্রীব ছিলেন। বিশেষ করে গিটার ম্যান চলচ্চিত্রের মাধ্যমে। তিনি একটি ক্যাফে খোলারও প্রস্তুতি নিচ্ছিলেন।

কিমের ওই পরিচিত ব্যক্তি গণমাধ্যমকে বলেন, ‘আমরা কখনই ভাবিনি যে এমনটা হবে। তিনি ক্যাফে খোলার প্রস্তুতি নিচ্ছিলেন, পাশাপাশি বিনোদন শিল্পে ফিরে আসার প্রস্তুতিও নিচ্ছিলেন। আমি এখনো এটি বিশ্বাস করতে পারছি না।’

গত বছর শেষের দিকে কিমের সঙ্গে দেখা করা এই ব্যক্তি জানান, অভিনেত্রী নিজের নাম পরিবর্তন করে কিম আহ–ইম রেখেছিলেন।

দেশ ছাড়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে কোনো ধরনের দুঃখ বা হতাশার লক্ষণ ছিল না।

কিম অভিনীত গিটার ম্যান চলচ্চিত্রের শুটিং সম্পন্ন হয় গত নভেম্বরে। চলচ্চিত্রটি বর্তমানে পোস্ট-প্রডাকশন পর্যায়ে রয়েছে। আন্ডারগ্রাউন্ড ব্যান্ড ‘ভলকানো-এর সঙ্গে যুক্ত একজন গিটারিস্টের গল্প এই চলচ্চিত্র চিত্রিত করা হয়েছে।

২০০৯ সালে শোবিজ জগতে কিমের অভিষেক হয়। ২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা প্রকাশের পর থেকে নিজেকে কিছু গুটিয়ে নিয়েছিলেন। ওই সময় তার গাড়ি সিউলের গ্যাংনামে বেশ কয়েকটি ল্যাম্পপোস্ট এবং গার্ডরেইলে ধাক্কা মারে। 

২০২৩ সালের এপ্রিলে তাকে ২ কোটি ওন (কোরীয় মুদ্রা) জরিমানা করা হয়। এই ঘটনাটির কারণে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। অভিনেত্রী নতুন কাজ পাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েন। গত বছর ডংচিমি নাটকে কামব্যাক করার চেষ্টা করেছিলেন, কিন্তু স্বাস্থ্যগত সমস্যার কারণে শেষ পর্যন্ত কাজটি করা হয়নি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ