জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত যুবদল : জুয়েল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত যুবদল : জুয়েল
যুবদলের কর্মিসভায় বক্তব্য দেন শরীফ উদ্দিন জুয়েল। ছবি: কালের কণ্ঠ

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা এবং জনগণের ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা প্রয়োজনে আবার রাজপথে নামার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল।

মঙ্গলবার (১৮ ফেরুয়ারি) ৫০নং ওয়ার্ড যুবদলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার সাধন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করা এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরদের হাতে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু এই সরকার তাদের মেয়াদের ছয় মাস অতিক্রম করার পরেও জনগণের ভোটাধিকার কায়েমের জন্য প্রয়োজনীয় রোডম্যাপ এখনো ঘোষণা করেনি, উনারা কালবিলম্ব করছেন।

উনারা কিছুদিন পরপর নতুন নতুন বিতর্কের জন্ম দেন। আগে বলতেন, সংস্কার আগে নাকি নির্বাচন আগে; গত কিছুদিন আগে থেকে নতুন করে বলা শুরু করেছে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে।
 
তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, জনগণ গত পনের বছর নিজেদের ভোট নিজেরা দিতে পারেনি, সংসদে নিজেদের প্রতিনিধি বেছে নিতে পারেনি। অতএব জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যাবেন না।
জনগণের মুখের ভাষা বুঝুন, অন্যথায় জনগণ আপনাদেরকেও শেখ হাসিনার মতো ক্ষমতার মসনদ থেকে ছুড়ে ফেলে দিতে দু’বার চিন্তা করবে না।

কর্মিসভায় দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট মাফিয়া শেখ হাসিনার সরকারের নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে মৃত্যুবরণ করা বিএনপির তিন হাজারের অধিক নেতাকর্মী ও গুমের শিকার ১২ শ’র অধিক নেতাকর্মীকে স্মরণ করে শরীফ উদ্দিন জুয়েল বলেন, আমরা আমাদের রক্তে রাজপথ রঞ্জিত করেছি কিন্তু পিছপা হইনি। দীর্ঘ পরিক্রমা পাড়ি দিয়ে অবশেষে নিজেদের প্রত্যক্ষ অংশগ্রহণে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমারের নেতৃত্বে ৫ আগস্ট শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছি। এই আন্দোলনের একমাত্র রূপকার তারেক রহমান এবং অংশগ্রহণকারী এ দেশের আপামর জনগণ, কোনো একক সংগঠন নয়।

 

ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি মিথ্যা মামলায় জেলে যাওয়ার পর ১৮ ফেব্রুয়ারি ২০১৮ থেকে এখন পর্যন্ত বিএনপির দায়িত্ব পালন করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব গুণের ওপর আলোকপাত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেক নেতাকর্মী জিয়া পরিবারের প্রতি আস্থাশীল এবং তাদের নেতৃত্বে সর্বদা ঐক্যবদ্ধ। 

এ ছাড়া জুয়েল ২০২৩ সালের ১৩ জুলাই তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে এবং জনগণের কাঙ্ক্ষিত দেশ গড়ায় মনোযোগী হবে। 

তিনি যুবদলের নেতাকর্মীদেরকে জনগণের পাশে থেকে জনকল্যাণমুখী কাজে অংশগ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, জনদুর্ভোগের সৃষ্টি হয় এমন কোনো কাজে যদি কেউ জড়িত হয় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে প্রশাসনের হাতে সোপর্দ করা হবে।

 

৫০নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জসীম উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব জুম্মনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মহানগর উত্তর যুবদলের তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, জাহিদ হোসেন মোড়ল, শামিম আহমেদ, মনিরুল হাসান পিন্টু প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

৪ জেলায় পূর্ণাঙ্গ হলো বিএনপির আহ্বায়ক কমিটি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
৪ জেলায় পূর্ণাঙ্গ হলো বিএনপির আহ্বায়ক কমিটি
সংগৃহীত ছবি

গাজীপুর, নারায়ণগঞ্জ, নাটোর ও সাতক্ষীরা জেলায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি।

সোমবার (২৪ মার্চ) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গাজীপুরে ফজলুল হক মিলনকে আহ্বায়ক ও ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্যসচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্যসচিব করে ৩৬ সদস্যবিশিষ্ট নাটোর জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া সাতক্ষীরায় এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্যসচিব করে সাতক্ষীরা জেলা বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

শমসের মবিন চৌধুরী জামিনে মুক্ত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শমসের মবিন চৌধুরী জামিনে মুক্ত
ফাইল ছবি

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী দুটি হত্যা মামলায় জামিন পেয়ে ঢাকার কারাগার থেকে বেরিয়েছেন।  

সোমবার (২৪ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ কে এ এম মাসুম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৯টা ৫৩ মিনিটে তিনি কারাগার থেকে জামিনে নিয়ে বেরিয়ে যান।

শমসের মবিন চৌধুরী একটি হত্যা মামলায় তিনি জামিন পেয়েছেন হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে।

গত বছরের ১৭ অক্টোবর সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার হন।

শমসের মবিন চৌধুরী গ্রেপ্তার হওয়ার পরদিন তাকে পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে যাত্রাবাড়ী থানায় করা পারভেজ মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মন্তব্য

এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদের ওপর হামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদের ওপর হামলা
সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার রাতে নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপি নেতাকর্মীরা এ হামলা করেছেন বলে আব্দুল হান্নান মাসউদের ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়েছে।

আরো পড়ুন
ছাত্র আন্দোলনে হামলা, জামিন পেলেন আ. লীগের ৩ নেতা

ছাত্র আন্দোলনে হামলা, জামিন পেলেন আ. লীগের ৩ নেতা

 

সেখানে বলা হয়েছে, নোয়াখালীর হাতিয়ার জাহাজমারাতে বিএনপির সন্ত্রাসী বাহিনী কর্তৃক আব্দুল হান্নান মাসউদ ভাইকে মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত হামলা। এতে হান্নান মাসউদ ভাইসহ ৫০ এর অধিক নেতাকর্মী গুরুতর আহত।

এর আগে এদিন সন্ধ্যায় একই আইডিতে একটি লাইভ প্রচার করা হয়। যার বর্ণনায় বলা হয়, হান্নান মাসউদ ভাইয়ের নেতৃত্বে চাঁদাবাজমুক্ত জাহাজমারাতে স্বাধীন মিছিল।
 

মন্তব্য

তামিমের সুস্থতা কামনা করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
তামিমের সুস্থতা কামনা করলেন তারেক রহমান
ফাইল ছবি

ক্রিকেটার তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২৪ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমান তামিম ইকবালের আরোগ্য কামনা করেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায়মনোবাক্যে আল্লাহর কাছে এই দোয়া করি।’

সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

আজ সকালে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে দ্রুত তাকে নিকটস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তামিমের হার্টে সফলভাবে রিং পরানোর পর জ্ঞান ফিরেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে, বিএনপি মিডিয়া সেলও তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছে।

দলটির মিডিয়া সেল এসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. ম‌ওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্যসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এক বিবৃতিতে নেতারা বলেন, ‘তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের গর্ব। তার অসুস্থতার সংবাদ আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করেন ও মাঠে ফিরে আসেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ