পলাশদের পাশের বাসায় নতুন ভাড়াটিয়া এসেছে। তাদের একটা মেয়ে অ্যাডমিশন টেস্ট দেবে, নাম শিমু। বেশ নাক উঁচা। শিমু মাঝে মাঝে বাগানে তার ফুলের গাছে পানি দেয়।
পলাশদের পাশের বাসায় নতুন ভাড়াটিয়া এসেছে। তাদের একটা মেয়ে অ্যাডমিশন টেস্ট দেবে, নাম শিমু। বেশ নাক উঁচা। শিমু মাঝে মাঝে বাগানে তার ফুলের গাছে পানি দেয়।
সকালবেলা পলাশের ঘুম ভাঙে শিমুর চিৎকার করে তাপ গতিবিদ্যার সূত্র মুখস্ত করার শব্দ শুনে। পলাশ কানে বালিশচাপা দিয়েও কূল পায় না। খাওয়ার টেবিলে পলাশের বাবা-মা পাশের বাসার ভাড়াটিয়ার মেয়ের প্রশংসা করে।
এরপর দুজনের পরিচয় হয় আর তাদের মধ্যে ঘটতে থাকে অদ্ভুত সব কাণ্ড। এমনই গল্পে নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘বসন্ত বৌরি’।
নির্মাতা বলেন, ‘এটা টিনএজদের কাছে ভালো লাগবে। কারণ, গল্পটা ঠিক প্রেমের না কিন্তু প্রেম শুরু হওয়ার আগের। যে মুহূর্তটাই সবার কাছে বেশি স্পেশাল।
কে এস ফিল্মস প্রযোজিত ‘বসন্ত বৌরি’ নাটকে বাসার-তিশা ছাড়া আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, মিলি বাশার প্রমুখ। নাটকটি দেখা যাচ্ছে কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।
সম্পর্কিত খবর
অভিনেত্রী শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে আপত্তিকর মন্তব্য করেছিলেন রাকিবুল হাসান নামের এক ব্যক্তি। পরে ওই ব্যক্তির মন্তব্যের স্ক্রিনশটসহ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অভিনেত্রী।
এর পরদিনই ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলমান জানিয়ে ফেসবুকে পোস্ট করে একটি বেসরকারি প্রতিষ্ঠান। রাকিবুল ওই প্রতিষ্ঠানের কর্মী।
ফেসবুকে শবনম ফারিয়া জানিয়েছেন, রাকিবুলের চাকরিচ্যুতির কথা তাকে ই-মেইলের মধ্যে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই-মেইলটিও শেয়ার করেছেন তিনি।
শবনম ফারিয়া লিখেছেন, ‘আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা সিরিয়াসলি নিয়েছেন।
তিনি বলেন, ‘সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যেকোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটিই গ্রহণযোগ্য নয়।’
ঈদে মুক্তির মিছিলে রয়েছে একাধিক সিনেমা, তার মধ্যে একটি আব্দুন নূর সজল অভিনীত ‘জ্বীন-৩’। সিনেমার মুক্তি ঘিরে চলছে জোর প্রচারণা। তার অংশ হিসেবে কিছুদিন আগেই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে সিনেমাটির প্রথম গান ‘কন্যা’, যা ইতোমধ্যে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
গানটিতে উৎসবের আমেজ পেয়েছেন শ্রোতাদর্শকরা।
নতুন খবর হলো, ইতিমধ্যে আলোচিত এই গানটি চলে এসেছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। ইউটিউব ট্রেন্ডিংয়ের সংগীত বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘কন্যা’। এই বিভাগের প্রথম স্থানে রয়েছে শাকিব খানের বরবাদ সিনেমার ‘দ্বিধা’ গান।
এদিকে গানটি নিয়ে এত আলোচনা ও প্রশংসায় আপ্লুত একইসঙ্গে উচ্ছ্বসিত এর নায়ক আব্দুন নূর সজল। তিনি বলেন, ‘গানটি এত দ্রুত সবার কাছে পৌঁছেছে যা সত্যি দারুণ। সবাই গানটির প্রশংসা করছেন পাশাপাশি আমাদের পারফরম্যান্স নিয়ে সাধুবাদ জানাচ্ছেন। সত্যি অনেক বেশি ভালো লাগছে, অনুপ্রাণিত বোধ করছি। মনে হচ্ছে কষ্ট সার্থক।
তিনি আরো বলেন, ‘বাগেরহাট ও খুলনায় ৫ দিন গানটির শুটিং করেছি। ওই সময়টায় বেশ অসুস্থ ছিলাম। প্রতিদিন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি জ্বর ছিল। ডাক্তার একদম কথা বলতে নিষেধ করেছিলেন, এক সপ্তাহ সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছিলেন। কিন্তু শিডিউল যেহেতু আগে থেকে দেওয়া ছিল, তাই কাজটি শেষ করা ছাড়া কোনো অপশন ছিল না। ওই অবস্থাতেই শুটিংয়ে যাই এবং জ্বর নিয়েই গানে পারফর্ম করি। পুরো টিম অনেক বেশি সাপোর্ট করেছিল।’
প্রায় আড়াই বছর ধরে মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক-অভিনেত্রী সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার ক্যান্সার ধরা পড়ে বলে জানিয়েছেন তিনি নিজে।
সামিয়া আফরিন বলেন, ‘২০২২-এর ঠিক এপ্রিলে আমার ক্যান্সার ধরা পড়ে। চতুর্থ স্টেজে গিয়ে এটি ধরা পড়ে।
বর্তমান নিজের শারীরিক ও মানসিক অবস্থা জানিয়ে তিনি বলেন, ‘প্রায় আড়াই বছর ধরে আমি এটার সঙ্গে লড়াই করছি।
ক্যান্সারে আক্রান্ত হলে রোগীর মনোবল ভেঙে পড়ার পরিস্থিতি নিয়ে সামিয়ার ভাষ্য, ‘ক্যান্সারে আক্রান্ত হলে আমরা মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হয়—আমার জীবন শেষ হয়ে গেল, এরপর আর বুঝি কিছু নেই। এটা নিছক ভুল কথা। যদি আমরা চেষ্টা করি, মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারি এবং সাথে সাথে লাইফ স্টাইলেও অনেক পরিবর্তন আনতে হয়, তাহলে এটা কাটিয়ে ওঠা সম্ভব।
সম্প্রতি রাজধানীর বনানীতে তারকাদের পোশাক নিয়ে ‘রিভোগ ওয়্যার টু কেয়ার’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখান থেকে প্রাপ্ত পোশাক বিক্রির টাকা ক্যান্সার রোগীদের চিকিৎসায় ব্যয় হবে।
গতকাল ২২ মার্চ উজ্জ্বলা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী শেষ হয়েছে। ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা পরিচালক সামিয়া আফরিন।
এই প্রদর্শনীর উদ্যোগ মূলত ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানো, তাদের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।
প্রসঙ্গত, একসময় টিভি উপস্থাপনার নিয়মিত মুখ ছিলেন উপস্থাপিকা সামিয়া আফরিন। মাঝেমধ্যে তাকে নাটকেও দেখা গেছে। ইমরাউল রাফাতের ‘পাপপূণ্য’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘ধুলোর মানুষ’, ‘মানুষের ঘ্রাণ’ এবং রাজিবুল ইসলামের ‘ব্লাফমাস্টার’ ছাড়াও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত অপু বিশ্বাস। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। ভিন্ন ভিন্ন লুকে প্রায়ই তার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দেন তিনি। এবার ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিলেন কালো পোশাকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কালো পোশাকে কিছু ছবি শেয়ার করেছেন অপু। যেখানে তাকে খোলা চুলে মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবি শেয়ার করে সেখানে ক্যাপশনে লিখেছেন অপু বিশ্বাস, ‘ড্রামা কুইন না হয়ে ডিভা কুইন হও।’
এর পরই ড্রামা কুইন হিসাবে অপু কাকে ইঙ্গিত করেছেন, সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।