শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের মূল উদ্দেশ্য : প্রেসসচিব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করাই সরকারের মূল উদ্দেশ্য : প্রেসসচিব
ছবি : পিআইডি

শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন শফিকুল আলম।

তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত এনে সশরীরে বিচার করানো সরকারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে অন্যতম।

শফিকুল আলম বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে স্পষ্ট হয়েছে শেখ হাসিনা কী ধরনের অপরাধ করেছেন।

তাকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এটা বড় ধরনের অপরাধ। জাতিসংঘ ও কিছু কিছু মানবাধিকার কমিশনের রিপোর্টের পর অনেক চাপ তৈরি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই চাপের একটা নমুনা দেখেছেন যে ইন্ডিয়া টুডে একটা জরিপ করেছে, সেখানে দেখা গেছে ৫৫ শতাংশ চায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে।

কিছু শতাংশ চাচ্ছে তাকে অন্য দেশে দিতে। মাত্র ১৬-১৭ শতাংশ মানুষ চায় শেখ হাসিনাকে ভারতে রাখতে।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের চিন্তা-ভাবনা কী—জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘আমরা বারবার বলেছি, এই বিষয়ে দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। তবে আমাদের একটাই কথা, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ও সমর্থক জুলাই গণহত্যার সঙ্গে জড়িত, গুম-খুনে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত; তাদের সবার বিচার হবে।

এটা হওয়ার পর দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের বিষয়ে তারা কী ভাবছেন।’

প্রধার উপদেষ্টার দুবাই সফরের প্রসঙ্গ টেনে শফিকুল ইসলাম বলেন, ‘দুবাইয়ে বাংলাদেশি শ্রমিক নিষেধাজ্ঞায় রয়েছে। এ নিয়ে ড. ইউনূস সেখানকার ৫ থেকে ৬ জন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমরা আশা করছি, এই নিষেধাজ্ঞা দ্রুত উঠে যাবে। সেখানে আবারও বাংলাদেশি শ্রমিক যেতে পারবেনে।

এই নিয়ে সরকারের কাজও চলমান।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-প্রেসসচিব আবুল কালাম মজুমদার।

মন্তব্য

সম্পর্কিত খবর

ওষুধ ও ত্রাণ নিয়ে মায়ানমার গেল সেনাবাহিনীর উদ্ধারকারী দল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ওষুধ ও ত্রাণ নিয়ে মায়ানমার গেল সেনাবাহিনীর উদ্ধারকারী দল

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি, জরুরি ভিত্তিতে ওষুধ, তাবু, শুকনা খাবার ও চিকিৎসা সেবার জন্য রেসকিউ ও মেডিকেল টিম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার নির্দেশে কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর ০১টি সি-১৩০জে বিমান এবং আর্মি এভিয়েশনের ১টি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান জরুরী ত্রাণ সামগ্রীসহ মায়ানমারের ইয়াংগুন এর উদ্দেশে রওনা করেছে। 

এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান উপস্থিত ছিলেন।

তারা মিয়ানমারে জরুরি সহায়তা প্রদানকারী দলের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেন।

গত ২৮ মার্চ  মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। উক্ত ভূমিকম্পে মায়ানমারে অদ্যাবধি প্রায় ১৬০০ জনের অধিক নিহত এবং ৩০০০ জনের অধিক আহত হয়েছে বলে জানা যায়। 

প্রাসঙ্গিক
মন্তব্য

অতিরিক্ত ভাড়া আদায়, দূরপাল্লার বাসের জরিমানা

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
অতিরিক্ত ভাড়া আদায়, দূরপাল্লার বাসের জরিমানা
ছবি: কালের কণ্ঠ

ঈদযাত্রার শেষের দিকেও ভোগান্তি রোধে এবং ভাড়া বৃদ্ধির অভিযোগে সাভার-আশুলিয়ার বাসস্ট্যান্ডগুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় চার কাউন্টারে থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

রবিবার (৩০ মার্চ) সকালে আশুলিয়ার নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ড এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি (আশুলিয়া সার্কেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এসময় বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলে তাদের অভিযোগ শুনেন।

আরো পড়ুন
কবে ফিরবেন খালেদা জিয়া, জানালেন ফখরুল ইসলাম

কবে ফিরবেন খালেদা জিয়া, জানালেন ফখরুল ইসলাম

 

জানা যায়, ভাড়া বৃদ্ধিসহ যাত্রীদের ভোগান্তির রোধে বেশ কিছু কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। নবীনগর ও বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় উত্তরবঙ্গগামী কয়েকটি কাউন্টারে ভাড়া বৃদ্ধিসহ দীর্ঘ সময় যাত্রীদের অপেক্ষায় রাখার অভিযোগ পাওয়া যায়। পরে নবীনগর ও বাইপাইলের মোট চারটিতে আর্থিক জরিমানা আদায়সহ বেশ কিছু কাউন্টারে সতর্ক করা হয়। 

সহকারী কমিশনার ভূমি (আশুলিয়া সার্কেল) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে নবীনগর ও বাইপাইল কাউন্টার গুলোতে অভিযান চালানো হয়।

অভিযোগের সত্যতা পাওয়ায় চারটি কাউন্টারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাকিদের সতর্ক করা হয়েছে।

এদিকে সাভারে বাস কাউন্টারে টিকিটের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ধারায় ছয়টি কাউন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত সাভার বাজার বাসষ্ট্যান্ড ও হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।

আরো পড়ুন
যে রেকর্ডে গেইলের পর গিল

যে রেকর্ডে গেইলের পর গিল

 

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম এ সময় বলেন, ঈদ উপলক্ষে সাভারে কাউন্টার গুলোতে ঈদে ঘর মুখো যাত্রীদের কাছ থেকে টিকিট মূল্য বেশি নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাস কাউন্টারে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ধারায় টিকিটের মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি কাউন্টার কর্তৃপক্ষকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাভারে হানিফ কাউন্টারে টিকিটের মূল্য তালিকা দেখতে চাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাংবাদিকদের মামলার হুমকি গালিগালাজ করেন ঢাকা জেলা উত্তরের হানিফ কাউন্টারের পরিচালক রমিজ উদ্দিন। এসময় তাকে আটক করা হলে তিনি মুচলেকা দিয়ে ছাড়া পান ও ক্ষমা প্রার্থনা করেন।
ভোগান্তি কমাতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম।

 

মন্তব্য

ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর

দেশের ৩৫ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু জায়গায় তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, মৌলভীবাজার, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

আরো পড়ুন
‘নিষিদ্ধ যেকোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত ডিএমপি’

‘নিষিদ্ধ যেকোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত ডিএমপি’

 

আগামীকাল সোমবার অর্থাৎ ঈদের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

এ ছাড়া আগামী মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো পড়ুন
রংপুরে ঈদের প্রধান জামাত কাল সকাল সাড়ে ৮টায়

রংপুরে ঈদের প্রধান জামাত কাল সকাল সাড়ে ৮টায়

 

আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

মন্তব্য

‘নিষিদ্ধ যেকোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত ডিএমপি’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘নিষিদ্ধ যেকোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত ডিএমপি’
সংগৃহীত ছবি

নিষিদ্ধঘোষিত যেকোনো দলের অপতৎপরতা প্রতিরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেছেন, এবার ঈদে সুনির্দিষ্ট কোনো থ্রেট নেই। তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানে ও রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।

 

রবিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে এসে এ কথা বলেন ডিএমপি কমিশনার। 

আরো পড়ুন
জুলাই বিপ্লবে শহীদ বাবুলের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার

জুলাই বিপ্লবে শহীদ বাবুলের পরিবার পেল তারেক রহমানের ঈদ উপহার

 

তিনি বলেন, সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা এ ঈদগাহে নামাজ আদায় করবেন।

ডিএমপি কমিশনার বলেন, এবার নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ  সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এ ছাড়া শতাধিক সিসি ক্যামেরার নজরদারিও থাকবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ