প্রিন্স মামুনের সঙ্গে আর আপসের সুযোগ নেই : লায়লা

  • ধর্ষণের মামলায় জামিন পেয়েছেন টিকটকার প্রিন্স মামুন
  • মামুনের ঘটনার সুষ্ঠ বিচার চান লায়লা
  • মামুনের সঙ্গে আর আপসের সুযোগ নেই
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
প্রিন্স মামুনের সঙ্গে আর আপসের সুযোগ নেই : লায়লা
আদালতে লায়লা আখতার (বামে)

ধর্ষণের অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় আত্মসমর্পণ করে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক সাবেরা সুলতানা খানম শুনানি শেষে এ আদেশ দেন। জানা গেছে, আজ এ মামলার অভিযোগপত্র আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ জন্য আসামি প্রিন্স মামুন আদালতে উপস্থিত হয়ে তার আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন।

এদিকে মামুনের জামিনের পর গণমাধ্যমের মুখোমুখি হতে দেখা গেছে লায়লা আখতারকে। যেখানে তিনি জানান, মামুনের ঘটনার সুষ্ঠ বিচার চান তিনি। এমনকী মামুনের সঙ্গে ভবিষ্যতে আপোষের কোনো সুযোগ নেই।

আরো পড়ুন
বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য, রণবীরকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট

বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্য, রণবীরকে তিরস্কার করল সুপ্রিম কোর্ট

 

লায়লা বলেন, ‘ন্যায়বিচার চাওয়ার কারণেই আজকে আমি আদালতে।

এটা স্থাপন করতে চাই, মানুষ যত সেলিব্রেটি হোক না কেন, যত টাকা পয়সা থাকুক না কেন, সে তার প্রভাব ফেলে কোনো মেয়ের জীবন যেন নষ্ট করতে না পারে ইন ফিউচারে। যেমন আমরা অনেক নায়কের ক্ষেত্রে দেখেছি যে তারা একটা সম্পর্ক করেছেন কিন্তু পরবর্তীতে অস্বীকার করে গেছেন। সেরকম আমার মামলাটাও যেন উদাহরণ হয়ে থাকে কেউ যেন এই অন্যায়টা আর করতে না পারে। যখন ইচ্ছা সম্পর্ক করবো, প্রকাশ্যে আনবো; কিন্তু স্বার্থ হাসিল হয়ে গেলে সেই সম্পর্ক অস্বীকার করবো।
তার ফ্যান ফলোয়ারদের মাঝে যেন ভুল মেসেজ না যায়। তার ফ্যানরা যেন এসব কাজে উদ্ভুদ্ব না হয়। অন্যায় আসলে সবকিছুই অন্যায়।’

প্রিন্স মামুনকে আর গ্রহণ করবেন কিনা এ প্রসঙ্গে জানতে চাইলে লায়লা বলেন, ‘আমাদের আপসের আর কোনো সম্ভাবনা নাই। যেহেতু এতো বছরের আমাদের একটা ভাল বন্ডিংকে সে ডিনাই করে দিয়েছে, তার স্বার্থের জন্য, তো সেখানে আসলে আপসের কোনো সুযোগ নাই।

আমি চাই যে এটার বিচার হোক। আমি এর সুষ্ঠ বিচার চাই।’

আরো পড়ুন
বিয়ে হয়নি, তবু ২৩ বছর বয়সেই মা হয়েছেন শ্রীলীলা!

বিয়ে হয়নি, তবু ২৩ বছর বয়সেই মা হয়েছেন শ্রীলীলা!

 

এর আগে ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা আখতার। এ মামলায় গ্রেপ্তারের পর গত ১১ জুন তাকে আদালতে হাজির করা হয়। তবে শুনানি শেষে আদালত তার জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে গত ১ জুলাই তিনি জামিনে কারামুক্ত হন। তদন্ত শেষে গত ২৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মুহাম্মদ শাহজাহান আদালতে এ অভিযোগপত্র দেন। এতে মামুনকে অভিযুক্ত করা হয়। 

আরো পড়ুন
কুম্ভমেলায় ‘ভাইরাল’ সেই মোনালিসা প্রথম সিনেমার জন্য কত টাকা পাচ্ছেন?

কুম্ভমেলায় ‘ভাইরাল’ সেই মোনালিসা প্রথম সিনেমার জন্য কত টাকা পাচ্ছেন?

 

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আসামি প্রিন্স মামুন একজন টিকটকার। বিভিন্ন ফেসবুক আইডিসহ সামাজিক মাধ্যমে টিকটকার হিসেবে পরিচিতি পান। অপরদিকে বাদী লায়লা আখতার নিজেও ফেসবুকে অত্যন্ত পরিচিত মুখ। তিনি বিবাহিত। তার স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ফ্ল্যাটে সন্তানদের নিয়ে একাই থাকেন। পরে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের ভিত্তিতেই পরিচয় হয়। একপর্যায়ে তার সঙ্গে মিডিয়ায় কাজ করার ইচ্ছা পোষণ করেন। 

তার পর থেকে ২০২২ সালের প্রথম দিকে একত্রে চলাফেরা, পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক গভীর করতে উভয়ে একত্রে লায়লার বাসায় থাকা শুরু করেন। তাদের মধ্যে অবৈধ শারীরিক সম্পর্ক হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। তারা নেপালে একত্রে ভ্রমণ করেন। সেখানেও তাদের শারীরিক সম্পর্ক হয়। তাদের সম্পর্ক ঘনীভূত হওয়ায় মামুন তার আইডি, এনআইডি, পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্রে লায়লার ঠিকানা ব্যবহার করেন। তাকে বিয়ে করবেন বলে বিশ্বাস স্থাপন করে প্রতিশ্রুতি দিয়ে একই ফ্ল্যাটে একত্রে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন এবং একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

এবার ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘কন্যা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এবার ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘কন্যা’
সংগৃহীত ছবি

এবার ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার গানগুলোর মধ্যে দর্শক বিবেচনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে ‘জ্বীন-৩’ সিনেমার ‘কন্যা’ গানটি। অন্তর্জালে আসার তেরো দিন হলেও গানটি এখন মানুষের মুখে মুখে।

শুধু তাই নয়, ইতিমধ্যে আলোচিত এই গানটি জায়গা করে নিয়েছে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে। ইউটিউব ট্রেন্ডিংয়ের সংগীত বিভাগে প্রথম অবস্থানে রয়েছে ‘কন্যা’।

কিছুদিন আগে পর্যন্ত এই বিভাগের শীর্ষ অবস্থানে ছিল শাকিব খানের বরবাদ সিনেমার ‘দ্বিধা’ গানটি, এখন যা ট্রেন্ডিংয়ের দ্বিতীয় স্থানে রয়েছে। 

‘কন্যা’ গানটি ইতোমধ্যে দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এতে উৎসবের আমেজ পেয়েছেন বলে বিভিন্ন মন্তব্যে জানিয়েছেন শ্রোতাদর্শকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটি শেয়ার করে এমন মন্তব্যই করছেন তারা।

গানের পাশাপাশি ভিডিওতে আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া জুটির পারফরম্যান্স এবং তাদের রসায়নেও মুগ্ধ নেটিজেনরা। শুধু তাই নয়, টানা দুইদিন সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু ‘কন্যা’-তেই সয়লাব ছিল। সাধারণ দর্শকের পাশাপাশি শোবিজ অঙ্গনের প্রায় সব তারকা গানটি নিজেদের হ্যান্ডেলে শেয়ার করে নিজেদের ভাল লাগা শেয়ার করেছেন।

এক সঙ্গে এত এত তারকা শিল্পীকে এর আগে কখনো কোনো গান কিংবা কনটেন্ট শেয়ার দিতে দেখা যায়নি।

সেই তালিকায় কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা থেকে শুরু করে গায়ক-গায়িকা, অভিনেতা-অভিনেত্রী কেউই বাদ ছিলেন না সেই তালিকায়!

প্রসঙ্গত, রবিউল ইসলাম জীবনের কথায় ‘কন্যা’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কনা।

কামরুজ্জামান রোমান পরিচালিত ‘জ্বীন-৩’ সিনেমাটিতে সজলের সঙ্গে জুটি হয়েছেন নুসরাত ফারিয়া। আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। 
 

মন্তব্য

ঈদে বিটিভির ৬ নৃত্যানুষ্ঠান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ঈদে বিটিভির ৬ নৃত্যানুষ্ঠান
সংগৃহীত ছবি

ঈদ-উল ফিতর উপলক্ষে একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ছয়টি বিশেষ নৃত্যানুষ্ঠান।  এ আয়োজনে জনপ্রিয় নৃত্যশিল্পীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারাও অংশগ্রহণ করেছেন।

তানভীর আহমেদ খানের প্রযোজনায় তিন পর্বের নৃত্যানুষ্ঠান ‘নৃত্যের ঝংকার’ প্রচারিত হবে ঈদের দিন সকাল ৯টায় এবং ঈদের তৃতীয় ও পঞ্চম দিন বিকাল ৫ টা ৩০ মিনিটে। উপস্থাপনা করেছেন বারিশ হক, আয়েশা লাবণ্য ও নুসাইবা ইবনাত পার্লি।

আনিসুল ইসলাম হিরু, ইভান শাহরিয়ার সোহাগ, এম আর ওয়াসেক, লুৎফুর রহমান ফারুকী, সৈয়দা শায়লা আহমেদ ও নাজমুল হক লেলিনের নৃত্য পরিচালনায় নাচবেন আনিকা কবির শখ, চাঁদনী, সালসাবিল লাবণ্য, মোহনা মীম, শাহনাজ সুমি, শাওন, আলিফসহ আরো অনেকে। 

ঈদের দিন সকাল ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে শিশু-কিশোরদের নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ছন্দে’। মাইশার উপস্থাপনায় এবং আয়েশা সিদ্দিকা এলি ও শায়লা আহমেদ লিমার নৃত্য পরিচালনায় নাচবে শিশুশিল্পীরা। 
এল রুমা আক্তারের প্রযোজনা ও কমলিকা তুলির উপস্থাপনায় নৃত্যানুষ্ঠান ‘ধ্রুপদি ছন্দে-আনন্দে’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকাল ৫টা ৩৫ মিনিটে।

অনুষ্ঠানটিতে মুনমুন আহমেদ, বেলায়েত হোসেন, তামান্না রহমান, বেনজির সালাম ও সাজু আহমেদের নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন তাদের দলের নৃত্যশিল্পীরা। 

মীম চৌধুরীর উপস্থাপনায় ঈদের চতুর্থ দিন বিকাল ৫টা ৩৫ মিনিটে রবীন্দ্র সংগীত, নজরুলগীতি ও ফিউশন মিউজিকের সমন্বয়ে আয়োজিত ‘আনন্দলোকে নৃত্যালোকে’ অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করেছেন কবিরুল ইসলাম রতনের দল। 

মন্তব্য

অক্ষয়ের সঙ্গে মাধবন চমক, রয়েছেন অনন্যাও

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
অক্ষয়ের সঙ্গে মাধবন চমক, রয়েছেন অনন্যাও
সংগৃহীত ছবি

ছয় বছর আগে মুক্তি পাওয়া ‘কেশরি’ দর্শক মহলে দারুণ সারা ফেলেছিল। এবার নির্মিত হয়েছে সেটির সিক্যুয়েল, ‘কেশরি চ্যাপ্টার ২’। সম্প্রতি উন্মুক্ত হয়েছে সিক্যুয়েলটির টিজার। টিজারে অক্ষয় কুমারকে দেখা গেছে আইনজীবী হিসেবে।

এবার প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। সেখানে অনন্যা পান্ডে এবং আর মাধবনের প্রথম ঝলক দেখা গেছে।

সিনেমাটির নতুন পোস্টার প্রেক্ষাগৃহে টাঙানো হলে দর্শকরা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। আর তা প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়ে।

পোস্টারে অনন্যা পাণ্ডে এবং আর মাধবনের প্রথম ঝলক দেখা গেছে। পোস্টারে অক্ষয়ের মতো, মাধবনকেও চশমা পরেতে দেখা গেছে। সঙ্গে কাঁচা-পাকা দাড়িতে বেশ অন্য রকম লুকে নজর কেড়েছেন মাধবন। আইনজীবীর ভূমিকায় নজর কেড়েছেন অনন্যা।

অনন্যাকে সাদা শাড়ি, কালো ওয়েস্টকোট এবং গলায় সাদা ব্যান্ড পরে দেখা গেছে। পোস্টারে তার চোখ যেন কথা বলছে।

Ananya Panday's FIRST Look From Kesari Chapter 2 Out; Actress To Play  Anglo-Indian Lawyer In Akshay Kumar Film? - News18

তবে ‘কেশরি চ্যাপ্টার ২’-এর এই নতুন পোস্টার দেখে দুই ভাগে বিভক্ত নেটপাড়া। অনেককে অনন্যার এই নতুন অবতার দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। যেমন একজন লেখেন, ‘অনন্যা একজন অভিনেত্রী হিসেবে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছেন।

’ তবে অনেকে তাকে এই লুকে দেখে নানা নেতিবাচক মন্তব্যও করেছেন। একজন লেখেন, ‘এটা কেন? এত হাস্যকর লাগছে। তবে আশা করি অনন্যা সবার মন জয় করবে।’ তবে অনেকে অনন্যাকে ট্রলও করেছেন। একজন লেখেন, ‘মিস্‌কাস্ট! এতে ক্যাটরিনাকে কাস্ট করলে না! সে অ্যাংলো-ব্রিটিশ ভূমিকায় অসাধারণ অভিনয় করতো!’ আর একজন তাকে সমর্থন জানিয়ে লেখেন, ‘মিস্‌কাস্ট।’

তবে এই প্রথম নয়, এর আগেও অনন্যা একটি ছবিতে আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০২৩ সালে, অভিনেত্রী ‘ড্রিম গার্ল ২’-তে আয়ুষ্মান খুরানার বিপরীতে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ‘কেশরি চ্যাপ্টার ২’ আগামী ১৮ এপ্রিল মুক্তি পাবে।

মন্তব্য

বুবলীর কাছে শাকিব ‘মহারাজা’, অপুর কাছে শাহরুখ খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
বুবলীর কাছে শাকিব ‘মহারাজা’, অপুর কাছে শাহরুখ খান
সংগৃহীত ছবি

ঘড়ির কাঁটা বারোটা বাজার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। কারণ আজ ঢালিউডের এই শীর্ষ নায়কের জন্মদিন। ভক্ত, অনুরাগী, সহশিল্পী ও শোবিজ অঙ্গনের মানুষদের ভালোবাসায় সিক্ত হওয়া এই তারকাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। 

ভালোবেসে পর্যায়ক্রমে অপু বিশ্বাস ও শবনম বুবলী বৈবাহিক সম্পর্কে জড়ান শাকিব খান।

এই দুই নায়িকার সন্তানের বাবাও তিনি। তবে কারো সঙ্গেই সংসারজীবন স্থায়ী হয়নি। তবুও শাকিবকে ঘিরে যেকোনো বিষয়ে মতামতের ঢালি খুলে হাজির হন এই দুই নায়িকা।

তাই তো এবারও জন্মদিনের প্রথম প্রহরে শাকিবকে শুভেচ্ছা জানান অপু ও বুবলী।

একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘আমার শাহরুখ খান।’ 

May be an image of 2 people

এর কিছুক্ষণ পরই সাবেক স্বামীর প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে পোস্ট দিয়েছেন শবনম বুবলীও। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজ থেকে শাকিব খানের স্থিরচিত্র দিয়ে একটি ফটোকার্ড বানিয়ে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন শাকিব খান, বাংলা চলচ্চিত্রজগতের মহারাজা।

’ একই ফটোকার্ড নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে সেই লেখার সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

May be an image of 1 person and text that says 'HAppy BiRTHdAy TO SHAKIB KHAN THE MOHARAJA of BANGLA FilM INdUSTRY BIG 出河丁に PRODUCTIONS'

১৯৯৯ সালে সোহানুর রহমান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ সিনেমা দিয়ে ঢালিউডে পা রাখেন শাকিব খান। এখন পর্যন্ত অভিনয় করেন কয়েক শতাধিক সিনেমায়। ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হন অপু বিশ্বাস। এর পর থেকে তারা টানা ছবিতে অভিনয় করতে থাকেন।

শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অপু বিশ্বাস ৮০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন।

অন্যদিকে ২০১৬ সালে ‘বসগিরি’ ছবি দিয়ে শাকিব খানের সঙ্গে জুটি হন শবনম বুবলী। এর পর তারা একসঙ্গে ডজনখানেক ছবিতে অভিনয় করেন। ২০২৩ সালে এই দুই তারকার সর্বশেষ চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’ মুক্তি পায়।

মন্তব্য

সর্বশেষ সংবাদ