ঝিনাইদহে চেতনানাশক খাইয়ে ২ বাড়িতে লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
ঝিনাইদহে চেতনানাশক খাইয়ে ২ বাড়িতে লুটপাটের অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের কালীগঞ্জে চেতনানাশক খাইয়ে দুই বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ জনকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার বিনোদপুর গ্রামের অসিম ভদ্র ও রঘুনাথ ভদ্রের বাড়িতে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন
ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন আলভেস

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন আলভেস

 

অসিম ভদ্রের স্ত্রী সঞ্চিতা ভদ্র বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমরা সবাই রাতের খাবার খাই।

তার কিছু সময় পরে আমাদের চোখে ঘুম চলে আসে। হঠাৎ করেই সবাই ঘুমিয়ে পড়ি। এর পর যা ঘটেছে আমার আর কিছু মনে পড়ছে না।’

ভুক্তভোগী অসীম ভদ্র বলেন, ‘আমাদের চেতনানাশক খাইয়ে দুই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণসহ অন্তত ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাল আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।’

আরো পড়ুন
সুন্দরবনে রেড অ্যালার্ট জারি

সুন্দরবনে রেড অ্যালার্ট জারি

 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদের দিন কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
ঈদের দিন কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

সোমবার (৩১ মার্চ) ঈদের দিন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলা লালবাগ এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিয়াম নামে ২০ বছরের এক যুবক এবং সকালে চান্দিনা এলাকার কাঠের পুলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইফুল ইসলাম নামে ৩৫ বছর বয়সী ওপর এক যুবক মারা যান।

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানা ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশ মরদেহ এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলগুলো উদ্ধার করেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সদর দক্ষিণ এলাকায় নিহত সিয়াম মুরাদনগর উপজেলার মিজানুর রহমানের সন্তান এবং সাইফুল ইসলাম ভোলা জেলার চরফ্যাশনের উত্তর চর মাদ্রাজের আবেদ আলীর সন্তান।

 

মিয়াবাজার হাইওয়ে ক্রসিং থানার ওসি শাহাবুদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ এলাকার লালবাগ রাস্তার মাথায় একটি দ্রুতগামী অজ্ঞাত গাড়ি সিয়ামের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময়ে সিয়ামের মোটরসাইকেলে থাকা আরোহী বেঁচে গেলেও ঘটনাস্থলে প্রাণ হারান সিয়াম। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সিয়ামকে উদ্ধার করে এবং তার মরদহ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
  
তিনি আরো বলেন, সিয়ামের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

আইনানুগ প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
 
এদিকে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি ইকবাল বাহার জানান, ঈদের দিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেল সামনে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এ সময়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইফুল ইসলাম নিহত হন। তার পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয়েছে।

ওসি ইকবাল বাহার বলেন, মোটরসাইকেলটি দ্রুতগামী ছিল যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মন্তব্য

‘দেশের মানুষ এখন ভোট চায়’

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
‘দেশের মানুষ এখন ভোট চায়’
ছবি: কালের কণ্ঠ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। দেশের মানুষ এখন ভোট চায়। আমরা জনগণের মাঝে গিয়ে এই অভাবটা বুঝতে পেরেছি। নির্বাচন বিলম্ব হলে দেশ অনেক পিছিয়ে যাবে।

আমি কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের শিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, প্রেস ক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম শেলী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, শামছুল ইসলাম সহিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ মিঞা প্রমুখ বক্তৃতা করেন। 

মন্তব্য

গণ-অভ্যুত্থানে নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ

সিদ্ধিরগঞ্জ (নরারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ (নরারায়ণগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
গণ-অভ্যুত্থানে নিহত সুমাইয়ার পরিবারের খোঁজ নিলেন উপদেষ্টা মাহফুজ
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত সুমাইয়া আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (৩১ মার্চ) সিদ্ধিরগঞ্জের ১ নম্বর ওয়ার্ডে সুমাইয়ার বাসায় উপস্থিত হন মাহফুজ আলম। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, তামিম আহমেদ ও দক্ষিণঅঞ্চলের সংগঠক শওকত আলি।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম নিহতের পরিবারের খোঁজ-খবর নেন এবং ঈদ উপহার তুলে দেন।

মাহফুজ আলম বলেন, সুমাইয়ার মতো এমন অসংখ্য মানুষ বিগত ফ্যাসিস্ট হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছেন বর্তমান সরকার এ সকল হত্যাকাণ্ডের বিচার বাস্তবায়নে তৎপর রয়েছে। ভুক্তভোগী এসকল পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব ও কর্তব্য।

পরে তিনি নিহত সুমাইয়ার মায়ের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ সংগঠক জোবায়ের হোসেন তামজীদ, ফয়সাল আহমেদ ফজলে রাব্বি, সোহেল খান সিদ্দিক, রাইসুল ইসলাম, শাহাবুদ্দিন প্রমুখ।

মন্তব্য

আখের রস বিক্রি করে বাড়ি ফেরা হলো না আরিফের

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
আখের রস বিক্রি করে বাড়ি ফেরা হলো না আরিফের
প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর চাপায় আরিফ হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ একই উপজেলার কুশনা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহতের চাচাতো ভাই ইব্রাহিম হোসেন জানান, আমরা দুই ভাই বলুহর হ্যাচারি কমপ্লেক্সের ভেতরে আখের রস বিক্রি শেষে বাড়িতে ফিরছিলাম।

আমি আলমসাধু চালাচ্ছিলাম আর ও বাইসাইকেলে করে আলম সাধুর ওপরে থাকা রস চাপা মেশিন ধরে বসে যাচ্ছিল। ফুলবাড়ী এলাকায় পৌঁছানোর পর সড়কের ওপরে ভাঙা খাদে আমার গাড়ির সামনের চাকা পড়ে যায়। তখন ধাক্কা লেগে গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর।

মন্তব্য

সর্বশেষ সংবাদ