ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫
১৮ চৈত্র ১৪৩১, ০১ শাওয়াল ১৪৪৬

বেইজিংয়ের কাছে ৫০ বছরের পানি ব্যবস্থাপনার মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বেইজিংয়ের কাছে ৫০ বছরের পানি ব্যবস্থাপনার মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা

নদীমাতৃক বাংলাদেশের নদী ও পানি ব্যবস্থাপনার জন্য চীনের কাছ থেকে ৫০ বছরের মহাপরিকল্পনা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

আজ শুক্রবার চীন সফরের তৃতীয় দিনে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওয়িংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ অনুরোধ জানান তিনি। বেইজিংয়ের একটি রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

প্রফেসর ইউনূস চীনের পানি ও বন্যা ব্যবস্থাপনার  প্রশংসা করে বলেন, ‘কিছু জটিল পানি সমস্যা মোকাবেলায় চীন আশ্চর্যজনক সাফল্য পেয়েছে।

আমাদের সমস্যা আপনাদের মতোই। তাই, আপনার অভিজ্ঞতা জানালে আমরা খুশি হব।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ একটি ব-দ্বীপ; আমাদের দেশে শত শত নদী রয়েছে। পানি আমাদের জীবন-জীবিকার মূল, কিন্তু কখনো কখনো এটি শত্রুতে পরিণত হয়।

এখন যেহেতু জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তাই এটি বাস্তুতন্ত্রের জন্য কী ধরণের ক্ষতি করতে পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

‘চীনকে পানি ব্যবস্থাপনায় দক্ষ কারিগর’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘চীনের কাছ থেকে বাংলাদেশের অনেক কিছু শেখার আছে।’ 

তিনি পানি ব্যবস্থাপনায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভিশন বাংলাদেশের সঙ্গে শেয়ার করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা এখানে আপনার কাছ থেকে শিখতে এসেছি: কীভাবে আমরা পানি সম্পদকে মানুষের জন্য উপযোগী করে তুলতে পারি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধি এবং উন্নয়নের চাহিদার কারণে নদীর ধারে জমি দখল বাড়ছে। উজানের দেশ ভারতেও একই ধরনের উন্নয়ন সমস্যায় পড়ছে। পলি জমে নদীর মাঝখানে চর জেগে উঠছে, যা কখনও কখনও নদীগুলোকে সংকুচিত করছে।

চীনের পানিসম্পদ মন্ত্রী প্রধান উপদেষ্টার সঙ্গে একমত হয়ে বলেন, ‘চীন ও বাংলাদেশের পানি ব্যবস্থাপনা একই রকমের চ্যালেঞ্জ।’

বাংলাদেশের ৮৫ শতাংশ নদী সমতল ভূমি যা দেশের জন্য পানি ব্যবস্থাপনাকে জটিল করে তুলেছে জানিয়ে তিনি বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি চীনের জন্য একটি মহাপরিকল্পনা দিয়েছেন যার মাধ্যমে চীন পানি ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারছে।'
প্রধান উপদেষ্টা বলেন, 'আমাদের পরিকল্পনা তৈরিতে আপনার সাহায্যের প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সমস্যা কেবল একটি নদী নিয়ে নয় বরং সামগ্রিক নদী ব্যবস্থাপনায়।’

তিস্তা নদী ব্যবস্থাপনা এবং ঢাকার আশেপাশের নদীগুলোর দূষিত পানি পরিষ্কারকরণের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে সহায়তা চান প্রধান উপদেষ্টা। 

চারদিনের সফরে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সফরে তিনি চীনের নেতা এবং বিনিয়োগকারীদের সাথে একাধিক বৈঠক করেছেন।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

আওয়ামী লীগকে কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না : উপদেষ্টা মাহফুজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
আওয়ামী লীগকে কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না : উপদেষ্টা মাহফুজ
সংগৃহীত ছবি

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের লক্ষাধিক নেতাকর্মী ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আওয়ামী লীগ দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদের কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না।’

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘বিগত সরকারের সময় গুম-খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল।

এগুলো করার জন্য বিশেষ টিম ছিল। পুলিশ-র‍্যাবসহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিল।’

তিনি বলেন, ‘গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে।

বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো।’

মাহফুজ আলম বলেন, ‘গুমের সঠিক কোনো হিসাব নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে। বিএনপি-জামায়াতসহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল।

মন্তব্য

ভূমিকম্প : বাংলাদেশের ত্রাণ সহায়তার দ্বিতীয় চালান মায়ানমারে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভূমিকম্প : বাংলাদেশের ত্রাণ সহায়তার দ্বিতীয় চালান মায়ানমারে
সংগৃহীত ছবি

মায়ানমারের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ থেকে পাঠানো দ্বিতীয় দফার জরুরি ওষুধ ও ত্রাণ নেপিডোতে পৌঁছেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশ মেনে মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী (বিএ) ও বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এসব ওষুধ ও ত্রাণ পাঠানো হয়।

দুপুর ২টায় বিমান তিনটি নেপিডো বিমানবন্দরে পৌঁছায়। ত্রাণের মধ্যে রয়েছে ৪.২ মেট্রিক টন ওষুধ ও চিকিৎসা পণ্য, তাঁবু এবং শুকনা খাবার।

সেই সঙ্গে বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি শক্তিশালী উদ্ধার ও চিকিৎসা দলও ছিল। এই মিশনটি তিনটি পরিষেবা—ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) ডাক্তার, বাংলাদেশ সেনাবাহিনীর (বিএ) ডাক্তার এবং বেসামরিক ডাক্তারদের নিয়ে গঠিত রেসকিউ ও মেডিক্যাল টিম নিয়ে গঠিত।

মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম মনোয়ার হোসেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসাডর এট লারজ চ তুনের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আফতাব হোসেন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে গত রবিবার বাংলাদেশ দুটি ফ্লাইটে ১৬.৫ মেট্রিক টন ত্রাণের প্রথম চালান পাঠিয়েছিল।

মন্তব্য

মার্চে কালের কণ্ঠ ডিজিটালে ১৪০ কোটি ভিউ ও এনগেজমেন্ট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মার্চে কালের কণ্ঠ ডিজিটালে ১৪০ কোটি ভিউ ও এনগেজমেন্ট
ছবি : কালের কণ্ঠ

গত মার্চ মাসে বিপুল সাড়া ফেলেছে কালের কণ্ঠ ডিজিটাল। এ মাসে কালের কণ্ঠ অনলাইন ও মাল্টিমিডিয়ার ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যানেলগুলোতে দর্শক-শ্রোতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। মোট ১৪০ কোটি ভিউ ও এনগেজমেন্ট অর্জন করে কালের কণ্ঠ ডিজিটাল এক নতুন মাইলফলক স্পর্শ করেছে।

মার্চ মাসজুড়ে কালের কণ্ঠ অনলাইনের কনটেন্ট ছিল বৈচিত্র্যে ভরপুর।

বিশেষত ঈদের ছুটিতে ১০টি বিশেষ সেগমেন্ট—ঈদযাত্রা, ঈদ মোবারক, দেশে দেশে ঈদ, ঐতিহাসিক ঈদ জামাত, মেহমানদারি, ইসলামে ঈদুল ফিতর, রাজনীতিবিদদের ঈদ, তারকাদের ঈদ, তাদেরও ঈদ এবং শহীদ পরিবারে বিষাদের ঈদ—দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে।

এ ছাড়া কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন, টক শো, ইসলামিক কনটেন্ট, নিয়মিত সংবাদভিত্তিক কনটেন্ট, স্পেশাল রিপোর্ট, জনতার কণ্ঠ, প্রবাসীর কথা, কৃষকের কথা, হেলথ টিপস, কালের কণ্ঠ অনুসন্ধান, করপোরেট শো, বিশ্বাসে মিলায় বন্ধু, ঈদ শো এবং সংবাদ বিশ্লেষণও দর্শকদের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। সময়োপযোগী কনটেন্ট ও দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের কারণেই এই বিশাল অর্জন সম্ভব হয়েছে।

কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী এই সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন পরিশ্রমী টিমের সদস্যদের।

তিনি বলেন, তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার কারণেই এই অনন্য অর্জন সম্ভব হয়েছে। বিশেষভাবে, যিনি সব সময় অনুপ্রেরণা দিয়ে গেছেন এবং কালের কণ্ঠ ডিজিটালকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নিরলস সহযোগিতা করেছেন—তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তার প্রতি কালের কণ্ঠ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এই অসাধারণ সাফল্যের জন্য কালের কণ্ঠ ডিজিটাল (অনলাইন ও মাল্টিমিডিয়া) টিম সম্মানিত দর্শক ও পাঠকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

ভবিষ্যতে আরো মানসম্মত কনটেন্ট প্রদানের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে কালের কণ্ঠ ডিজিটাল।

মন্তব্য

ঈদের দ্বিতীয় দিনে সেনা ভবনে শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদের দ্বিতীয় দিনে সেনা ভবনে শুভেচ্ছা বিনিময় সেনাপ্রধানের
সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের দ্বিতীয় দিনে ঢাকা, মিরপুর ও পোস্তগোলা সেনানিবাসে কর্মরত জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও), নন-কমিশন্ড অফিসার (এনসিও), অন্যান্য পদবির সেনা সদস্য, বেসামরিক কর্মচারী ও তাদের পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ মঙ্গলবার ঢাকায় সেনা ভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সেনাপ্রধান। এ সময় জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার সহধর্মিণী সারাহনাজ কমলিকা জামান উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এ সময় সেনাবাহিনী প্রধান ও তার পরিবারের সদস্যরা আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশলাদি বিনিময় এবং তাদের আপ্যায়ন করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ