<p>ডাকাতির উদ্দেশ্যে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় ঢুকে পড়া তিনজন আত্মসমর্পণ করেছে। তাদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। আত্মসমর্পণকারীদের মধ্যে দুজন কিশোর বলে জানিয়েছে পুলিশ।</p> <p>এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানায় ব্রিফিং করেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ। আটক তিনজনের বরাত দিয়ে তিনি জানান, মৃত্যু পথযাত্রী একজন রোগীকে (কিডনি সমস্যায় অসুস্থ) বাঁচাতে ব্যাংকে ডাকাতি করতে আসে তারা।</p> <p>পুলিশ সুপার বলেন, ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ঢাকার পাশে দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া জিনজিরা শাখার রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করে তিন কিশোর। আটক করার পর তাদের হাতে ১৮ লাখ টাকা ও চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছুরি পাওয়া যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও চায় দ্রুত নির্বাচন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734620061-64c1f3e6af6a117cbb2551d488254e3b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও চায় দ্রুত নির্বাচন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/19/1459239" target="_blank"> </a></div> </div> <p>তিনি বলেন, এক কিডনি রোগীকে সাহায্য করতে তাদের ১৫ লাখ টাকা প্রয়োজন ছিল। এ কারণে তারা ব্যাংকে ডাকাতি করতে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বাকি তিন লাখ টাকা দিয়ে আইফোন কেনার কথা জানায় তারা।</p> <p>এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েক শ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে।</p>