<p>আগামী ১৫ জানুয়ারির মধ্যে হজ প্যাকেজের বাকি টাকা জমা দিতে হবে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সোনালী ব্যাংকে এবং বেসরকারি হজযাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবে এই টাকা জমা দিতে হবে। এ ছাড়া হজযাত্রী সমন্বয়, লিড এজেন্সি নির্ধারণ ও মোনাজ্জেম নির্বাচনের সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিগুলোকে এসব কাজ শেষ করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের একাধিক পত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘গণস্বাস্থ্য কেন্দ্র দখল করে রেখেছেন তিনজন’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734617646-31694d4a7985792078a550cbd7e8ad43.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘গণস্বাস্থ্য কেন্দ্র দখল করে রেখেছেন তিনজন’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/19/1459229" target="_blank"> </a></div> </div> <p>২০২৫ সালের হজে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদের উদ্দেশে এক পত্রে বলা হয়েছে, সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া, পরিবহনসহ সেবাসংক্রান্ত সব চুক্তি সম্পন্ন করতে হবে। এ কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত তারিখের মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে হজযাত্রীদের।</p> <p>২০২৫ সালে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিগুলো বরাবর পাঠানো এই পত্রে বলা হয়েছে, সৌদি সরকার ২০২৫ সালে হজে অন্যান্য দেশের এজেন্সিপ্রতি হাজির কোটা দুই হাজারজন নির্ধারণ করেছে। তবে বাংলাদেশের অনুরোধে এজেন্সিপ্রতি হাজির সংখ্যা সর্বনিম্ন এক হাজার জন নির্ধারণ করেছে। এই পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে অনুমোদিত হজ এজেন্সিগুলোর মধ্যে যেসব হজ এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা এক হাজারের চেয়ে কম, সেসব এজেন্সির হজযাত্রী স্থানান্তর ও সমন্বয়পূর্বক লিড এজেন্সি নির্ধারণ করা প্রয়োজন। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (সংশোধিত)-এর ২৬ বিধি অনুযায়ী পারস্পরিক সম্মতির ভিত্তিতে লিড এজেন্সি নির্ণয় করে সমন্বয়কারী এজেন্সিগুলোর হজযাত্রীদের ই-হজ সিস্টেমে লিড এজেন্সিতে স্থানান্তর করার বিধান আছে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আদালতের চত্বরে আ. লীগ নেতাকে মারধর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734616726-85b5a8474e4314156b1c3e05b3bfc9b5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আদালতের চত্বরে আ. লীগ নেতাকে মারধর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/19/1459225" target="_blank"> </a></div> </div> <p>এ ছাড়া ২০২৫ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনের অনুচ্ছেদ ৯(১২)-এ এ বিষয়ে নির্দেশনা রয়েছে। সমন্বয় কার্যক্রম শেষ হলে সমন্বয়কারী এজেন্সি থেকে লিড এজেন্সির ব্যাংক হিসাবে হজযাত্রীর বিমানভাড়া বাবদ অর্থ পাঠাবে এবং লিড এজেন্সি তার ব্যবস্থাপনাধীন সব হজযাত্রীর বিমান টিকিটের অর্থ এয়ালাইনসের বরাবর পে অর্ডার ইস্যু নিশ্চিত করবে।</p>