<p>ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদল প্রবেশ করেছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এবং স্থানীয় জনতা ব্যাংকের শাখাটি ঘিরে রাখার পর জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থান দাবি করেছে ডাকাতদল।</p> <p>জানা গেছে, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। তবে ডাকাতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েক শ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে।</p> <p>দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিকেল পৌনে ৫টা পর্যন্ত জিম্মি পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থান অপরিবর্তিত আছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মসজিদের মাইকে আসে ব্যাংকে ডাকাত পড়ার খবর" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734604739-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মসজিদের মাইকে আসে ব্যাংকে ডাকাত পড়ার খবর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/19/1459165" target="_blank"> </a></div> </div> <p>ডাকাতদলের সদস্যদের সঙ্গে পুলিশে কথা হয়েছে জানিয়ে ওসি বলেন, তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, ফোনে কথা হচ্ছে। তারা সেফ এক্সিটসহ বিভিন্ন দাবির কথা বলছে। </p> <p>এখন পর্যন্ত পুলিশের কাছে তথ্য রয়েছে, ডাকাতরা পিস্তল জাতীয় ছোট অস্ত্র বহন করছে। ঘটনাস্থলে র‍্যাব, পুলিশের পাশাপাশি, সেনাবাহিনীও অবস্থান করছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="করার পর জানাও—‘ইট ইজ ডান’, যেভাবে আসে ইন্টারনেট বন্ধের নির্দেশ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/19/1734603008-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>করার পর জানাও—‘ইট ইজ ডান’, যেভাবে আসে ইন্টারনেট বন্ধের নির্দেশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/19/1459156" target="_blank"> </a></div> </div> <p>আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরবর্তী পদক্ষেপ কী হবে তা এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি।</p> <p>ব্যাংকটির প্রধান কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভেতরে থাকা ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে। দুজন অস্ত্রধারী ১২ জনকে জিম্মি করে রেখেছেন। তবে সবাই নিরাপদে আছেন বলেও নিশ্চিত করেছেন তিনি।</p>