<p style="text-align:justify">রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হওয়ার কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য লি সং কুয়েন।</p> <p style="text-align:justify">আজ বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে তিনি সাংবাদিকদের কাছে এই দাবিও করেন, যুদ্ধে উত্তর কোরিয়ার আরো এক হাজার সেনা আহত হয়েছেন।</p> <p style="text-align:justify">এর আগে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) সংসদকে ব্রিফিং দেয়। এরপর লি সং কুয়েন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।</p> <p style="text-align:justify">তিনি জানান, উত্তর কোরিয়ার সেনাদের ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা না থাকায় এবং খোলা প্রান্তরের মতো এলাকায় লড়াইয়ে অভ্যস্ত না হওয়ায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।</p> <p style="text-align:justify">লি বলেন, একজন মার্কিন কর্মকর্তাও কুর্স্কে উত্তর কোরিয়ার কয়েক শ সেনার নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।</p> <p style="text-align:justify">যদিও যুদ্ধে উত্তর কোরিয়া আরো সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যাদের মধ্যে কিম জং উনের তত্ত্বাবধানে প্রশিক্ষিত গোয়েন্দারাও আছেন বলে জানান লি।</p> <p style="text-align:justify">যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দাবি, রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুর্স্কে ১০ হাজারের বেশি সেনা পাঠায় উত্তর কোরিয়া।</p> <p style="text-align:justify">সূত্র : রয়টার্স</p>