ডিবির পরিচয়ে অপহরণচেষ্টা, গাড়িসহ আটক ১

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
ডিবির পরিচয়ে অপহরণচেষ্টা, গাড়িসহ আটক ১
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লা দেবীদ্বারে পথচারীকে অপহরণের সময় একটি মাইক্রোবাসসহ সাদা পোশাকের ডিবির পরিচয় দানকারী এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে গাড়িসহ ভুয়া ডিবি সদস্যকে উদ্ধার করে নিয়ে যায় দেবীদ্বার থানা পুলিশের একটি টিম।

অপহরণের কবল থেকে বেঁচে যাওয়া দুই বন্ধু মো. হান্নান ও ইসমাইল বলেন, ‘বুধবার রাতে সাড়ে ৮টায় আমরা দুজন বাজার করে অটোরিকশাযোগে (থানা গেটের পশ্চিমে) বাসায় ফিরছিলাম। দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে আসার পর বাঁশ দিয়ে আমাদের আটকানো হয়।

অটোরিকশাটি থামানোর সঙ্গে সঙ্গে কোনো কিছু না বলেই একটি সাদা মাইক্রো বাসে টেনেহিঁচড়ে তোলার চেষ্টা করেন ডিবির পরিচয়ে চারজন সাদা পোশাকের লোক।’

এ সময় হান্নান ছুটে দৌড়ে পালিয়ে যান। আর ইসমাইলকে জোরপূর্বক গাড়িতে তুলে মাইক্রোবাসটি সিলেটমুখী রওনা করে। ততক্ষণে আশপাশের লোকদের কাছে পুরো ঘটনা খুলে বলেন হান্নান।

সেখানকার কয়েকজন মোটরসাইকেল নিয়ে মাইক্রোবাসটিকে ফলো করে। দ্রুতগতির মাইক্রোবাসটিকে দেবীদ্বারের পান্নার পুল এলাকায় বেরিকেট দেন তারা। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডিবির পরিচয়ে সদস্যরা পালিয়ে গেলেও গাড়িসহ চালককে আটক করেন তারা। পরে সেখান থেকে অপহরণের শিকার মো. ইসমাইলকে উদ্ধার করেন তারা।

ইসমাইল হোসেন বলেন, ‘জোরপূর্বক অটোরিকশা থেকে আমাকে গাড়িতে তুলেই ডিবির লোক পরিচয় দেন তারা। আমি কিছু বলার আগেই আমাকে মারধর করে ও হাত-মুখ বেঁধে ফেলেন তারা। পরে কিছু যুবক মোটরসাইকেল নিয়ে বেরিকেট দিলে গাড়িতে থাকা চারজন পালিয়ে যান।’

আটক মো. কামাল হোসেন (৪১) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পূর্ব আইলা গ্রামের মৃত আসন আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১৪ ব্যাটালিয়ান এলাকায় বাস করেন।

দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, ‘ডিবির পরিচয় দেওয়া সদস্যদের একটি গাড়ি আটক করেছি। ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকার মিরপুর-১৪ ব্যাটালিয়ান এলাকার বাসিন্দা এবং সেখানকার আমিন রেন্ট-এ-কারের স্বত্বাধিকারী ও গাড়ির মালিক খসরু মিয়া ভাড়ায় তারা গাড়ি নিয়ে যান। তিন দিন ধরে তাদের নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন তারা।’

তিনি জানান, ১৮ ডিসেম্বর বুধবার বিকেল ৪টার দেবীদ্বার আসেন তারা। সেখানে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে গাড়ি নিয়ে অবস্থান করেন। দীর্ঘক্ষণ অপেক্ষা ও পরিকল্পনা করে রাত সাড়ে ৮টায় হান্নান ও ইসমাইল দুই বন্ধুকে অপহরণের চেষ্টা করেন।

তিনি আরো জানান, আটক গাড়ির চালক পালিয়ে যাওয়া চারজন মধ্যে একজনের নাম সুমন বললেও বাকিদের নাম বলতে পারছেন না। পালিয়ে যাওয়া ভুয়া ডিবি সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, ‘আমাদের তদন্ত চলমান রয়েছে। পালিয়ে যাওয়া ভুয়া ডিবি চক্রের সদস্যদের আটক করা হবে।’

মন্তব্য

সম্পর্কিত খবর

মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটায় যুবদল নেতাকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
শেয়ার
মনোহরদীতে অবৈধভাবে মাটি কাটায় যুবদল নেতাকে জরিমানা

নরসিংদীর মনোহরদীতে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় যুবদল নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া এই অভিযান পরিচালনা করেন। 

মাটি ব্যবসায়ী আজিজুর রহমান খন্দকার সোহাগ নরসিংদী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি শুকুন্দী ইউনিয়নের ফাঁড়ি গন্ডারদিয়া এলাকার বাসিন্দা।

আরো পড়ুন
ব্যালটের মাধ্যমে বিএনপির নেতা নির্বাচন

ব্যালটের মাধ্যমে বিএনপির নেতা নির্বাচন

 

জানা যায়, আজিজুর রহমান খন্দকার সোহাগ শুকুন্দী ইউনিয়নের ফাঁড়ি গন্ডারদিয়া ও সাভারদিয়া এলাকার ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি বিক্রি করে আসছেন। এমন অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়ার নেতৃত্বে পুলিশ সেখানে উপস্থিত হয়ে মাটিসহ ট্রলিচালক সাব্বিরকে আটক করে। তখন চালক সাব্বির মাটিগুলো আজিজুর রহমান খন্দকার সোহাগের বলে জানান। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তাছাড়া ভবিষ্যতে অবৈধভাবে মাটি কাটবেন না এই মর্মে মুচলেকা রাখা হয়।

আরো পড়ুন
মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক সজিব মিয়া বলেন, ‘অবৈধভাবে মাটি কাটলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে মাটিকাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

মন্তব্য

ব্যালটের মাধ্যমে বিএনপির নেতা নির্বাচন

সাজু মিয়া লাল, গঙ্গাচড়া
সাজু মিয়া লাল, গঙ্গাচড়া
শেয়ার
ব্যালটের মাধ্যমে বিএনপির নেতা নির্বাচন
রংপুরের গঙ্গাচড়ায় বেতগাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে লাইনে দাঁড়িয়ে ভোট দেন নেতাকর্মীরা। ছবি : কালের কণ্ঠ

দূর থেকে দেখে মনে হবে এটি ইউনিয়ন অথবা জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র। কিন্তু না এটি একটি ইউনিয়ন বিএনপির নেতা নির্বাচন। দীর্ঘ ১৬ বছর পর রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি ব্যালট পেপারে ভোটের মাধ্যমে গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেতগাড়ী বাজারে ব্র্যাক শিশু নিকেতন স্কুলে তিনটি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। এই ভোট শুধু ওই ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরাই দিতে পেরেছেন। বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

আরো পড়ুন
মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

 

ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় নির্বাচনের মতো তফসিল ছিল এই কমিটি নির্বাচনে।

তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই হয়েছে। প্রার্থীরা প্রচারের সময় পেয়েছেন তিন দিন। প্রতীক পেয়ে পোস্টার লাগিয়ে ও মাইকিং করে প্রচার এবং গণসংযোগ করেন প্রার্থীরা। নির্বাচনের জন্য ছিলেন প্রিসাইডিং ও পোলিং অফিসার, ছিল ভোটের বাক্স।
গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের জন্য ৪৫৯ জন ভোটার ছিলেন। এবারের নেতা নির্বাচনে সভাপতি পদে ৪ জন। সকালে ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতি প্রার্থী দুজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন। সাধারণ সম্পাদক পদে ২ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় ভোটগণনা শেষে ফলাফল প্রকাশ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু।

সভাপতি পদে বিজয়ী মাওলানা সহিদুল ইসলাম চেয়ার মার্কায় পেয়েছেন ৩৩২ ভোট ও নিকতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম আনারস মার্কায় পেয়েছেন ১১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হাবিবুর রহমান মই মার্কায় পেয়েছেন ৩৬৩ ভোট ও নিকটতম শরিফুল ইসলাম ফুটবল মার্কায় ৮৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী নুরুল আমিন নাদিম মাছ মার্কায় পেয়েছেন ২৯০ ভোট। নিকটতম আহসান হাবীব তালা মার্কায় পেয়েছেন ১৫৬ ভোট। মোট ভোট পড়েছে ৪৫২টি।

আরো পড়ুন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আহত

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আহত

 

ভোটার আয়েশা আক্তার (৩৫) বলেন, ‘আগে নেতারাই নেতা নির্বাচন করে দিতেন। কিন্তু এবার আমাদের নেতা আমরাই ভোটের মাধ্যমে নির্বাচন করব। এ জন্য আমরা খুব খুশি।’

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহেদুজ্জামান মাবু। তিনি বলেন, ‘অন্য নির্বাচনের মতো এখানেও সব প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন স্বজনপ্রীতি করে কোনো কমিটি হবে না। তৃণমূলের নেতাকর্মী যাদের ভোট দেবেন তারাই নেতা হবেন। বিএনপি যে একটি গণতান্ত্রিক দল এটাই তার বড় প্রমাণ। এভাবেই গণতন্ত্র চর্চা করতে হবে।’

নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত গোলাম রব্বানী রঞ্জু। ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আইয়ুব আলী, প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য আনোয়ার শাহাদাৎ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখেরুজ্জামান মিলন, যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন লিজু, চাঁদ সরকার, মীর কাশেম মিঠু, নাজমুল ইসলাম হুদা, আতাউল মওলা, উপজেলা যুব দলের সদস্যসচিব শাহিন আলম সোনা, সেচ্ছাসেবক আহ্বায়ক আমিনুর ইসলাম রঞ্জু, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুজ্জামান প্রমুখসহ উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মাদারীপুরে ২ গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের সময় ইউপি সদস্য আক্তার সিকদারকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত আক্তার সিকদার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য।

জানা গেছে, সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এতে আহত হয়েছেন কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

মন্তব্য

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আহত

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আহত
টঙ্গী পশ্চিম থানা

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৬) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা তার দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইন কালের কণ্ঠকে জানান, আবু সাঈদ মোহাম্মদ ফারুক গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা গেট থেকে মহাসড়কের পশ্চিম পাশ দিয়ে স্থানীয় আউচপাড়ায় যাচ্ছিলেন।

এ সময় স্থানীয় এরশাদ নগর এলাকায় তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।

তিনি আরো জানান, ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পায়ে ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর একটি প্রাইভেট হাসপাতালে নেয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় ফিরেন। খবর পেয়ে মহানগর জামায়াত নেতৃবৃন্দ তাকে বাসায় দেখতে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি টিম এলাকায় অভিযানে নেমেছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ