কুমিল্লা দেবীদ্বারে পথচারীকে অপহরণের সময় একটি মাইক্রোবাসসহ সাদা পোশাকের ডিবির পরিচয় দানকারী এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে গাড়িসহ ভুয়া ডিবি সদস্যকে উদ্ধার করে নিয়ে যায় দেবীদ্বার থানা পুলিশের একটি টিম।
অপহরণের কবল থেকে বেঁচে যাওয়া দুই বন্ধু মো. হান্নান ও ইসমাইল বলেন, ‘বুধবার রাতে সাড়ে ৮টায় আমরা দুজন বাজার করে অটোরিকশাযোগে (থানা গেটের পশ্চিমে) বাসায় ফিরছিলাম। দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে আসার পর বাঁশ দিয়ে আমাদের আটকানো হয়।
অটোরিকশাটি থামানোর সঙ্গে সঙ্গে কোনো কিছু না বলেই একটি সাদা মাইক্রো বাসে টেনেহিঁচড়ে তোলার চেষ্টা করেন ডিবির পরিচয়ে চারজন সাদা পোশাকের লোক।’
এ সময় হান্নান ছুটে দৌড়ে পালিয়ে যান। আর ইসমাইলকে জোরপূর্বক গাড়িতে তুলে মাইক্রোবাসটি সিলেটমুখী রওনা করে। ততক্ষণে আশপাশের লোকদের কাছে পুরো ঘটনা খুলে বলেন হান্নান।
সেখানকার কয়েকজন মোটরসাইকেল নিয়ে মাইক্রোবাসটিকে ফলো করে। দ্রুতগতির মাইক্রোবাসটিকে দেবীদ্বারের পান্নার পুল এলাকায় বেরিকেট দেন তারা। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডিবির পরিচয়ে সদস্যরা পালিয়ে গেলেও গাড়িসহ চালককে আটক করেন তারা। পরে সেখান থেকে অপহরণের শিকার মো. ইসমাইলকে উদ্ধার করেন তারা।
ইসমাইল হোসেন বলেন, ‘জোরপূর্বক অটোরিকশা থেকে আমাকে গাড়িতে তুলেই ডিবির লোক পরিচয় দেন তারা। আমি কিছু বলার আগেই আমাকে মারধর করে ও হাত-মুখ বেঁধে ফেলেন তারা। পরে কিছু যুবক মোটরসাইকেল নিয়ে বেরিকেট দিলে গাড়িতে থাকা চারজন পালিয়ে যান।’
আটক মো. কামাল হোসেন (৪১) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার পূর্ব আইলা গ্রামের মৃত আসন আলীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার মিরপুর-১৪ ব্যাটালিয়ান এলাকায় বাস করেন।
দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, ‘ডিবির পরিচয় দেওয়া সদস্যদের একটি গাড়ি আটক করেছি। ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকার মিরপুর-১৪ ব্যাটালিয়ান এলাকার বাসিন্দা এবং সেখানকার আমিন রেন্ট-এ-কারের স্বত্বাধিকারী ও গাড়ির মালিক খসরু মিয়া ভাড়ায় তারা গাড়ি নিয়ে যান। তিন দিন ধরে তাদের নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন তারা।’
তিনি জানান, ১৮ ডিসেম্বর বুধবার বিকেল ৪টার দেবীদ্বার আসেন তারা। সেখানে দেবীদ্বার সরকারি রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে গাড়ি নিয়ে অবস্থান করেন। দীর্ঘক্ষণ অপেক্ষা ও পরিকল্পনা করে রাত সাড়ে ৮টায় হান্নান ও ইসমাইল দুই বন্ধুকে অপহরণের চেষ্টা করেন।
তিনি আরো জানান, আটক গাড়ির চালক পালিয়ে যাওয়া চারজন মধ্যে একজনের নাম সুমন বললেও বাকিদের নাম বলতে পারছেন না। পালিয়ে যাওয়া ভুয়া ডিবি সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, ‘আমাদের তদন্ত চলমান রয়েছে। পালিয়ে যাওয়া ভুয়া ডিবি চক্রের সদস্যদের আটক করা হবে।’