<p>বাংলাদেশ সচিবালয়ে বুধবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ১৯টি ইউনিট। প্রায় ৬ ঘণ্টা চেষ্টার ফলে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিভে আসে। ধারণা করা হচ্ছে, ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। </p> <p>এ ভবনের আটতলা ও ৯ তলায় আছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, যা আওয়ামী সরকারের আমলে দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের অধীন ছিল। সরকার পতনের কয়েক দিন আগে থেকে কোনো রকম খোঁজ নেই সাবেক প্রভাবশালী এই মন্ত্রীর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবধান করার সময় আর নাই, ৩ উপদেষ্টাকে সারজিসের বার্তা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735206143-bc37828a74959d4b9e803b6816eecf51.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবধান করার সময় আর নাই, ৩ উপদেষ্টাকে সারজিসের বার্তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/26/1461574" target="_blank"> </a></div> </div> <p>আটতলায় রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। পতিত সরকারের আমলে এটির মন্ত্রীর ছিলেন জুনাইদ আহমেদ পলক। তিনি ছিলেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে। ৫ আগস্টের কয়েক দিন পর তিনি ধরা পড়েন। এখন কারাগারে পলক। </p> <p>স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ও ছিল- সাততলাজুড়ে ও আটতলার কিছু অংশে। আওয়ামী সরকারের আমলে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাজুল ইসলাম। সরকার পতনের পর তারও এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।</p> <p>সচিবালয়ের আটতলায় থাকা আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হচ্ছে অর্থ মন্ত্রণালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন আবুল হাসান মাহমুদ আলী। ৫ আগস্টের পর তারও হদিস নেই।</p> <p>ছয়তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এটি সামলাতেন নাজমুল হাসান পাপন। কোথায় আছেন সাবেক এই বিসিসি সভাপতি তা জানা যায়নি। পাঁচতলা ও ছয়তলায় আরো আছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন নজরুল ইসলাম চৌধুরী, অনেকের মতো সরকার পতনের পর তিনিও পলাতক। ভবনের পাঁচতলায় পুড়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়। চারতলায় আগুন লাগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ বিভাগে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘দেশও কি সচিবালয়ের মতো অরক্ষিত?’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/26/1735215301-9e8a01bfb2c96c61eda1158eb7452e8d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘দেশও কি সচিবালয়ের মতো অরক্ষিত?’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/26/1461632" target="_blank"> </a></div> </div> <p>সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছেন, সচিবালয়ে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও ৯ তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা হচ্ছে।</p> <p>এদিকে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়।</p>