<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেনাবাহিনীর সেনা পরিবার কল্যাণ সমিতির</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (সেপকস) পৃষ্ঠপোষক, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান সমাজের দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span dir="ltr" lang="BN" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইএসপিআর জানায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি সেপকসের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য সেপকসের সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।</span></span></span></span></span></p>