<p>পার্থ টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে অস্ট্রেলিয়া সফর শুরু করেছিলেন বিরাট কোহলি। তবে ছন্দটা সর্বশেষ দুই টেস্টে ধরে রাখতে পারেননি ভারতীয় ব্যাটার। বাজে ছন্দের সঙ্গে আবার সঙ্গী হয়েছে মাঠের মধ্যে ঘটে যাওয়া ঘটনার সমালোচনা। আর মাঠের বাইরে তার পরিবারের ছবি তোলা নিয়ে বিতর্ক তো ছিলোই।</p> <p>সবকিছু মিলে অস্ট্রেলিয়া সফর কঠিন হয়ে দাঁড়িয়েছে কোহলির। বিশেষ করে মেলবোর্ন টেস্টেই স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা মারার ঘটনায় এখন ব্যাপকভাবে সমালোচিত তিনি। অভিষিক্ত ১৯ বছর বয়সী ওপেনারকে ধাক্কা মারার শাস্তিও অবশ্য পেয়েছেন। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা ও ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। কিন্তু তাতেও যেন মুক্তি পাচ্ছেন না তিনি। তার বড় শাস্তি পাওয়া উচিত ছিল বলে মনে করে আইসিসির সমালোচনা করেছেন রিকি পন্টিং-মাইকেল ভনরা।</p> <p>ধাক্কা কারণেই আবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন। অস্ট্রেলিয়ার ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ পত্রিকা তো তার ব্যঙ্গচিত্র ছাপিয়েছে। নাকের মধ্যে লাল রংয়ের বল দিয়ে তাকে সাকার্সের জোকার বানিয়েছে। সঙ্গে শিরোনাম দিয়েছে ‘ভাঁড় কোহলি’।</p> <p><iframe align="middle" frameborder="0" height="950" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url= https://twitter.com/BluntIndianGal/status/1872537246798336197" width="800"></iframe></p> <p>সমালোচিত হলেও কোহলিকে ভালোবাসার মানুষের অভাব নেই। যার প্রমাণ প্রায় ৯০ হাজার দর্শকধারণ ক্ষমতার স্টেডিয়ামে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে এক অনাহূতের মাঠে ঢোকা। এভাবে মাঠে ঢোকা নিষিদ্ধ জানার পরও ঝুঁকি নিয়ে ঠিকই কোহলিকে স্পর্শ করতে আইন ভেঙেছেন সেই দর্শক। এমনটা ভালোবাসার লোক ছাড়া আর কে করতে পারেন? ভারতের সাবেক অধিনায়কের সংস্পর্শ পাওয়ার পর ভক্তের হাসিমুখটাই সবকিছু বলে দিয়েছে। কতটা আনন্দিত হয়েছেন তার স্বপ্নের ক্রিকেটারকে ছুঁতে পেরে। এ ছাড়া খুদে ভক্তদের অটোগ্রাফের চাহিদাও পূর্ণ করেছেন।</p> <p>তবে ফিল্ডিংয়ের সময়ের এমন দারুণ মুহূর্তও কোহলির জন্য পরে সুখকর হয়নি। অনাহূতর ঠিক বিপরীত কাজই যে করেছেন অন্য দর্শকরা। স্কট বোল্যান্ডের বলে ৩৬ রানে আউট হওয়ার পর যখন হতাশ হয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন তখন ৩৬ বছর বয়সী ব্যাটার বাজে ঘটনার শিকার হলেন। তাকে উদ্দেশ্য করে গ্যালারির কিছু দর্শক দুয়োধ্বনি দেন। এতে কিছুদূর এগিয়ে যাওয়ার পরও ফেরত এসে সেই দর্শকদের কিছু একটা বলেন তিনি। পরে নিরাপত্তারক্ষী এসে তাকে শান্ত করে ড্রেসিংরুমে পাঠিয়ে দেন।</p>